|
|
|
|
আয়কর দফতরের অফিস চালু পূর্বে
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কৃষি আয়কর দফতর (বিনোদন বিভাগ)-এর পূর্ব মেদিনীপুর জেলা অফিস উদ্বোধন হল শুক্রবার। তমলুক শহরে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ধারে নিমতলা বাস স্টপেজের কাছে এ দিন দফতরের অফিস উদ্বোধন করেন রাজ্যের কৃষি আয়কর কমিশনার বিশ্বজিৎ গঙ্গোপাধ্যায়। দফতরের জেলা আধিকারিক ছাড়াও একজন ইন্সপেক্টর ও তিন জন কর্মীকে নিয়ে এই অফিস চালু করা হয়েছে। তবে কৃষি আয়কর দফতরের পশ্চিম মেদিনীপুর জেলা আধিকারিকই আপাতত পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্ব পালন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বজিতবাবু বলেন, “কৃষি আয়কর দফতরের নতুন এই অফিস চালু হওয়ার ফলে জেলার হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল, পার্ক, কেবল টিভি নেটওয়ার্ক, গানের জলসা, যাত্রা, থিয়েটার প্রভৃতি থেকে রাজস্ব আদায়ের ক্ষেত্রে সুবিধা হবে।” তিনি জানান, আগামী তিন মাসের মধ্যে আধুনিক প্রযুক্তির সুবিধা-সহ এই জেলা অফিস পুরোপুরি চালু হবে। বিশ্বজিৎবাবু জানান, জেলার পর্যটন কেন্দ্র দিঘা, শঙ্করপুর, মন্দারমণি ও হলদিয়া শিল্পাঞ্চলে অনেক হোটেল রয়েছে। আগে এই দফতরের কাজের জন্য হোটেল মালিকদের মেদিনীপুর যেতে অসুবিধা হত। এখন তমলুকে দফতরের জেলা অফিসে সেই কাজ হবে। এ ছাড়াও সিনেমা হল, কেবল অপারেটরদের কাছ থেকে বিনোদন কর আদায়ের ক্ষেত্রেও এই দফতরের পরিদর্শনের কাজে সুবিধা হবে। দফতরের ভারপ্রাপ্ত জেলা আধিকারিক সৌরভ পাল জানান, ২০০২ সালে জেলা ভাগ হওয়ার পরও মেদিনীপুর শহরে অবস্থিত দফতরের জেলা অফিস থেকেই দুই মেদিনীপুর জেলার কাজ হত। পূর্ব মেদিনীপুর জেলার জন্য আলাদাভাবে এতদিন কৃষি আয়কর অফিস ছিল না। নতুন এই জেলা অফিস চালু হওয়ার ফলে জেলার সিনেমা হল, হোটেল, রেস্টুরেন্ট মালিক ও কেবল অপারেটরদের সুবিধা হল। আমাদের দফতরের কাজেও সুবিধা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অন্তরা আচার্য, অতিরিক্ত জেলাশাসক (ট্রেজারি) সুমন হাওলাদার। |
|
|
|
|
|