টুকরো খবর
রাজ্যে সফল কালনার ছেলে
প্রাথমিক স্কুলের ৩১তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় কালনার মুখ উজ্জ্বল করল বাকিবুল। পুরুলিয়ার সৈনিক স্কুলে হওয়া এই প্রতিযোগিতায় দীর্ঘলম্ফনে তৃতীয় স্থান পেয়েছে সে। বাকিবুল কালনা ১ ব্লকের নান্দাই পঞ্চায়েতের হাতিপোতা প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির পড়ুয়া। মঙ্গলবার কালনার ধাত্রীগ্রাম উৎসব কমিটি বাকিবুলকে সংবর্ধনা দেয়। সম্প্রতি জাতীয় প্যারা অলিম্পিকে সাঁতারে চারটি সোনা জেতা শ্রেয়া ভট্টাচার্যকেও এ দিন সংবর্ধনা দেওয়া হয়। হাতিপোতা গ্রামের দরিদ্র পরিবারের ছেলে বাকিবুল কোনও প্রশিক্ষণ ছাড়াই এ বারের অঞ্চল ভিত্তিক প্রতিযোগিতায় যোগ দেয়। বছর দশেকের এই ছাত্র সেখানে প্রথম হয়। সেই সুবাদে মহকুমা ভিত্তিক খেলার সুযোগ পায়। সেখানে দ্বিতীয় স্থান পায়। এর পরে জেলা ভিত্তিক প্রতিযোগিতায় ফের প্রথম স্থান দখল করে। হাতিপোতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বসীর আলি শেখ জানান, ঠিক মতো প্রশিক্ষণ পেলে বাকিবুল অনেক দূর যাবে। বাকিবুলের বাবা সাহাদুল শেখ বলেন, “ওকে ভাল প্রশিক্ষণ দেওয়ার সামর্থ্য আমাদের নেই।” আর বাকিবুল? সে জানায়, আরও ভাল করতে চায় সে।

অঙ্কিতাকে অভিনন্দন
মঙ্গলবার ছবি দু’টি তুলেছেন বিশ্বরূপ বসাক।
টেবল টেনিসে জাতীয় চ্যাম্পিয়ন অঙ্কিতা দাসকে বাড়িতে গিয়ে অভিনন্দন জানালেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য, শিলিগুড়ির বর্তমান বিধায়ক রুদ্রনাথ ভট্টাচার্য। মঙ্গলবার রবীন্দ্রনগরে অঙ্কিতার বাড়িতে আলাদা ভাবে যান দু জনেই। সকালে অশোকবাবু গিয়ে ফুলের তোড়া দিয়ে খেতাব জয়ের জন্য অভিনন্দন জানান। অশোকবাবুর মোবাইল ফোনে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় অঙ্কিতার সঙ্গে কথা বলেন। প্রাক্তন ভারত অধিনায়ক অঙ্কিতাকে অভিনন্দন জানান। পরে বিকেলের দিকে অঙ্কিতার বাড়িতে যান রুদ্রনাথবাবু। তিনি ফুলের তোড়া এবং গণেশ মূর্তি দেন। ভবিষ্যতে তার আরও বড় সাফল্য কামনা করেন।

পুরনো খবর:

সৌরভকে ডি লিট
ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে ডি লিট দেবে শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (বেসু)। আগামী ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এই সম্মান দেওয়া হবে সৌরভকে। বিশ্ববিদ্যালয়ের এক কর্তা মঙ্গলবার বলেন, “একজন ইঞ্জিনিয়ারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকা খুব জরুরি। তাই সৌরভের নেতৃত্ব দেওয়া ক্ষমতা, ওঁর প্রতিভাকে স্বীকৃতি দিতেই এই সিদ্ধান্ত।”

