এক মিচেলের আগ্রাসন আর তার সঙ্গে পাল্লা দিয়ে বিধ্বংসী বোলিংয়ে অ্যাসেজে গুঁড়িয়ে গিয়েছে ইংল্যান্ড। সিরিজে ৩৭ উইকেট তুলে নেওয়া অস্ট্রেলিয়ার মিচেল জনসন। প্রতিবেশী রাষ্ট্রে ওয়ান ডে সিরিজে আর এক মিচেলের ধাক্কায় আবার প্রথম ম্যাচেই ধরাশায়ী ভারত। ২৭ বছরের পেসারের ১৯ ওয়ান ডে-তেই যা রেকর্ড তাতে ‘টিম ইন্ডিয়া’র অপারেশন ‘ব্ল্যাক ক্যাপস’-এ সবচেয়ে বড় বাঁধা হয়ে উঠতে পারেন এই মিচেল। মিচেল ম্যাকক্লেনাঘান।
২০টা ওয়ান ডে-ও খেলার অভিজ্ঞতা নেই ঝুলিতে। কিন্তু ইতিমধ্যেই তিনি ছ’বার চারটে উইকেট তুলে নিয়েছেন। মানেটা খুব সহজ। প্রায় তিন ম্যাচ পর পরই চারটে উইকেট নেওয়ার বিধ্বংসী ক্ষমতা রয়েছে মিচেলের। যার জন্য ওয়ান ডে-র দ্রুততম ৫০ উইকেট দখলের দৌড়েও তিনি দু’নম্বরে। ১৯ ম্যাচে ৪৭টা উইকেট তাঁর নামের পাশে। এক নম্বরে অজন্তা মেন্ডিস। ৫০ উইকেট যিনি নিয়েছেন ১৯ ম্যাচে। তবে এ ক্ষেত্রে শীর্ষস্থানটা একটুর জন্য ফসকে গেলেও স্ট্রাইক রেটের দিক থেকে এখনই সবাইকে ছাপিয়ে গিয়েছেন মিচেল। ২০.৪ স্ট্রাইক রেটে। তালিকায় দু’নম্বরে থাকা পাকিস্তানের জুনেইদ খানের (২৭.১) থেকে অনেকটা এগিয়ে।
এমন ঘাতক বোলার হয়ে ওঠার রহস্য কী? নিউজিল্যান্ডের ক্যাপ্টেন ব্রেন্ডন ম্যাকালামই দিচ্ছেন উত্তরটা, “ওর মধ্যে ঠিক সময়ে উইকেট তুলে নেওয়ার একটা প্রবণতা আছে। টানা আক্রমণ করে যায়। সব সময় যে এটা ও করতে পারবে তার কোনও নিশ্চয়তা নেই। তবে যে কাজটা করার জন্য ওকে দলে নেওয়া হয়েছে সেটা করার চেষ্টা করে গেলেই আমরা খুশি।” আর মিচেল নিজে ধোনিদের ওয়ান ডে সিরিজে ‘অ্যাটাকিং ক্রিকেট’ খেলার বার্তা দেওয়ার পাশাপাশি বলছেন, “ভারতীয় দলে খুব ভাল প্লেয়ার আছে। তার মানে এই নয় আমরা লড়াই থেকে পিছিয়ে যাব। আমরা আক্রমণ করে যাব। বিশ্বকাপের দিকে তাকিয়ে আমাদের খেলতে হবে।” সঙ্গে তিনি আরও যোগ করেন, “অন্যতম সেরা টিমের বিরুদ্ধে সিরিজে আমরা বিশ্বকে জানিয়ে দিতে চাই ২০১৫ বিশ্বকাপে আমাদের হালকা ভাবে নেওয়াটা ঠিক হবে না।” ম্যাকালামের আর এক অস্ত্র ফাস্ট বোলার অ্যাডাম মিলনে সিরিজে অনিশ্চিত হয়ে পড়ায় মিচেলের দায়িত্বটা আরও বেড়ে গেল। কিউয়ি মিডিয়া জানাচ্ছে প্রথম ম্যাচে টানা ১৫০-এর কাছাকাছি গতিতে বল করে যাওয়া মিলনের সাইড স্ট্রেনের সমস্যা দেখা দিয়েছে। বাকি সিরিজে তিনি অনিশ্চিত। |