টুকরো খবর
পথশিশুদের নিয়ে

রাজ্য সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দফতরের চক্রচর নিয়ামক বিভাগের উদ্যোগে হয়ে গেল পথশিশুদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার বিধাননগর পুরসভার মাঠে ৬০০ জন পথশিশুকে নিয়ে এই প্রতিযোগিতা হয়। উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র।

এখনও সরব
সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মম্তব্য করেছিলেন, বামপন্থীরা কণ্ঠহীন হয়ে পড়ছেন। এ অবস্থা দেশের পক্ষে ভাল নয়। রানি রাসমণি অ্যাভিনিউয়ে শুক্রবার সিপিআইয়ের বড়সড় জমায়েত থেকে দলের প্রবীণ সাংসদ গুরুদাস দাশগুপ্ত তাঁর উদ্দেশে বললেন, “আমরা কণ্ঠহীন নই। আমরা এখনও সরব! এক সন্ত্রাসবাদী রাজনীতি যেমন পশ্চিমবঙ্গে আমাদের বিপন্ন করেছে, তেমনই সন্ত্রাসবাদী অর্থনীতি দেশের মানুষের জীবন শেষ করে দিল! আমরা এ সবের বিরুদ্ধে লড়ছি।” রাজ্যে ধারাবাহিক নারী নির্যাতন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য গুরুদাসবাবুর কটাক্ষ, “আগে দিল্লি ছিল দুষ্কৃতীদের রাজধানী। এখন কলকাতা সেই জায়গায় এসে গিয়েছে!” তাঁকে সমর্থন করেছেন প্রবীণ সিপিআই নেতা এ বি বর্ধন। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বামফ্রন্টের বাইরে বাম দলগুলিকে সঙ্গে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক বিকল্পের পক্ষে এ দিন সওয়াল করেছেন গুরুদাসবাবু এবং সিপিআইয়ের রাজ্য সম্পাদক মঞ্জুকুমার মজুমদার। কংগ্রেস ও বিজেপি-র বাইরে বিকল্পের লড়াইয়ের কথা শোনা গিয়েছে দলের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডির গলায়।

পুলিশ পরিচয়ে তোলাবাজি, ধৃত
পুলিশ পরিচয় দিয়ে জোর করে টাকা আদায়ের অভিযোগে তিন যুবক গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার, যাদবপুর থানার লায়লকাতে। ধৃতদের নাম বীরু রজক, রমেশ কামার এবং জয়রতন কামার। সকলেই আদতে বিহারের বাসিন্দা। আটক হয়েছে একটি গাড়িও। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ওই তিন যুবক একটি গাড়ি করে প্রথমে যায় লায়লকাতে। সেখানে একটি ছোট ভাড়ার গাড়িকে দাঁড় করিয়ে নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। ওই গাড়ির চালক পুলিশের কাছে অভিযোগ করেন, অভিযুক্তরা হুমকি দিয়েছিল টাকা না দিলে তাঁকে গ্রেফতার করা হবে। যুবকদের আচরণে সন্দেহ হওয়ায় তিনি চিৎকার করলে টহলদারি পুলিশ এসে ওই তিন যুবককে আটক করে।

সুবর্ণজয়ন্তী
শোভাযাত্রা থেকে নাটকশুরু হল দমদম কিশোরভারতী স্কুলের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান। বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন স্কুলের প্রতিষ্ঠাতা-প্রধানশিক্ষক মিহিরকুমার সেনগুপ্ত। পরে দমদম রবীন্দ্র ভবনে মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দ-সহ স্কুল ও দক্ষিণ দমদম পৌরসভার কর্তারা। এই অনুষ্ঠানে গুপী গাইন বাঘা বাইন গীতি আলেখ্য ও ‘একদিন অচানক’ নামে একটি নাটকও উপস্থাপন করা হয়। স্কুল জানিয়েছে, আগামী এক বছর ধরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন চলবে।

খাদ্যমেলা
শুরু হল দমদমের খাদ্যমেলা ‘নালে ঝোলে’। এই মেলার ভাবনা রাজ্যের শিক্ষামন্ত্রী তথা এলাকার বিধায়ক ব্রাত্য বসুর। বৃহস্পতিবার মেলার উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ছিলেন সৌগত রায়। এ মেলায় রয়েছে নানা স্বাদের পিঠে-পুলি, বর্ধমানের সীতাভোগ-মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা, কলকাতার কয়েকটি বিশিষ্ট দোকানের সন্দেশ, কৃষ্ণনগরের সরপুরিয়া, চন্দননগরের মিষ্টি। থাকছে বিরিয়ানি, ফাস্ট ফুড, হজমি-পাপড়-আচারের স্টল। মিলবে গরম গরম পদ্মার ইলিশ, চিংড়ি, পমফ্রেট-সহ হরেক রকম মাছ ভাজা। এ মেলার মুখ্য আয়োজক দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, ২৫ তারিখ পর্যন্ত প্রতি দিন দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা চলবে।

পিছু নিয়ে ধৃত
অসৎ উদ্দেশ্যে একটি কিশোরীর পিছু নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম রাজু সাউ। বৃহস্পতিবার রাতে ক্যানাল-ইস্ট রোডের এক কিশোরী ওষুধ কিনতে দোকানে যায়। কিশোরীর অভিযোগ, ফেরার পথে স্থানীয় যুবক রাজু তার পিছু নেয়। ভয় পেয়ে সে চিৎকার করায় যুবকটি পালানোর চেষ্টা করে। এলাকার লোকজন তাকে ধরে পুলিশে দেন।

ধৃত চার বাংলাদেশি
বিনা পাসপোর্টে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার হলেন চার বাংলাদেশি। বৃহস্পতিবার রাতে, ইএম বাইপাস থেকে। ধৃতদের নাম মহম্মদ জিলাল, মহম্মদ রাসেল, মহম্মদ লিটন মল্লিক ও মহম্মদ আলমাস আলি। পুলিশ জানায়, বাইপাসের ধারে তাদের ঘুরতে দেখে আটক করা হয়।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.