|
|
|
|
দেশ থেকে ক্লাব, ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী মেসি |
‘এই বছরটা হয়তো আমাদের বিশ্বকাপ জয়ের বছর হবে’
নিজস্ব প্রতিবেদন |
নিজের চোট থেকে বিশ্বকাপে আর্জেন্তিনার আশা সব কিছু নিয়ে ফিফার ওয়েবসাইটে একান্ত সাক্ষাৎকার দিলেন লিওনেল মেসি।
প্রশ্ন: ‘গ্রুপ এফ’ নিয়ে আপনার ভাবনা কী? যেখানে আপনাদের সঙ্গে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজিরিয়া?
মেসি: সবাই বলছে যে খুব সহজ গ্রুপ পেয়েছে আর্জেন্তিনা। কিন্তু এটা বিশ্বকাপ। এখানে সহজ ম্যাচ বলে কিছু নেই।
প্র: বিশ্বকাপ জেতার ফেভারিটদের তালিকায় রয়েছে আর্জেন্তিনা। কি মনে হয় পারবে আপনার দল?
মেসি: এটা ঠিক এই মুহূর্তে আমরা খুব ভাল ফর্মে আছি। যোগ্যতা অর্জন পর্বে শুরুর দিকে খুব ভাল খেলতে পারিনি। তবে কলম্বিয়া ম্যাচ থেকে পারফরম্যান্সের উন্নতি ঘটেছে। এই আর্জেন্তিনা দলে প্রতিভার অভাব নেই। হয়তো এই বছর আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার বছর।
প্র: আপনার কেন মনে হয় বিশ্বকাপের ম্যাচগুলো এত স্পেশ্যাল?
মেসি: বিশ্বকাপ ম্যাচগুলোর একটা অদ্ভূত ব্যাপার আছে। ম্যাচের আগের আবহ বা মাঠের পরিবেশ অন্য কোনও টুর্নামেন্টের থেকে একদম আলাদা। চ্যাম্পিয়ন্স লিগ গ্রেট। তবে বিশ্বকাপ কিন্তু স্পেশ্যাল।
প্র: আপনার কেরিয়ারে ব্রাজিলের বিরুদ্ধে অনেক ম্যাচ খেলেছেন। কোনও ম্যাচ কী এখনও স্মরণীয় হয়ে আছে?
মেসি: হ্যা, একটা ম্যাচ এখনও মনে আছে। ম্যাচটা ছিল ২০০৫ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ। সেমিফাইনালে আমরা ব্রাজিলকে ২-১ হারাই। ভাগ্যবান ছিলাম যে আমার করা গোলেই আর্জেন্তিনা ফাইনালে ওঠে। যা ছিল আমার কেরিয়ারে জেতা প্রথম কোনও ট্রফি। এখনও ভুলিনি সেই মূহুর্ত।
প্র: ২০১৩ সালটা আপনার জন্য ছিল চড়াই-উতরাইয়ের বছর। লা লিগা জিতলেন আবার চোটের জন্য অনেকদিন বাইরে ছিলেন। কী বলবেন?
মেসি: হ্যা খুবই অদ্ভূত একটা বছর কাটল। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের সময় একশো শতাংশ ফিট ছিলাম না। এ ছাড়া এই মরসুমের শুরুতেও অনেক দিন খেলতে পারিনি।
প্র: যে কোচদের সঙ্গে আপনি আগে কাজ করেছেন তারা সবাই দুই ব্যাপারে একমত- আপনি কতটা প্রতিভাবান আর ম্যাচ খেলতে না পারলে আপনি কতটা বিরক্ত হয়ে পড়েন। এত সপ্তাহ শুধু মাত্র ফুটবল দেখে থাকলেন কী করে?
মেসি: সত্যি কথা বলতে খুব শক্ত ছিল। তবে ড্রেসিংরুম থেকে দূরে থেকে ভালই হয়েছে। দু’মাস খেলতে না পারাটা শারীরিক ভাবে আমাকে আরও সুস্থ করে তুলেছে। চোটের মধ্যেও এই ব্যাপারটা যথেষ্ট ইতিবাচক।
প্র: আপনি কি টের পেয়েছেন যে সমর্থকরা কতটা চিন্তিুত আপনার ফিটনেস নিয়ে। এ বছর যে বিশ্বকাপ।
মেসি: না, আমি খুব রিল্যাক্সড ছিলাম। প্রেদিওয়ে (আর্জেন্তিনা জাতীয় দলের অনুশীলন স্থান) নিজের ফিটনেস ফিরে পাওয়ার জন্য অনুশীলন করছিলাম। তারপর রোজারিও ফিরে আবার সেই একই রুটিন মেনে চলি। মানসিক ও শারীরিক ভাবে আগামী ছ’মাসের জন্য খুব ভাল অবস্থায় আছি। আর্জেন্তিনায় আমার সময় খুব ভাল কেটেছে। তবে আমি সে রকম ভাবে কারও সঙ্গে যোগাযোগ রাখিনি। কারণ আমার একমাত্র লক্ষ্য ছিল ফিটনেস ফিরে পাওয়া। আমি তো মাঝে মাঝে সারা রাত প্রেদিওতেই ঘুমিয়ে থাকতাম। যেন পরের দিন সকালে কোনও গুরুত্বপূর্ণ বৈঠক আছে!
প্র: কিন্তু সত্যিই কি আপনি কিছুটা টেনশনে নেই? যতই হোক বিশ্বকাপ তো।
মেসি: সেটা ঠিক। এখনও মাস চারেক বাকি। কিন্তু দেখতে দেখতে বিশ্বকাপ ঘাড়ের উপর এসে পড়বে। কিন্তু তার আগে আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। যেমন চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, কোপা দেল রে। তবে সত্যি বলতে কী সবার মাথায় এখন বিশ্বকাপ ঘুরছে।
প্র: ২০১৪ সালে লিওনেল মেসির নামের পাশে কী বসবে?
মেসি: জানি না (হাসি)। আশা করছি বছরটা বার্সেলোনা আর আর্জেন্তিনার জন্য খুব ভাল যাবে। তবে শুধু মেসির জন্য নয়। সব প্লেয়ারের জন্যই। |
|
|
|
|
|