|
|
|
|
ব্যর্থতারই প্রতীক রাহুল: বিজেপি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
১৭ জানুয়ারি |
দুর্নীতি থেকে মূল্যবৃদ্ধি-যাবতীয় দায় নিজের ঘাড়ে নিয়ে রাহুল গাঁধীর জন্য নিরাপদ জমি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। কিন্তু লোকসভা ভোটে কংগ্রেসের মুখকে আগের কোনও ঘটনার দায় থেকে মুক্তি দিতে রাজি নয় বিজেপি।
এআইসিসি অধিবেশনের দিনই বিজেপির কর্মসমিতির বৈঠক হল দিল্লিতে। সেখানে স্থির হয়েছে, রাহুল গাঁধী নতুন স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ওঠার চেষ্টা করছেন। তাঁকে দশ বছরের ইউপিএ সরকারের ব্যর্থতা থেকে পালােতে দেওয়া যাবে না। বিজেপির মতে, সনিয়া গাঁধী পুরনো বোতলে নতুন মদ পরিবেশন করতে চাইছেন। বিজেপিকে বোঝাতে হবে এটা পুরনো বোতলে পুরনো মদই।
বিজেপি-র প্রথম অস্ত্র আদর্শ কাণ্ড। তাদের দাবি, সেখানে রাহুল তদন্ত কমিশনের রিপোর্ট খারিজের সমালোচনা করলেও মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণকে আড়াল করেছেন। আজ তথ্যপ্রযুক্তি ও টেলিকম শিল্পের সঙ্গে বৈঠকের সময়ে টুজি কাণ্ড নিয়ে সরব হয়েছেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, এটা রাহুলকে নিশানা করারই অঙ্গ।
বিজেপি-র কৌশল আম আদমি পার্টিকে (আপ) কংগ্রেসের সহযোগী হিসেবে দেখানো। তাদের দাবি, মুলায়ম সিংহ বা মায়াবতীর মতো আপকেও ব্যবহার করছে কংগ্রেস।
আজ রাহুলও আপকে আক্রমণ করা শুরু করেছেন। দিল্লির সরকারে আপকে সমর্থন করলেও তাদের কোনও ভাবেই জমি ছাড়তে রাজি নয় কংগ্রেস। বিজেপি নেতৃত্বের মতে, এতে আখেরে তাদেরই লাভ হবে। কারণ, রাহুলও চাইছেন না আপ বিজেপি-র চেয়ে কংগ্রেসের অনেক বেশি ক্ষতি করুক। ফলে, সাঁড়াশি আক্রমণের মুখে পড়বে আপ। মোদীর কাজ সহজ হবে।
এই অঙ্ক মিলবে কি না তা বলবে সময়ই। |
|
|
|
|
|