প্রতিযোগিতায় যোগ দিতে পারল না স্কুল
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
জেলা স্তরের যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতায় যোগ দিতে পারল না শহরের পাঁচটি স্কুল। তাদের অভিযোগ, বর্ধমান পুরসভার গাফিলতিতেই এমনটা ঘটেছে। সম্প্রতি বিদ্যার্থীভবন গালর্স গাইস্কুলে তিন দিন ব্যাপী ওই প্রতিযোগিতা হয়। জেলার সমস্ত ব্লক ও পুরসভাকে নিয়ে প্রথমে প্রতিযোগিতা হয়। সেখানে প্রথম হওয়া স্কুলগুলিকে নিয়ে ওই প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়। জেলা যুব সংসদ পরিচালন কমিটির যুগ্ম-সম্পাদক রথীন মল্লিক বলেন, “বর্ধমান পুরসভাকে লিখিত ভাবে জানিয়েছিলাম, পাঁচটি স্কুলের মধ্যে প্রতিযোগিতা করিয়ে, জয়ী স্কুলকে চড়ান্ত পর্বে পাঠাতে। কিন্তু পুরসভা কোনও উদ্যোগই করেনি।” তাঁর দাবি, পুরসভা মৌখিক ভাবে জানায়, শিক্ষার ব্যাপারে তাদের পক্ষে কিছু করা সম্ভব নয়। তাই বর্ধমানের পাঁচ স্কুল মিউনিসিপ্যাল বয়েজ, ইছলাবাজ হাই স্কুল, হরিজন স্কুল, হরিসভা গার্লস ও রাজ কলেজিয়েট স্কুল প্রতিযোগিতায় যোগ দিতে পারল না।” প্রশ্নোত্তর প্রতিযোগিতায় প্রথম হয়েছে মাজিগ্রাম হাইস্কুল ও যুব সংসদ প্রতিযোগিতায় প্রথম হয়েছে গুসকরা উচ্চ বালিকা বিদ্যালয়। রথীনবাবু আরও বলেন, “রাজ্য পরিষদীয় দফতর থেকে এই প্রতিযোগিতায় জন্য ৩৫ হাজার টাকা ব্লক ও পুরসভা পিছু বরাদ্দ ছিল। ওই টাকাও নেয়নি বর্ধমান পুরসভা।” তবে পুরপ্রধান স্বরূপ দত্ত বলেন, “ওই ঘটনার কথা জানিনা। অসুস্থ থাকায় প্রায় এক সপ্তাহ পুরসভায় আসতে পারিনি। সেই সময় হয়তো চিঠিটা এসেছিল। খোঁজ নিয়ে দেখব।”
|
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত যুবক
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের নাম অজয় দাস বলে জানিয়েছে পুলিশ। তার বাড়ি স্থানীয় বন বিষ্ণুপুরে। বুধবার ধৃতকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিচারক ওই নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছেন। তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই নাবালিকার বাবা থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার সকালে তিনি কাজে বেরিয়ে যাওয়ার পরে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে গিয়ে তাঁর নাবালিকা মেয়েকে ধর্ষণ করে। তিনি বিকেলে বাড়িতে এসে ঘটনাটি জানতে পারেন। পরে এই ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানাতে থাকেন। এর পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। এই ঘটনার প্রতিবাদে আসানসোল উত্তর থানায় বুধবার স্মারকলিপি দেয় গণতান্ত্রিক মহিলা সমিতি।
|
চাষির অস্বাভাবিক মৃত্যু ভাতারে
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
এক চাষির অস্বাভাবিক মৃত্যু হয়েছে ভাতারের নতুনগ্রামে। মৃতের নাম কানাই খান (৬৪)। পুলিশ ও মৃত চাষির পরিবার সূত্রে খবর, ওই চাষি মঙ্গলবার সকালে বাড়িতেই কীটনাশক পান করেন। দুপুরে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যালে ভর্তি করানো হলেও বুধবার ভোরে মারা যান তিনি। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, নিজের আড়াই বিঘে জমিতে আমন চাষ করেন ওই চাষি। বাজারে ঋণও ছিল তাঁর। কিন্তু বাদামি শোষক পোকার আক্রমণে ফসলের বেশির ভাগই নষ্ট হয়ে যায়। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। তবে পুলিশের দাবি, পারিবারিক অশান্তির জেরে এই ঘটনা। ভাতারের বিধায়ক তথা বিধানসভার কৃষি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বনমালী হাজরা বলেছেন, “বিস্তারিত খবর না নিয়ে কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, এ বছর ব্যাপক বাদামি শোষক পোকার আক্রমণের ঘটনা ঘটেনি।” ভাতার ব্লকের সহ-কৃষি অধিকর্তা বিপ্লব প্রতিহার বলেন, “প্রতিবারই কিছুটা বাদামি শোষক পোকার আক্রমণের ঘটনা ঘটে। কিন্তু এ বছর তেমন আক্রমণের খবর পাইনি।”
|
উচ্ছেদের নোটিসে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
ডিপিএলের পরিত্যক্ত আবাসনগুলিতে বসবাসকারীদের ঘর ছাড়ার নোটিস পাঠিয়েছে ডিপিএল। প্রতিবাদে বুধবার ‘উচ্ছেদ বিরোধী কমিটি’র পক্ষ থেকে ডিপিএল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। কমিটির পক্ষে বিপ্লব নাগ জানান, দীর্ঘদিন ধরে ওই বাসিন্দারা ডিপিএলের জায়গায় বসবাস করেন। তাঁদের উপায় নেই বলেই এভাবে রয়েছেন। তাঁদের জোর করে উচ্ছেদ করা আমানবিক। ন্যায্য ভাড়া দিয়ে তাঁদের থাকার ব্যবস্থা করা হোক। ডিপিএলের এক আধিকারিক জানান, পরে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।
|
অবশেষে বিদ্যুৎ
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
কুলটি পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত মিঠানি সংলগ্ন খড়মবাধ গ্রামে বিদ্যুদয়নের ব্যবস্থা করল কুলটি পুরসভা। পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য মঙ্গলবার রাজ্য বিদ্যুৎ পর্ষদকে আনুষ্ঠানিক ভাবে প্রয়োজনীয় টাকা দেওয়া হয়েছে।
|
কাঁকসা হাইস্কুল মাঠের সভায় অভিষেক |
দিল্লির রাজ্যপাটের চাবিটা রাখতে হবে কালীঘাটেই। আগামী ৩০ জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসেবে বুধবার বর্ধমানের কাঁকসা হাইস্কুল মাঠের সভায় এমনই দাবি করলেন তৃণমূল যুবার সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “দিল্লি দখল করতে হবে। মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ঠিক করতে হবে, দেশ কোন দিকে যাবে। কালীঘাটে সেই চাবিটা রাখতে হবে।” তৃণমূল সাংসদ সুব্রত বক্সীও সভায় উপস্থিত ছিলেন। |