ঈশ্বরকে ধন্যবাদ,
জকোভিচ দ্রুত ম্যাচ শেষ করছে
ছরের এই সময় মেলবোর্নে আসছি তিন দশকেরও বেশি ধরে। কিন্তু এ বারের মতো অসহ্য গরম কোনও বার টের পাইনি। ঈশ্বরকে ধন্যবাদ, নোভাকের (জকোভিচ) ম্যাচগুলো এখনও পর্যন্ত খুব কম সময়ে শেষ হয়েছে ওর অনুকূলে।
সত্যি বলতে, দু’বিভাগেই সেরা বাছাইদের খেলা দেখে মনে হচ্ছে, ওরা এই গরমে বেশিক্ষণ কোর্টে না কাটানোর জন্য নিজেদের ‘এ গেম’ খেলবে ঠিক করে এসেছে। তার মধ্যেও অবশ্য শনিবার ভর দুপুরের প্রচণ্ড তাপমাত্রায় দিমিত্রভ ১১ নম্বর বাছাই রাওনিককে চতুর্থ সেটে ১২-১০ টাইব্রেকারে হারিয়ে যে তৃতীয় রাউন্ডটা জিতল সেটা সত্যিই সেরা কোয়ালিটি টেনিসের উদাহরণ। যা এই গরমে কেবল দু’জন তরুণ প্লেয়ারই খেলতে পারে। যদিও একটু বেশি অভিজ্ঞ তারকারা আবার জানে, কী ভাবে এই গরমকেও কব্জা করে ভাল টেনিস খেলা যায়। যে দক্ষতা কাজে লাগিয়ে নাদাল, মারে, ফেডেরার এবং শারাপোভা, আজারেঙ্কা, রাডওয়ানস্কা চতুর্থ রাউন্ডে উঠেছে। ছিটকে গিয়েছে শুধু প্রাক্তন বিশ্বসেরা মেয়ে ওজনিয়াকি। তবে ফেডেরারের এ বার পালা সত্যিকারের চ্যালেঞ্জের সামনে পড়ার। যদিও সঙ্গার মুখোমুখি হয়ে ও একটা বেশ ভাল কথা বলেছে ওর স্ত্রীর ফের সন্তানসম্ভবা হওয়াটা ফেডেরারের কাছে নাকি ‘লাকি চার্ম’। কারণ, মির্কার যমজ মেয়ে হওয়ার বছরেই রজার ফরাসি ওপেন আর উইম্বলডন চ্যাম্পিয়ন হয়েছিল!
পুরুষদের ড্রয়ে নাদালকে প্রথম তিন রাউন্ড যথেষ্টই ভাল ফর্মে দেখিয়েছে। চোট থেকে ফিরে মারেও চতুর্থ রাউন্ডে পা দিল বেশ কর্তৃত্বের সঙ্গে খেলেই। শুধু তিন বার ফাইনাল খেলাই নয়, মারে অস্ট্রেলীয় ওপেনে খেলতে খুব পছন্দ করে। মেলবোর্নই ওর পক্ষে সেরা জায়গা চোটের পর সফল প্রত্যাবর্তনের জন্য। মেয়েদের সিঙ্গলসে সেরেনার দুর্ধর্ষ ফর্ম দেখে মনে হচ্ছে, ভয়ঙ্কর গরম, কঠিন প্রতিপক্ষ কিছুই ওর কাছে বাধা নয়। শারাপোভাকে ফর্মে দেখালেও গরমে মাঝেমধ্যে খানিকটা বেদমও দেখাচ্ছে। গরমই অস্ট্রেলীয় ওপেনে প্রথম সপ্তাহের ইউএসপি। জানি শীর্ষ তারকারা এই কন্ডিশন সামলানোর জন্য নিজেদের সর্বোচ্চ ফিটনেসে থাকতে প্রস্তুত। তবে এক দিন অন্তর ম্যাচ খেলতে হওয়ায় কাজটা যথেষ্ট কঠিনও।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.