|
|
|
|
কর্মবিরতি তোলার আর্জি
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
ঝাড়গ্রাম মহকুমা আদালতে গিয়ে আন্দোলনরত আইনজীবী এবং মুহুরিদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললেন মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক রাই চট্টোপাধ্যায়। পাশাপাশি, আদালতের পরিকাঠামোও খতিয়ে দেখেন তিনি। শূন্যপদে কর্মী নিয়োগ, নতুন এজলাস চালু সহ কিছু দাবিতে কর্মবিরতি করছেন ঝাড়গ্রাম মহকুমা আদালতের আইনজীবী এবং মুহুরিরা। গত ৬ জানুয়ারি থেকে এই কর্মবিরতি চলছে। ফলে, সমস্যায় পড়েছেন বিচারপ্রার্থীরা। বিভিন্ন মামলার বিচার বিলম্ব হচ্ছে। ‘ঝাড়গ্রাম আইনজীবী ও মুহুরি জয়েন্ট অ্যাকশন কমিটি’র নেতৃত্বে আন্দোলন সংগঠিত হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ঝাড়গ্রাম মহকুমা আদালতে আসেন মেদিনীপুরের জেলা ও দায়রা বিচারক রাই চট্টোপাধ্যায়। কমিটির এক প্রতিনিধি দলের সঙ্গে তাঁর আলোচনা হয়। জেলা ও দায়রা বিচারক কর্মবিরতি প্রত্যাহার করার আর্জি জানান। দাবিগুলো খতিয়ে দেখে পদক্ষেপ করারও আশ্বাস দেন। তবে, প্রতিনিধি দলের সদস্যরা প্রাথমিক ভাবে বিচারককে জানান, লিখিত আশ্বাস না- পেলে আন্দোলন থেকে সরে আসা সম্ভব নয়। আইনজীবী এবং মুহুরিদের বক্তব্য, আগেও কর্মবিরতি হয়েছে। তখন যত দ্রুত সম্ভব দাবিপূরণের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, আশ্বাস মতো কাজ হয়নি। সমস্যা যেখানে ছিল, এখনও সেখানে রয়ে গিয়েছে। ঝাড়গ্রাম মহকুমা আদালতে নতুন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাস এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাস চালুর দাবি দীর্ঘদিনের। সেই দাবিও পূরণ হয়নি। পরে কমিটির পক্ষে প্রবীণ আইনজীবী সতীন্দ্রনাথ পতিচৌধুরী বলেন, “আগামী সোমবার আমরা বৈঠকে বসব। ওই বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে। আমরা এখনই কর্মবিরতি প্রত্যাহার করছি না।” |
|
|
|
|
|