প্রকাশ্য মঞ্চে লালু প্রসাদের সঙ্গে বাগ্যুদ্ধের ঘটনায় জড়িয়ে পড়ে নিজেই বিরক্ত মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর কথায়, ওই ঘটনা অশোভনীয় ছিল। ‘ভাস্কর’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর প্রতি লালু প্রসাদের আক্রমণাত্মক ভূমিকাকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিক কটাক্ষ করে উনি রাজ্যের মানমর্যাদাকে নীচে নামিয়ে দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিষয়টিকে আদৌ ভাল চোখে দেখেননি।”
শনিবার পটনার এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সুশীল শিন্দে এবং শহরের বিশিষ্ঠ জনেদের উপস্থিতিতে বক্তৃতা দেওয়ার সময় লালু প্রসাদ তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ নীতীশের বিরুদ্ধে আক্রমণ শানান। তার জবাব দেন নীতীশ। আজ, জনতা দরবারে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নীতীশ বলেন, লালু প্রসাদ তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেছেন। তাঁর কথায়, “রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। তাই বলে একটি অনুষ্ঠানে দেখা হলে একে অন্যের বিরুদ্ধে আক্রমণ করব!” তিনি যে সে দিন জবাব দিতে বাধ্য হয়েছেন তা জানিয়ে নীতীশ বলেন, “শুরু কে করল? আমি তো কখনও ব্যক্তিগত আক্রমণে যাই না। আমি বাধ্য হয়েছি জবাব দিতে। প্রকাশ্য অনুষ্ঠানে উনি যে ভাবে রাজনৈতিক কটাক্ষ করেছেন তা অশোভনীয়।” খবর ছাপার ক্ষেত্রে নীতীশ অগ্রাধিকার পান বলে লালু প্রসাদ যে অভিযোগ এনেছেন তাকে চ্যালেঞ্জ জানিয়ে নীতীশ বলেন, “এখানে তো এত সংবাদমাধ্যম আছে। কেউ বলতে পারবে, খবরের জন্য কখনও আমি সংবাদমাধ্যমের অফিসে ফোন করেছি। সংবাদ মাধ্যমের একটা নিজস্ব ভঙ্গি আছে। তারা ঠিক করে কোন খবর কী ভাবে ছাপা হবে। এটা তাদের স্বাধীনতা। তাতে আমি হস্তক্ষেপ করব কেন?” নীতীশ বলেন, “আমি কখনও আগে আক্রমণ করি না, করবও না। তবে উনি যদি বলেন, তা হলে আমাকে তো জবাব দিতেই হবে।” ওই দিনের ঘটনার কথা বলতে গিয়ে নীতীশ আজ বারবার উত্তেজিত হয়ে পড়ছিলেন। তিনি বলেন, “আমি আরও কিছু বলতে পারতাম। মুখ থেকে বেরিয়েও যাচ্ছিল। কোনও রকমে নিজেকে আটকেছি।” নীতীশের বক্তব্য, “সেদিন ওখানে উপস্থিত অতিথিরা এটাকে ভালোভাবে নেননি।”
|