যুবভারতীতে ১ মার্চ আই লিগের ফিরতি ডার্বি খেলেই মেহতাব, আইবর, অর্ণব মণ্ডলদের যেতে হবে জাতীয় শিবিরে। ফিফা নির্ধারিত আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচের প্রস্তুতিতে। অন্তত সে রকমই ইচ্ছে জাতীয় কোচ উইম কোভারম্যান্সের।
বিশ্বকাপের আগে ৫ মার্চ ফিফা নির্ধারিত প্রদর্শনী ম্যাচের শেষ দিন। কোভারম্যান্সের ভারতের বিরুদ্ধে কোন দেশ খেলবে তা এখনও ঠিক হয়নি। ইউরোপের কোনও দল পাওয়া যাবে না বলে এশিয়ার কোনও দেশ খুঁজছে ফেডারেশন। তবে প্রস্তুতির জন্য মাত্র তিন দিন পাওয়া যাবে বলে কিছুটা ক্ষুব্ধ জাতীয় কোচ। |
বৃহস্পতিবারই তিনি যাচ্ছেন মঞ্জেরিতে ফেড কাপের খেলা দেখতে। এ দিন কোচি স্টেডিয়ামে ম্যাচ দেখার ফাঁকে বললেন, “কিছু করার নেই। কলকাতায় ডার্বি আছে। ওটাই তো ভারতীয় ফুটবলের সেরা ম্যাচ।” আন্তর্জাতিক ম্যাচ খেলার পাশাপাশি এ বছর এশিয়ান গেমসের দলের প্রস্তুতি নিয়েও কিছু পরিকল্পনা আছে তাঁর। সে জন্যই এখন ফেড কাপের ম্যাচ দেখছেন তিনি।
জাতীয় দলে যে এ বার কিছু নতুন মুখ দেখা যাবে ইঙ্গিত দিয়েছেন ভারতের ডাচ কোচ। তবে টুবোইদের কাউকে নেওয়া হবে কি না বলেননি তিনি। যদিও এ দিন কোচিতে চমকে দিল শিলং লাজং। ডেরেক পেরিরার সালগাওকরকে ৪-০ হারিয়ে। গোল করেন টুবোই, রিডিম, তাইসুকে ও গ্লেন। পাহাড়ি দলটির হৃদপিণ্ড ছিলেন ত্রিনিদাদ টোবাকো থেকে আসা গ্লেন-ই। তিনটি গোলের পিছনে অবদান তাঁর। ম্যাচের পর গ্লেন বলেন, “ওডাফাকে চিনি না। তবে আমরা আজ যা খেলেছি, মোহনবাগানকে হারিয়ে সেমিফাইনালে যাব।” ওডাফা-গ্লেন লড়াই শনিবার। |