অবসর ভেঙে সচিন তেন্ডুলকরকে কি আবার মাঠে নামতে দেখা যাবে? অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের অন্যতম টিম সিডনি থান্ডার এমনই প্রস্তাব দিয়েছিল মাস্টার ব্লাস্টারকে।
অস্ট্রেলীয় মিডিয়া জানাচ্ছে কিংবদন্তি ক্রিকেটারকে নাকি ‘আকর্ষণীয়’ প্যাকেজের প্রস্তাব দিয়েছিল সিডনি থান্ডার। মাইক হাসির অধিনায়কত্বে, ডেভিড ওয়ার্নারের মতো ওপেনার আর অস্ট্রেলিয়া অধিনায়ক মাইকেল ক্লার্ক থাকা সত্ত্বেও ২৫ মাসে ১৯টি ম্যাচ খেলে একটার বেশি জয় নেই থান্ডারের। তাই জয়ে ফিরতে মরিয়া হয়ে তারা নাকি তেন্ডুলকরকে এই প্রস্তাব দেয়।
|
গত নভেম্বরে সব রকমের ক্রিকেট থেকে অবসর নেওয়া সচিনের ছ’বছরের আইপিএল কেরিয়ারে ৭৮ ম্যাচে স্ট্রাইকরেট প্রায় ১১৯। সচিন টিমে এলে থান্ডারের ব্যাটিং লাইন আপের ভোল পাল্টে যাবে এমনটা ভেবেই সচিনকে রাজি করতে নাকি ময়দানে নেমে পড়ে নিউ সাউথ ওয়েলস। চেষ্টা চলে রাজনৈতিক মহলেও। কিন্তু সেই পরিকল্পনা বানচাল হয়ে যায় এনএসডব্লুর ‘হেড অব ক্রিকেট’ পদ থেকে হ্যারি হরিনাথ সরে দাঁড়ানোয়।
বিগ ব্যাশে কোনও ভারতীয় ক্রিকেটার না খেললেও উপমহাদেশের ক্রিকেটার যে একেবারে নেই তা নয়। দিলশান, মেন্ডিস সিডনি থান্ডারেই খেলেন। তাতেও অবশ্য চলতি মরসুমে তেমন সাফল্য নেই তাদের। গত দু’বছরে প্রথম রাউন্ডের বাধাই টপকাতে পারেনি থান্ডার্স। তবে সত্যিই থান্ডার্স সরকারি ভাবে তাঁকে বিগ ব্যাশে খেলার প্রস্তাব দিয়েছে কি না এ ব্যাপারে কিন্তু সচিন নিজে মুখ খোলেননি। |