সর্দারের চ্যালেঞ্জ
বিশ্ব হকি লিগে জার্মানিকে আটকে দিয়ে সর্দার সিংহদের মনোবল এখন তুঙ্গে। “কোয়ার্টার-ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও আমরা এই খেলাটাই খেলতে চাই,” বলছেন ভারতের ক্যাপ্টেন সর্দার। চিফ কোচ টেরি ওয়ালশ আবার বলে দিলেন, “আমাদের একেবারে আনকোরা দলটা আস্তে আস্তে খেলায় ফিরছে। অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ভাল ম্যাচের আশায় আছি।” বুধবার অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ভারত চলে যাবে সেমিফাইনালে। আর হারলে সর্দাররা খেলবেন পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য।

চ্যাপেলের তোপ
ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন অ্যালিস্টার কুক। তোপ দাগলেন প্রাক্তন অস্ট্রেলীয় ক্যাপ্টেন ইয়ান চ্যাপেল। “ভাল ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা কুকের আছে বলে আমার মনে হয় না। মাইকেল ক্লার্কের মতো আগ্রাসী নেতার বিরুদ্ধে ও সব সময়ই পিছিয়ে থাকবে,” বলেন কিংবদন্তি অজি ক্রিকেটার। চলতি একদিনের সিরিজের আগাম ফলও জানিয়ে দিয়েছেন তিনি, “অস্ট্রেলিয়া সহজেই ওডিআই সিরিজটা জিতবে। স্টুয়ার্ট ব্রডের মতো বোলারের অভাবে ভুগছে ইংল্যান্ড।” ইংল্যান্ড ম্যানেজমেন্ট ব্রডকে প্রথম দু’ম্যাচে বিশ্রাম দিয়েছে। পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ড পিছিয়ে ০-১।

রিয়াল ‘ভুল’
মেসুট ওজিলের মতো প্লেমেকারকে ছাড়াটা ভুল হয়েছে। চার মাস পর স্বীকারোক্তি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আন্সেলোত্তির। স্প্যানিশ সুপার ক্লাব থেকে গত বছর সেপ্টেম্বরে জার্মান তারকা আর্সেনালে আসেন। ৮৫ মিলিয়ন পাউন্ডে গ্যারেথ বেলতে কিনতেই ওজিলের ট্রান্সফারে অনুমতি দিয়েছিল রিয়াল। ইতালিয়ান কোচ বলেন, “ওজিলকে ছেড়ে দিয়ে আমরা ভুল করেছি।” আর্সেনালে আসার পর থেকেই দুরন্ত ফর্মে থাকা ওজিলকে ছাড়া নিয়ে এর আগে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন রিয়ালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও।

সোচিতে অনিশ্চিত
রাজ্য সরকারের আর্থিক সাহায্য এসে পৌঁছয়নি। আগামী মাসে শীতকালীন অলিম্পিকে নামা অনিশ্চিত তাই দুই ভারতীয় অ্যাথলিটের। এমনই দাবি উঠেছে। ভারতের শীতকালীন গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট সুরেন্দ্র সিংহের দাবি, “গেমসে নামতে হলে বিশেষ সরঞ্জাম কিনতে হবে। যা দেশে পাওয়া যায় না। তা ছাড়া নতুন সরঞ্জাম নিয়ে প্রশিক্ষণ নিতে হবে। অর্থ না আসায় নতুন সরঞ্জাম কেনা হয়নি। সময়ও ফুরিয়ে আসছে। এ রকম চললে এই অলিম্পিকে কোয়ালিফাই করা তিন প্লেয়ারের মধ্যে দু’জনকে নাম তুলে নিতে হবে।”

নেই মনোজ
হাঁটুর চোটের জন্য বাংলার হয়ে রঞ্জি সেমিফাইনালেও নামতে পারছেন না মনোজ তিওয়ারি। মহারাষ্ট্রের বিরুদ্ধে ঘোষিত বাংলা দলে অতিরিক্ত সদস্য হিসেবে ছিলেন মনোজ। কিন্তু মঙ্গলবার সিএবি-র যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায় বললেন, “ওর সঙ্গে আমার কথা হয়েছে। মনোজ সেমিফাইনালে নেই। সুস্থ হতে হতে ওর ২৫ জানুয়ারি হয়ে যাবে।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.