আমেরিকায় সুষ্ঠু ভাবে সরকার চালাতে ১ লক্ষ কোটি ডলারের ব্যয় সংক্রান্ত বিলে সায় দিল মার্কিন সেনেট। শুক্রবার সেনেটের ভোটাভুটিতে পাশ হয়েছে এই বিলটি। পক্ষে ভোট পড়েছে ৭২, আর বিপক্ষে ২৬। এর আগে বৃহস্পতিবারই বিলটি পাশে নিজেদের সায় দিয়েছে হাউস অব রিপ্রেজেন্টেটিভ। এখন সেটি যাবে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে। তিনি সই করলেই সেটি আইনে পরিণত হবে।
এই নয়া বিলের ফলে অন্তত আগামী অক্টোবর পর্যন্ত সরকার চালাতে মার্কিন প্রশাসনের কোনও অসুবিধা হবে না বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর আগে গত ডিসেম্বরেই বাজেট বিলে সই করেছিলেন ওবামা। সেখানে এই ১ লক্ষ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এ দিন সেই ব্যয় সংক্রান্ত বিলেই চূড়ান্ত ছাড়পত্র দিল সেনেট।
উল্লেখ্য, গত অক্টোবরে ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতবিরোধের জেরে নতুন অর্থবর্ষ শুরুর আগে (পয়লা অক্টোবর) বাজেট পাশ করা যায়নি আমেরিকায়। যে কারণে মার্কিন প্রশাসনে তালা পড়ে সেই দিন থেকেই। ১৭ অক্টোবরের মধ্যে ঋণের ঊর্ধ্বসীমা না বাড়ানো হলে আরও সমস্যায় পড়ত আমেরিকা তথা সারা বিশ্বের অর্থনীতি। শেষ মুহূর্তে সেই বিপদ এড়ানো গিয়েছিল। কিন্তু তার পর থেকেই স্থায়ী সমাধান সূত্রের খোঁজে ছিলেন দুই দলের সদস্যরা। |