বিশ্বের শীর্ষস্থানীয় হকি দেশের কোচেরা আসে-যান। আট বারের অলিম্পিক চ্যাম্পিয়ন ভারতীয় হকির বর্তমান বিবর্ণ ছবিটা কিছুতেই আর পাল্টায় না। লন্ডন অলিম্পিকে সব ম্যাচ হেরে ফিরেছিল মাইকেল নবসের ভারত। রাজধানীর মাঠে বুধবার আরও এক বিদগ্ধ অস্ট্রেলীয় কোচ টেরি ওয়ালশের প্রশিক্ষণে ভারতীয় হকি দল ওয়ালশের দেশ অস্ট্রেলিয়ার কাছেই সাত গোল হজম করে ওয়ার্ল্ড হকি লিগ ফাইনালসের কোয়ার্টার ফাইনাল থেকে সলজ্জ বিদায় নিল। তা-ও কিনা ম্যাচের প্রথম ১১ মিনিটের মধ্যে দু’গোলে এগিয়ে থেকেও ২-৭ হার! মেজর ধ্যানচাঁদের নামাঙ্কিত স্টেডিয়ামেরও যেন অপমান সর্দার সিংহদের এমনতর জঘন্য পারফরম্যান্সের কল্যাণে! আটচল্লিশ ঘণ্টা আগেই গ্রুপ লিগের শেষ ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ৩-৩ আটকে দিয়ে দেশের হকিপ্রেমীদের মনে আশার সঞ্চার করেছিলেন যুবরাজ-সুনীলরা। অধিনায়ক সর্দারও গতকাল সিংহ-গর্জন দিয়েছিলেন, এক পয়েন্ট নিয়ে নক আউটে উঠলেও এ বার নাকি তাক লাগিয়ে দেবেন। ‘তাক’ লাগিয়েই দিল ভারতীয় হকি দল। তবে সেটা আধ ডজনের বেশি গোলে হেরে! অথচ নয়াদিল্লির দর্শকেরা আজ বিরাট সংখ্যায় মাঠে ছিলেন গলা ফাটাতে সর্দার সিংহদের জন্য। |
অস্ট্রেলিয়ার কাছে বিধ্বস্ত হওয়ার এক মুহূর্ত। বুধবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই। |
বীরেন্দ্র লাকরা আর যুবরাজ বল্মিকীর ফিল্ড গোলে ২-০ এগিয়ে গিয়ে এবং প্রথম ২৩ মিনিট দাপটে খেলে সমর্থকদের গলাবাজির মূল্যও দিয়েছিল ভারত। কিন্তু তার পর হঠাৎ-ই অহেতুক টেনশনে ডুবে গোটা দলটাই একের পর এক ভুলের মাশুল দিয়ে নিজেদের গলায় নিজেরাই গোলের মালা পরিয়ে ফেলল। উল্টো দিকে প্রথম ২০ মিনিট ভ্যবাচাকা খাওয়া অস্ট্রেলীয়রা আস্তে আস্তে ধাতস্থ হয়ে খেলায় ফিরে প্রথমে পেনাল্টি কর্নার আর তার চার মিনিটের মধ্যে ফিল্ড গোল থেকে একবার ২-২ করে ফেলার পর আর পিছন ফিরে তাকাননি। শুধু সমতায় ফেরাই নয়। একেবারে অন্তিম মিনিটে (৩৫) ফের গোল করে প্রথমার্ধেই অস্ট্রেলিয়া ৩-২ এগিয়ে থাকে। এবং দ্বিতীয়ার্ধে আরও চার গোল করে। যার ভেতর একটা সময় ছ’মিনিটে তিন গোল খায় ভারতের নড়বড়ে ডিফেন্স। অস্ট্রেলিয়ার শেষ ছ’টা গোলই ফিল্ড গোল। গ্লেন টার্নার এবং রাসেলফোর্ড দুটি করে গোল করেন। বার্জার, উইলসন এবং অর্কাড একটি করে। আট দলের টুর্নামেন্টে পঞ্চম থেকে অষ্টম স্থানের জন্য ভারতকে লড়তে হবে জার্মানির সঙ্গে। জার্মানিকে হারিয়ে নেদারল্যান্ডস এ দিন সেমিফাইনালে ওঠে। অন্য সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। |