আই লিগের দলগুলোকে নানা সমস্যার জন্য পাওয়া যাচ্ছে না। তাই তিন বিদেশি দল নিয়েই শেষ পর্যন্ত আইএফএ শিল্ড শুরু হচ্ছে ২৯ জানুয়ারি থেকে।
দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় ডিভিশনে খেলা টিম বুসাং কিয়ন তোং এবং সিঙ্গাপুরের গেলাং ইন্টারন্যাশনাল এফসি, যাঁরা এই মুহূর্তে এস লিগের নয় নম্বরে রয়েছে শেষ পর্যন্ত শিল্ড খেলতে রাজি হয়েছে। এ ছাড়াও বাংলাদেশ থেকে শেখ জামাল এফসি আসছে।
কলকাতার চার প্রধান ছাড়া শিল্ড খেলতে আসছে আই লিগের একমাত্র দল শিলংয়ের লাজং এফসি। আই লিগ খেলা বাকি দলগুলোকে কেন শিল্ডের জন্য পাওয়া যাচ্ছে না? এর উত্তরে ফেডারেশনের বিরুদ্ধেই তোপ দেগেছেন আইএফএ সচিব। মঙ্গলবার তিনি বলে দেন, “ফেডারেশন যদি আগে থেকে নিজেদের ক্যালেন্ডার তৈরি করে এবং পরে সেই ক্রীড়াসূচি নিজেদের ইচ্ছেমতো না বদলায় তবে আমরাও ঠিক করে টুর্নামেন্টগুলো করতে পারি।” পাশাপাশি তিনি যোগ করেন, “ফেডারেশনের জন্যই কলকাতা লিগেও নানা সমস্যা হয়েছে। চেষ্টা করছি পরের বার কলকাতা লিগ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার।”
এ দিন আইএফএ-তে ড্রয়ের মাধ্যমে সূচি তৈরি করা হয়। ইস্টবঙ্গলের গ্রুপে ইউনাইটেড স্পোর্টস ছাড়া গেলাং এবং বুসাং কিয়ন রয়েছে। ফেড কাপের পর শিল্ডেও আর্মান্দো কোলাসোর দল গ্রুপ অব ডেথে। মোহনবাগানের গ্রুপে রয়েছে মহমেডান, লাজং আর শেখ জামাল। লাল-হলুদের প্রথম ম্যাচ ২৯ জানুয়ারি। বুসাং কিয়নের বিরুদ্ধে। মোহনবাগান শিলং লাজংয়ের বিরুদ্ধে ৩০ জানুয়ারি প্রথম ম্যাচ খেলবে। ৮ ফেব্রুয়ারি দু’টি সেমিফাইনাল। ফাইনাল ১১ ফেব্রুয়ারি। |