সময়মতো আর্থিক ফলাফল, বার্ষিক রিপোর্ট, শেয়ারহোল্ডিংয়ের তথ্য ও সংস্থা পরিচালনার রিপোর্ট প্রকাশ না-করলে কিংবা প্রকাশিত তথ্যে কোনও রকম ভুল থাকলে এ বার থেকে কঠোর শাস্তির মুখে পড়বে শেয়ার বাজারে নথিবদ্ধ সংস্থাগুলি। শুক্রবার এই ঘোষণা করেছে দেশের অন্যতম দুই শেয়ার বাজার, এনএসই এবং বিএসই। সে ক্ষেত্রে আর্থিক জরিমানা থেকে শুরু করে সংস্থার লেনদেন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার মতো শাস্তিও ভোগ করতে হতে পারে তাদের।
শেয়ার বাজার নিয়ন্ত্রক সেবির নির্দেশেই নথিবদ্ধ সংস্থাগুলির বিধি লঙ্ঘনের শাস্তি হিসেবে এই নির্দেশিকা ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর’ (এসওপি) তৈরি করেছে এনএসই এবং বিএসই। কারণ সেবির দাবি, শেয়ার বাজারে নথিবদ্ধ হওয়ার সময় প্রতিটি সংস্থাকে যে চুক্তি (লিস্টিং এগ্রিমেন্ট) করতে হয়, তার বহু শর্তই মানছে না অনেকে। যা কার্যত বিধি লঙ্ঘন। ওই চুক্তি অনুযায়ী, সংস্থার আর্থিক অবস্থা, শেয়ারহোল্ডিং বা পরিচালনা সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশদে ও নির্ভুল ভাবে প্রকাশ করতে বাধ্য প্রতিটি সংস্থা। তাই লগ্নিকারীদের স্বার্থেই চুক্তি যাতে ঠিকমতো মানা হয় তা নিশ্চিত করার জন্য শেয়ার বাজারগুলিকে এই কড়া বিধি তৈরি করতে বলেছিল সেবি।
নতুন নিয়ম অনুযায়ী, কোন ধরনের শর্ত ভাঙ্গা হচ্ছে সেই বিচারে প্রাথমিক শাস্তি হিসেবে থাকছে দৈনিক ন্যূনতম ১০০০ থেকে ৫০০০ টাকা জরিমানা। তবে একই অপরাধ বার বার করা হলে, সংশ্লিষ্ট সংস্থার প্রোমোটারদের শেয়ার লেনদেন বন্ধ করা বা ফ্রিজ করা, এমনকী সার্বিক ভাবে ওই সংস্থার শেয়ার লেনদেনই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ করা হতে পারে।
তবে দোষী নথিভুক্ত সংস্থাগুলির বিরুদ্ধে এই সমস্ত পদক্ষেপ করা হলেও, শেয়ার বাজারের সাধারণ লগ্নিকারীদের স্বার্থ সুরক্ষিত রাখার ব্যবস্থাও নয়া বিধিতে থাকছে বলে জানিয়েছেন সেবি চেয়ারম্যান ইউ কে সিনহা। |