মাইনের চেক বাউন্স করল মহমেডান ফুটবলারদের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফেড কাপের মাঝেই মাইনে নিয়ে সমস্যায় পড়লেন মহমেডান ফুটবলাররা। তাঁদের যে চেকে মাইনে দেওয়া হয়েছিল, বুধবার ব্যাঙ্কে জমা দেওয়ার পর সেগুলো বাউন্স করেছে। জানা যাচ্ছে, বেশ কিছু দিন ধরেই মহমেডানে আর্থিক সমস্যা চলছে। তবে ফেডারেশন কাপের মাঝে ফুটবলারদের চেক বাউন্স করায় রীতিমতো অস্বস্তিতে পড়ে গিয়েছেন কর্তারা। দলের অন্যতম প্রধান কর্তা রাজু আহমেদ বললেন, “মঙ্গলবার ছুটি থাকায় ব্যাঙ্ক বন্ধ ছিল। তাই সমস্যা হয়েছে। বুধবার সকালে কয়েক জন ফুটবলারের চেক বাউন্স করেছে, এটা সত্যিই।” |
মহমেডানের পাঁচ অস্ত্র। মেহরাজ, নির্মল, নবি, লুসিয়ানো ও পেন। বুধবার মাঞ্জেরিতে। ছবি: ফেসবুক।
|
প্রথম ম্যাচে সিকিম ইউনাইটেডকে ২-১ হারিয়েছে মহমেডান। শুক্রবার ভবানীপুরের মুখোমুখি হবেন জোসিমার, পেনরা। তার আগেই এই ঘটনা। এই পরিস্থিতিতে ফুটবলাররা নিজেদের সেরাটা দিতে পারবেন তো? রাজু আহমেদ বলেন, “এই সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছি। সে জন্য আমি বৃহস্পতিবার সকালেই মঞ্জেরি উড়ে যাচ্ছি।” এ মরসুমে আর্থিক সমস্যার জন্য ইউনাইটেড স্পোর্টসে আগে থেকেই নানা সমস্যা চলছিল। ঠিক করে মাইনে পাচ্ছেন না ফুটবলাররা। এ বার মহমেডানেও ফুটবলারদের মাইনে নিয়ে সমস্যা শুরু হয়ে গেল।
পুরনো খবর: জিতে শুরু করল মহমেডান, হারলেন র্যান্টিরা
|
অঙ্কিতাকে সংবর্ধনা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি স্কুল অ্যান্ড চাটার্ড বাস ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে টেবল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন অঙ্কিতা দাসকে সংবর্ধনা জানানো হয়। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সংগঠনের তরফে তাকে সংবর্ধনা জানানো হয়েছে। স্মারকউপহার ছাড়াও ব্যাগ, মিষ্টি, নগদ অর্থ-ও তাঁর হাতে তুলে দেন তাঁরা। জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার সভাপতি মদন ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তাঁর হাত দিয়েই সংবর্ধনা জানানো হয়।
পুরনো খবর: অঙ্কিতাকে অভিনন্দন
|
১৫০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল আর তার সঙ্গে পাল্লা দিয়ে আগ্রাসনে অ্যাসেজে একাই কাঁপুনি ধরিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপে। একদিনের সিরিজে প্রথম ম্যাচে ছিলেন বিশ্রামে। শুক্রবার দ্বিতীয় ওয়ান ডে-তে নেমে ফের সেই আগ্রাসী বোলিং শুরু করতে চান অস্ট্রেলিয়ার মিচেল জনসন। “এই ব্রেকটা প্রয়োজন ছিল। সাদা বলে সুইংটা ভাল হয় বলে বোলিংটা আমি খুব উপভোগ করি,” বলেন জনসন। এ দিকে, পাফরম্যান্স খারাপ হওয়ায় স্টিভেন ফিনকে দ্বিতীয় ওয়ান ডের আগেই দেশে ফেরাল ইংল্যান্ড।
|
বাংলাদেশে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ৩০ জনের প্রাথমিক দলে আছেন কেভিন পিটারসেন। অ্যাসেজে ইংল্যান্ডের ভরাডুবির পর বিতর্কিত ইংল্যান্ড ব্যাটসম্যানের কেরিয়ার নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এই ঘোষণার পর তাঁর কেরিয়ার নিয়ে ধোঁয়াশা কিছুটা কাটল। চলতি অস্ট্রেলিয়া সফর শেষে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের দল এবং টি-টোয়েন্টির ১৫ জনের দল ঘোষণার পরই পিটারসেনকে নিয়ে ছবিটা আরও পরিষ্কার হবে।
|
রাজ্য টেবল টেনিস সংস্থার সভাপতি হতে চলেছেন সোমনাথ চট্টোপাধ্যায়। ক্রীড়ামন্ত্রী মদন মিত্র নাম প্রত্যাহার করে নেওয়ায় সোমনাথবাবুর সামনে আর কোনও বাধা রইল না। তবে ২৩ জানুয়ারি নির্বাচন পর্বে সচিব পদের জন্য জোর লড়াই হতে পারে সোমনাথবাবুর জামাই দেবীপ্রসাদ বসু ও সিদ্ধার্থ মজুমদারের মধ্যে।
|
কলকাতা সাইয়ে ভাঙাচোরা শুটিং রেঞ্জকে নতুন করে গড়ে তোলার উদ্যোগ নিলেন জয়দীপ কর্মকার। এই ব্যাপারে সাইয়ের সম্মতিও পাওয়া গিয়েছে বলে জানালেন তিনি। মাস দুয়েকের মধ্যে এই এয়ার রাইফেল রেঞ্জ তৈরি হয়ে যাওয়ার কথা। তার পর সবার প্র্যাকটিসের জন্য এই শুটিং রেঞ্জ খুলে দেওয়া হবে।
|
জিতেই মরসুম শুরু করলেন কুয়ালা লামপুরে দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। সাইনা নেহওয়াল আর পি ভি সিন্ধু। মালয়েশিয়া সুপার সিরিজে প্রথম রাউন্ডে অষ্টম বাছাই সাইনা ৩৬ মিনিটে হারান ইন্দোনেশিয়ার হেরা দেসিকে ২১-১০, ২১-১৬। সিন্ধুকে কিছুটা লড়াই করতে হয়। ২১-১৭, ২১-১৮ সিন্ধু জেতেন ইন্দোনেশিয়ারই লিনদায়েনি ফানেত্রির বিরুদ্ধে। দ্বিতীয় রাউন্ডে সাইনার মুখোমুখি চিনের ইয়াও জুই। সিন্ধুর সামনে ষষ্ঠ বাছাই কোরিয়ার ইয়ুন জু বায়ে।
|
সিএবি-র আন্তঃজেলা টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে উঠল শিলিগুড়ি বিকাশ। বুধবার রাজবাড়ি স্টেডিয়ামে তারা জলপাইগুড়ি রাইনোসার্সকে ৮ উইকেটে হারিয়েছে। |