প্রথম দিনেই ১৪০টি মনোনয়ন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সোমবার থেকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন-পর্ব শুরু হল। সংসদের আসন মোট ১৪৫টি। প্রথম দিনেই ১৪০টি মনোনয়নপত্র তোলা হয় এবং জমাও দেওয়া হয়। জানা গিয়েছে, এর মধ্যে ১২৯টি তৃণমূল ছাত্র পরিষদের। বাকি ১১টি ডিএসও-র। কাল, বুধবারও মনোনয়ন-পর্ব চলবে। |
|
বিদ্যাসাগরে মনোনয়ন তোলার লাইন। |
এ দিন মনোনয়ন ঘিরে কোনও গোলমাল হয়নি। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ বিভাগের প্রধান জয়ন্তকিশোর নন্দী বলেন, “সোমবার থেকে মনোনয়ন-পর্ব শুরু হয়েছে। এ দিন মনোনয়ন নিয়ে আমাদের কাছে কোনও অভিযোগ আসেনি।” আগামী ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন রয়েছে। ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে করতে সব রকম পদক্ষেপ করা হচ্ছে বলে জয়ন্তবাবু জানিয়েছেন। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের ৪৫টি কলেজে রয়েছে। এই কলেজগুলিতে আগামী ২৮ জানুয়ারি ছাত্র সংসদ নির্বাচন হবে। কলেজের ক্ষেত্রে মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার জন্য দু’টি দিন নির্দিষ্ট হয়েছে, ১৫ এবং ১৬ জানুয়ারি। ১৭ জানুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। ১৮ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। রাজ্য সরকারের নির্দেশ ছিল, ৩১ জানুয়ারির মধ্যে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সেই মতো দিনক্ষণ চূড়ান্ত করা হয়। |
|
মেদিনীপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের ভোট প্রচার। |
এক সময়ে দুই মেদিনীপুরের অধিকাংশ কলেজে এসএফআইয়েরই ‘একাধিপত্য’ ছিল। ঝাড়গ্রাম, মেদিনীপুর থেকে তমলুক, হলদিয়া সর্বত্র এসএফআইয়ের সংগঠন ছিল মজবুত। এখন অবশ্য সর্বত্র তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) আধিপত্য। তবে আগেও ছাত্র ভোট ঘিরে অশান্তি হত। সেই ধারা এখনও অব্যাহত। আগে অভিযোগ উঠল এসএফআই।রে বিরুদ্ধে। এখন অভিযোগের অভিমুখ টিএমসিপি-র বিরুদ্ধে। গত বছর ছাত্র নির্বাচন হয়নি। তার আগের বছর বিরোধী প্রার্থী না থাকার সুযোগে দুই মেদিনীপুরের বেশ কয়েকটি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে টিএমসিপি। যেখানে ভোট হয়েছে, সেখানে আবার বিরোধীদের যোগদান ছিল নগণ্য। সন্ত্রাসের আবহে ছাত্রছাত্রীদের মধ্যে নির্বাচনে যোগদানের প্রবণতাও কমেছে। পরিস্থিতির প্রেক্ষিতে অনলাইন মনোনয়ন চালুর দাবি উঠেছিল। এ বার সেই প্রক্রিয়া শুরুও হচ্ছে। তবে তা দিয়ে অশান্তি কতটা এড়ানো যাবে, সংশয় থাকছে। কারণ, অনলাইনে শুধু মনোনয়নপত্র তোলা যাবে, জমা দেওয়া যাবে না। কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গিয়ে তা জমা দিতে হবে প্রার্থীকেই। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়ন পর্বের প্রথম দিনটা নির্বিঘ্নে কেটেছে। এদিন বিরোধী শিবিরের শুধুমাত্র ডিএসও’ই মনোনয়নপত্র জমা দিয়েছে। এসএফআই কিংবা ছাত্র পরিষদের মতো সংগঠন মনোনয়নপত্র তোলেনি। মনোনয়নের শেষ দিন কাল, বুধবার পর্যন্ত পরিস্থিতি নির্বিঘ্ন থাকে কি না, সেটাই দেখার।
|
—নিজস্ব চিত্র। |
এই সংক্রান্ত আরও খবর... |
• কলকাতা থেকে তরাই, ছাত্রভোটে রমরমা হিংসারই |
• ভয় দেখাচ্ছে টিএমসিপি, নালিশ বিরোধী ছাত্রদের |
|