টুকরো খবর
স্ত্রীকে খুন করে আত্মহত্যা
স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেলপাহাড়ি থানার বামুনডিহায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে স্ত্রী পুটকি সহিসের (৪৫) সঙ্গে বচসা হয় ভজহরি সহিসের (৫৫)। পারিবারিক কারণেই দু’জন বচসায় জড়িয়ে পড়েন। সেই সময় আচমকা ভারী কিছু দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন ভজহরিবাবু। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন পুটকিদেবী। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, এর কিছু পর বাড়ির অদূরে গিয়ে আত্মহত্যা করেন ভজহরিবাবু। গলায় মাফলারের ফাঁস লাগিয়ে তিনি এক গাছে ঝুলে পড়েন। পুলিশ এসে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে জন্য পাঠায়। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। স্ত্রীকে খুন করার পর অনুশোচনা থেকেই ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ।

ঝাড়গ্রাম পুরসভায় উপপুরপ্রধান শিউলি
ঝাড়গ্রাম পুরসভার উপপুরপ্রধান হিসেবে শপথ নিলেন শিউলি সিংহ। শুক্রবার তাঁকে শপথবাক্য পাঠ করান পুরপ্রধান দুর্গেশ মল্লদেব। পুরভোটের দেড় মাস পর অরণ্যশহরে পূর্ণাঙ্গ পুরবোর্ড গঠন হল। বস্তুত, তিন দশকের ‘লালদুর্গ’ গুঁড়িয়ে দিয়ে এ বারই প্রথম ঝাড়গ্রাম পুরসভার ক্ষমতায় এসেছে তৃণমূল। তবে, দলের কোন্দল থামছে না। গোড়ায় কে পুরপ্রধান হবেন, তা নিয়ে টানাপোড়েন শুরু হয়। এ ক্ষেত্রে এগিয়ে ছিলেন দলের জেলা সাধারণ সম্পাদক দুর্গেশ মল্লদেবই। সঙ্গে আরও দু’টি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। একজন প্রশান্ত রায়। প্রশান্তবাবু তৃণমূলের ঝাড়গ্রাম শহর সভাপতি। অন্যজন আনন্দমোহন পণ্ডা। আনন্দমোহনবাবু শহরের বিদায়ী বোর্ডের বিরোধী দলনেতা ছিলেন। অবশ্য শেষ হাসি হাসেন দুর্গেশবাবুই। তৃণমূল পুরবোর্ডের পুরপ্রধান নির্বাচিত হন তিনি। এরপর কে উপপুরপ্রধান হবেন, তা নিয়েও টানাপোড়েন শুরু হয়।

ঝাড়গ্রামে উপপুরপ্রধানের শপথ।
এ বার ঝাড়গ্রাম পুরভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। অরণ্যশহর একেবারে বাম- শূন্য হয়নি ঠিকই, তবে ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৬টিই তাদের দখলে এসেছে। মাত্র ১টি ওয়ার্ড গিয়েছে বিরোধীদের দখলে। দলের এক সূত্রের দাবি, উপপুরপ্রধানের দৌড়ে এগিয়ে ছিলেন শিউলি সিংহই। তবে, এ ক্ষেত্রে আরও দু’টি নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। কবিতা ঘোষ এবং ঘনশ্যাম সিংহ। দলের অন্দরে শিউলিদেবী প্রশান্ত রায়ের অনুগামী বলে পরিচিত। আগেও তিনি নির্দল প্রার্থী হিসেবে পুরভোটে জেতেন। এ বার তৃণমূলের প্রতীকে প্রার্থী হন। রাজনৈতিক মহল মনে করছে, দুর্গেশবাবু যেহেতু পুরপ্রধান হয়েছেন, তাই প্রশান্ত রায়ের অনুগামী বলে পরিচিত শিউলি সিংহকে উপপুরপ্রধান করে পুরবোর্ডে ‘ভারসাম্যেরই’ বার্তা দিতে চেয়েছেন তৃণমূল নেতৃত্ব।

প্রয়োজনে চাষীর কাছে যান: বেচা
শুধু দফতরে বসে নয়, কৃষকদের প্রয়োজনে তাঁদের কাছে যাওয়ার পরামর্শ দিলেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। শুক্রবার জেলা কৃষি মেলায় ‘পশ্চিমবঙ্গে কৃষি পরিকল্পনার নতুন মুখ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, “বাম আমলে কৃষকদের প্রাপ্য থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে। বর্তমানে রাজ্যে কৃষির পরিকাঠামো উন্নত করার চেষ্টা চলছে।” আলোচনা সভায় ছিলেন জেলা কৃষি আধিকারিক ও বিশেষজ্ঞরা।

মহিষাদলে জেলা কৃষি মেলায় কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
মন্ত্রীর দাবি, রাজ্যে এ পর্যন্ত ১৫ লক্ষ কিষান ক্রেডিট কার্ড বিলি হয়েছে। রাজ্যের ১০৯টি ব্লকে কিষান মাণ্ডি তৈরির কাজ চলছে। ২০১৬ সালের মধ্যে রাজ্যের ৩৪১টি ব্লকেই ওই কাজ শেষ করা হবে। শস্য বিমা, কৃষি যন্ত্রপাতি কিনতে সরকারি ভর্তুকি দেওয়া এবং সার ও বীজ বিলির মাধ্যমে কৃষকদের সহায়তা করার হার বেড়েছে। কৃষিতে জৈব সারের প্রয়োগ বাড়ানোর উপরও গুরুত্ব দেন তিনি।

প্রতিযোগিতা
পশ্চিমবঙ্গ যুব সংসদ ও প্রশ্নোত্তর প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হলদিয়া ব্লকের দক্ষিণচক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার প্রশ্নোত্তর প্রতিযোগিতায় ১২টি স্কুল ও যুব সংসদ প্রতিযোগিতায় ৪টি স্কুল যোগ দেয়। ছিলেন বিডিও অশোককুমার রক্ষিত, পঞ্চায়েত সমিতির সভানেত্রী খুকুমনি সাহু, স্কুলের প্রধান শিক্ষক সুপ্রকাশ গিরি প্রমুখ।

বধূমৃত্যু
গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। সোমবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় ওই গৃহবধূকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। মৃতার নাম অঞ্জলি মণ্ডল (২০)। পূর্ব মেদিনীপুরের তমলুক থানার অনন্তপুর গ্রামের ঘটনা। অঞ্জলিদেবীকে খুনের অভিযোগে তাঁর স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

স্মরণে সুচিত্রা
ছবি: রামপ্রসাদ সাউ।
মহানায়িকা সুচিত্রা সেনের প্রয়াণের পর শুক্রবার সন্ধ্যায় মেদিনীপুর লিটল ম্যাগাজিন অ্যাকাডেমি জেলা পরিষদ রোডে স্মরণসভা করে। অ্যাকাডেমির সম্পাদক ঋত্বিক ত্রিপাঠী বলেন, “সুচিত্রা সেন চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্রে এক স্বর্ণযুগের অবসান হল। উনি বাঙালির হৃদয়ে চিরদিন রয়ে যাবেন।” টিএমসিপি-র মেদিনীপুর কলেজ ইউনিটও দুপুরে শোকমিছিল করে।

লরির ধাক্কায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সাদ্দাম হোসেন (১৮)। বাড়ি ঘাটাল থানার শুশুনিয়া গ্রামে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.