অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ঘটনা! বিশ্ব অ্যাথলেটিক্সে অংশ নেওয়ার ন’বছর পর সেখান থেকে সোনা জিতলেন অঞ্জু ববি জর্জ। লংজাম্পার অঞ্জুই একমাত্র ভারতীয়, যিনি কোনও বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্ট থেকে সোনা জিতলেন।
২০০৫ সালে মোনাকো বিশ্ব অ্যাথলেটিক্স ফাইনালে রুপো জেতেন অঞ্জু। এ দিন যা বদলে গেল সোনায়। কারণ ওই ইভেন্টে সোনাজয়ী রুশ মেয়ে তাতানা কোতোভা সেই বছরই হেলসিঙ্কি বিশ্ব অ্যাথলেটিক্সে ডোপ টেস্টে ধরা পড়েন। ফলে কোতোভার দুটি পদকই বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা ছিনিয়ে নেয়। আর তাই মোনাকোয় জেতা অঞ্জুর রুপো বদলে গেল সোনায়।
সোমবার রাতে অঞ্জুকে খবরটি দেন এএফআই প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা। অঞ্জু প্রথমে বিশ্বাসই করতে পারেননি। কিন্তু তাঁকে আদিল আশ্বস্ত করেন, তাঁর সঙ্গে আইএএএফ কর্তাদের কথা হয়েছে। কয়েক দিনের মধ্যেই তাঁরা এ ব্যাপারে চিঠি দেবেন। আইএএএফ ওয়েবসাইট ইতিমধ্যেই অঞ্জুর পদকটি সোনা হিসেবে দেখাতে শুরু করে দিয়েছে। সোনার পদকের পাশে অঞ্জুর নামের সঙ্গে ৬.৭৫ মিটার দূরত্ব দেখানো হয়েছে সেখানে। ২০০৫ হেলসিঙ্কিতে অঞ্জুর পঞ্চম স্থান চতুর্থ স্থান হিসেবে দেখাচ্ছে সাইটটি।
অঞ্জু নিজে বলছেন, “এখন আমি ইরানা সিমাগিনার ডোপ টেস্টের ফলের দিকে তাকিয়ে আছি। ২০০৬ রাশিয়ায় ওর ডোপ টেস্ট পজিটিভ ছিল।” ২০০৪ আথেন্স অলিম্পিকেও রাশিয়ার তিন অ্যাথলিট তাতিয়ানা লেবেডেভা, ইরিনা সিমাগিনা ও কোতোভা প্রথম তিন স্থানে ও অস্ট্রেলিয়ার ব্রনওয়েন থমসন চতুর্থ হয়ে অঞ্জু আগে শেষ করেছিলেন। কোতোভার পর সিমাগিনার পদকও বাতিল হয়ে গেলে আরও একটা পদকে পেয়ে যেতে পারেন অঞ্জু। |