টুকরো খবর
পুলিশকে হাতে চান অরবিন্দও
এক সময়ে এই দাবিতে সরব হয়েছিলেন আগের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। সে সময়ে তাঁর বিরোধিতা করলেও আজ অবশ্য শীলার ধাঁচেই দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ দিল্লি সরকারের হাতে তুলে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে দাবি জানালেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তা ছাড়াও আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্দের কাছে আপের দুই মন্ত্রীর নির্দেশ মানতে রাজি না হওয়া তিন পুলিশকর্মীকে অবিলম্বে সাসপেন্ড করার দাবি জানান কেজরিওয়াল। ওই দাবি অবিলম্বে মানা না হলে সোমবার শিন্দের দফতরের সামনে কেজরিওয়াল ও তাঁর মন্ত্রীরা অবস্থান বিক্ষোভ করবে বলেও জানিয়েছে আম আদমি পার্টি। দিল্লি পুলিশের দখল কার হাতে থাকবে এ নিয়ে বিবাদ নতুন নয়। এনডিএ জমানায় লালকৃষ্ণ আডবাণী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন দিল্লি পুলিশের নিয়ন্ত্রণ দিল্লি সরকারের হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। এর পর গত এক দশক ধরেই দফায় দফায় ওই দাবি উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার কথায়, “যখনই দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তৈরি হয় তখনই ওই দাবি ওঠে। এর আগে নির্ভয়া-কাণ্ডের সময় শীলা এই দাবি করেছিলেন। এখন ডেনমার্কের মহিলার গণধর্ষণের পরে কেজরিওয়াল তৎপর হয়েছেন।”

বিতর্কে মণিশঙ্কর
নয়াদিল্লি কংগ্রেসের অধিবেশন চলছে। তার মাঝেই আজ সাত সকালে বেফাঁস মন্তব্য করে বিপত্তি বাড়ালেন মণিশঙ্কর আইয়ার। বিজেপি-র প্রধানমন্ত্রী প্রার্থী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে মণিশঙ্কর বলেন, “একুশ শতকে নরেন্দ্র মোদীর মতো ব্যক্তি কখনওই প্রধানমন্ত্রী হতে পারেন না। তিনি বড় জোর এখানে এসে (কংগ্রেস অধিবেশনে) চা বিক্রি করতে পারেন।” মণিশঙ্করের এই বক্তব্যের পরেই রে রে করে ওঠেন বিজেপি নেতারা।  তবে কংগ্রেসকে আক্রমণ করার নয়া হাতিয়ার পেয়ে মনে মনে খুশিও হন। বেফাঁস মন্তব্য করা মণিশঙ্করের অভ্যাস বলে দায় এড়ায় কংগ্রেস। পরে দলীয় নেতৃত্বের নির্দেশে মণিশঙ্কর দাবি করেন, তাঁর মন্তব্য বিকৃত করা হয়েছে। তবে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মজবুত করা নিয়ে আজই রাহুল গাঁধীর প্রশংসাও পেয়েছেন মণিশঙ্কর। রাহুল বলেন, “এই বিষয়ে অবদানের জন্য ওঁকে ধন্যবাদ।”

স্কুল নিয়ে বিতর্ক
মার্কিন দূতাবাসের একটি স্কুলকে কেন্দ্র কয়েক দিন ধরেই দানা বাঁধছিল বিতর্ক। ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়েকে আমেরিকা ভারতে ফেরত পাঠানোর পরে ওই স্কুলের ঘটনাটি প্রকাশ্যে আসে। নয়াদিল্লির ওই স্কুলে নিয়ম, সেখানে কর্মরত শিক্ষিকাদের স্বামীও যদি সেই স্কুলে পড়ান, তা হলে শিক্ষিকাদের ভিসা আবেদনে নিজেদের পেশা গৃহবধূ লিখতে হবে। ভারতের মতে, তা বেআইনি। আজ মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র জেন সাকি জানান, মার্কিন দূতাবাস এবং ভারত সরকারের মধ্যে আলোচনার পরে ১৯৫২-তে স্কুলটি প্রতিষ্ঠা হয়েছিল। তবে তা মার্কিন দূতাবাস পরিচালিত নয়। ওখানে পাঠরত পড়ুয়াদের এক তৃতীয়াংশ মার্কিন।

মায়াকে নোটিস
ফের মাথাচাড়া দিল উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিএসপি প্রধান মায়াবতীর বিরুদ্ধে আয়-বহির্ভূত সম্পত্তির মামলা। আগে মায়াবতীর বিরুদ্ধে এই মামলা খারিজ করে দিলেও শুক্রবার শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে কেন এই মামলায় নয়া এফআইআর করেনি সিবিআই। শুক্রবার মায়াবতী ও সিবিআইকে নোটিস পাঠিয়েছে বেঞ্চ। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.