টুকরো খবর
তৈরি হল ইনফোসিস নিয়ে জট কাটার সম্ভাবনা
রাজ্যে ইনফোসিসের লগ্নি ঘিরে জট কাটার সম্ভাবনা তৈরি হল সিআইআইয়ের মঞ্চ থেকে। শুক্রবার তথ্যপ্রযুক্তি সংস্থাটির অন্যতম কর্তা ও সিআইআই প্রেসিডেন্ট এস গোপালকৃষ্ণনের সঙ্গে এ নিয়ে কথা বলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী জানান, “এ নিয়ে আলোচনা জরুরি। বেঙ্গালুরু গিয়ে নারায়ণমূর্তি-সহ শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলব।” তাঁর এই আগ্রহকে স্বাগত জানান গোপালকৃষ্ণনও। সংশ্লিষ্ট সূত্রে খবর, সেজ (বিশেষ আর্থিক অঞ্চল) জটে আটকে থাকা ইনফোসিসের লগ্নি রাজ্যছাড়া হওয়া রুখতে ফের বিকল্প প্রস্তাব নিয়ে মাঠে নামছে সরকার। রাজারহাটে সংস্থাকে দেওয়া জমিতে যে সেজ তকমা মিলবে না, তা আগেই জানিয়েছে রাজ্য। সংশ্লিষ্ট শিল্পের মতে, এখন অবস্থান না-বদলেও বিকল্প পথ পেতে বানতলায় কলকাতা আইটি পার্কে জমি দেওয়ার প্রসঙ্গ উঠছে। ১২০ একরের ওই তথ্যপ্রযুক্তি সেজ-এ রাজ্যের কিছু জমি আছে। সরকারি সূত্রের দাবি, বাকিটা জোগাড়ও কঠিন হবে না।

দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত
আগামী ২০ ও ২১ জানুয়ারি দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘট হচ্ছে না। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রাজেন নাগর শুক্রবার জানান, বেতন সংশোধন নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের (আইবিএ) সঙ্গে কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত ফোরামের বৈঠকের পরিপ্রেক্ষিতেই ধর্মঘটের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছেন তাঁরা। বিষয়টি নিয়ে ২৭ জানুয়ারি ফের উভয়পক্ষের বৈঠক হবে। ফোরামের আহ্বায়ক সি এইচ ভেঙ্কটাচালম জানান, এ দিনের বৈঠকে আইবিএ ৯.৫% বেতন বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। আগে তাদের প্রস্তাব ছিল ৫%।

ত্রৈমাসিক ফলাফল
— তৃতীয় (অক্টোবর-ডিসেম্বর) ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি সংস্থা উইপ্রোর নিট মুনাফা বেড়েছে ২৭%। হয়েছে ২,০১০ কোটি টাকা। আর আয় ১৮% বেড়ে দাঁড়িয়েছে ১১,৩৩০ কোটি টাকা। সংস্থা জানিয়েছে, শুধুমাত্র তথ্যপ্রযুক্তি পরিষেবা ব্যবসা থেকে আয় ৬.৪% বেড়ে হয়েছে ১০,৩৩০ কোটি টাকা। বিশ্ব অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে। যে কারণে পশ্চিমি দুনিয়ায় নতুন করে কাজের পরিবেশ তৈরি হয়েছে। এ সবের জেরেই সংস্থা মুনাফার মুখ দেখেছে বলে জানিয়েছে উইপ্রো। আগামী দিনেও একই ধারা বজায় থাকবে বলেই ধারণা সংস্থার। যে কারণে জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে তথ্যপ্রযুক্তি পরিষেবা ব্যবসা থেকে আয় ১০,৫৭৭.৪২ কোটি থেকে ১০,৮২৪.৮৫ কোটি টাকার মধ্যে দাঁড়াবে বলে আশা প্রকাশ করেছে তারা।

— তৃতীয় ত্রৈমাসিকে সামান্য বাড়ল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ (আরআইএল)-এর নিট মুনাফা। গত বছরের একই সময়ের ৫,৫০২ কোটি টাকা থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ৫,৫১১ কোটিতে। বিক্রি অবশ্য বেড়েছে ১০.৫%। হয়েছে ১,০৬,৩৮৩ কোটি। মুনাফা মাত্র ০.২% বাড়লেও, তা বাজারের প্রত্যাশার তুলনায় বেশি। তবে এই সময়ে কৃষ্ণা গোদাবরী বেসিনে উৎপাদন কমেছে ১০%।

— অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে এইচডিএফি ব্যাঙ্কের নিট মুনাফা হয়েছে ২,৩২৫.৭ কোটি টাকা। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.১% বেশি। সুদ বাবদ আয়ও ১৬.৪% বেড়ে হল ৪,৬৩৪.৮ কোটি।

অ্যাপল আই ফোন বিক্রি শুরু চিনে
ছবি: রয়টার্স।
শুক্রবারই চায়না মোবাইলের সঙ্গে মিলে চিনে আই ফোন বিক্রি শুরু করল অ্যাপল। বিশ্বের বৃহত্তম মোবাইল পরিষেবা সংস্থাটির প্রায় সাড়ে ৭৬ কোটি গ্রাহকের কাছে পৌঁছতেই এই উদ্যোগ তাদের। এ দিন চিনে আনুষ্ঠানে এই পরিষেবা চালু করলেন চায়না মোবাইলের সিইও জি গুওহুয়া (বাঁ দিকে), অ্যাপলের সিইও টিম কুক এবং সঙ্গে রয়েছেন এক ক্রেতাও (মাঝে)। চিনে বিক্রি নিরিখে এখনও অনেকটাই পিছিয়ে অ্যাপল। বাজার দখল মাত্র ৬%। সেখানেই প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে স্যামসাং (২১%)। এ ছাড়াও রয়েছে বিভিন্ন চিনা সংস্থা। এ বার সেই বাজার দখলের লক্ষ্যেই ঝাঁপাচ্ছে অ্যাপল।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.