‘রোনাল্ডোকে সেরা বাছাটা রাজনৈতিক সিদ্ধান্ত’ |
আমিই যোগ্য ছিলাম: রিবেরি
নিজস্ব প্রতিবেদন |
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ব্যালন ডি’অর জেতার যোগ্য ছিলেন না। ফিফা বিশ্বসেরার সিংহাসন থেকে বঞ্চিত হওয়ার এক সপ্তাহ পরে বোমা ফাটালেন ফ্রাঙ্ক রিবেরি।
গত পাঁচ-ছ’ বছর ধরে ব্যালন ডি’অর মঞ্চ যেন মেসি-রোনাল্ডোর ঘরবাড়ি হয়ে উঠেছে। লা লিগা চলার সময় প্রশ্নটা থাকে-- রিয়াল মাদ্রিদ না বার্সেলোনা, কে জিতবে লিগ? আর ব্যালন ডি’অর এলেই প্রশ্নটা বদলে যায়- “ফিফা বিশ্বসেরার আসনে কে বসবেন? মেসি না রোনাল্ডো?” তবে এ বছর অনেক ফুটবল বিশেষজ্ঞের মত ছিল যে অবশেষে মেসি-রোনাল্ডোর দাপট শেষ করতে পারবেন রিবেরি। কিন্তু ব্যালন ডি’অর ছবির ক্লাইম্যাক্সে কোনও বদল হয়নি। ভোটের বিচারে সিংহাসনে ফেরেন রোনাল্ডো। আর এটাই মেনে নিতে পারছেন না রিবেরি। ক্ষোভ উগড়ে দিয়ে বলেছেন, “সোনার বল যোগ্য দাবিদারের হাতে ওঠেনি। আমার আর কী করতে হত ব্যালন ডি’অর জেতার জন্য। যা জেতা সম্ভব ছিল সব তো জিতেছি।” সঙ্গে সিআর সেভেনের বিরুদ্ধে তোপ দেগে বায়ার্ন মিউনিখ তারকা যোগ করেন, “রোনাল্ডো কিছুই তো জেতেনি। এইটুকু বলতে পারি যে আমিই যোগ্য ছিলাম বিশ্বসেরা ফুটবলার হওয়ার।” |
|
ব্যালন ডি’অর নিয়ে ফুটবলবিশ্বের জল্পনা তুঙ্গে থাকলেও, রিবেরির কাছে পরিষ্কার ছিল যে সিআর সেভেনই হবেন বিশ্বসেরা। “আমি নিশ্চিত ছিলাম যে রোনাল্ডোই জিতবে ব্যালন ডি’অর। ভোটিং সময়সীমা বাড়ানোর পরেই আমি বুঝতে পেরে যাই যে রোনাল্ডোর হাতেই পুরস্কারটা উঠবে। আসলে এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল।”
শুধুমাত্র ফিফা ব্যালন ডি’অর না। ফিফার বর্ষসেরা একাদশ নিয়েও প্রশ্ন তুলছেন রিবেরি। চ্যাম্পিয়ন্স লিগ সমেত জার্মান ত্রিমুকুট জিতলেও মোটে তিনজন বায়ার্ন ফুটবলার ছিল ফিফার সেরা একাদশে। “আমার প্রশ্ন হল শুধু তিনজন কেন? কেন টমাস মুলার, আর্জেন রবেন, বাস্তিয়ান সোয়াইনস্টাইগাররা ছিল না? আমরা পাঁচটা খেতাব জিতে ইতিহাস গড়েছি।”
বায়ার্ন প্রেসিডেন্ট উলি হোয়েনেস আগেই বলেছিলেন যে রিবেরির ব্যালন ডি’অর না জেতাটা চক্রান্ত ছাড়া কিছুই না। এ বার রিবেরির বিস্ফোরণ বিতর্কের মোড় কোথায় ঘোরাবে সেটার অপেক্ষায় থাকছে ফুটবলবিশ্ব। এ দিন আবার যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার জন্য কোর্টে বিচার শুরু হল রিবেরি ও তাঁর ফরাসি সতীর্থ বেঞ্জিমার। দোষী প্রমাণ হলে প্রায় তিন বছরের জেল হতে পারে দুই তারকার। |
পুরনো খবর: চার বছরের অপেক্ষা শেষ, সিংহাসনে রোনাল্ডো |
|