কলকাতা ও বিধাননগরে মোট চারটি দুর্ঘটনায় মৃত্যু হল তিন ব্যক্তির। আহত হয়েছেন বেশ কয়েক জন। এর মধ্যে তিনটি দুর্ঘটনা ঘটেছে শুক্রবার সকালে, অন্যটি বৃহস্পতিবার রাতে।
পুলিশ জানায়, এ দিন সকাল ৯টা নাগাদ সল্টলেক করুণাময়ী মোড়ের কাছে ১০ নম্বর ট্যাঙ্কের সামনে রাস্তা পার হতে গিয়ে স্কুলবাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান গণেশ প্রধান নামে এক ব্যক্তি। দুর্ঘটনার পরে চালক বাসটি নিয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বাস থেকে ছাত্রছাত্রীদের নামিয়ে ভাঙচুর চালানো হয়। পুলিশ গিয়ে চালককে গ্রেফতার করে। পরে থানা থেকে ছাত্রছাত্রীদের বাড়ি নিয়ে যান অভিভাবকেরা।
অন্য দিকে, সকালেই পাঁচ নম্বর সেক্টরে নবদিগন্ত উড়ালপুলে একটি সংস্থার গাড়ি উল্টে যায়। আহত হন কয়েক জন তথ্যপ্রযুক্তি কর্মী। তাঁরা হাসপাতালে ভর্তি। এর জেরে কিছুক্ষণ উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে গাড়িটি সরিয়ে রাস্তা পরিষ্কার করে।
এ দিনই সকাল সাড়ে ৯টা নাগাদ নিউ মার্কেট থানা এলাকার মতি শীল লেন এবং লেনিন সরণি মোড় পার হতে গিয়ে বাসের ধাক্কায় জখম হন স্থানীয় বাসিন্দা সিস্টার আলিয়া চণ্ডী (৭০) নামে এক প্রৌঢ়া। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করা হয়। ঘাতক বাসটির চালককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতের দুর্ঘটনাটি ঘটে হেস্টিংস থানা এলাকার আচার্য জগদীশচন্দ্র বসু উড়ালপুলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ উড়ালপুল দিয়ে মোটরবাইক চালিয়ে পার্ক সার্কাসের দিকে যাচ্ছিলেন সুরজিৎ সিংহরায় (২৮) নামে এক ব্যক্তি। সেই সময়ে একটি লরি তাঁকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় এসএসকেএমে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। |