আটলেটিকো ম্যাচে আজ শুরুতেই মেসি |
গোল না পেয়েও মাঠে রোনাল্ডোর জাদু
নিজস্ব প্রতিবেদন
১০ জানুয়ারি
|
তিনি শূন্যে ভাসছেন। আর টার্গেটকে বিরাট লাফে নাগালের বাইরে যেতে দেখে হাঁ করে তাকিয়ে অসহায় মার্কার।
ফের একই দৃশ্য। এ বার কোপা দেল রে প্রথম পর্বে ওসাসুনার বিরুদ্ধে। অস্বাভাবিক শারীরিক দক্ষতায় স্পটলাইটে তিনিইক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
গত বছর চ্যাম্পিয়ন্স লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে একই কায়দায় গোল করে দলের হার বাঁচিয়েছিলেন সিআর সেভেন। গত রাতে অবশ্য প্রায় চার ফুট লাফিয়েও রিয়াল মাদ্রিদের মহাতারকা হেড থেকে বল গোলে ঠেলতে পারেননি। গোটা ম্যাচেও পাননি গোল। তবে টিমের জয়ে খুশি রোনাল্ডো পরে সোশ্যাল মিডিয়ায় লেখেন, “এই জয়ে কোপা দেল রে পরের রাউন্ডে যাওয়ার পথে এগিয়ে গেলাম। হালা মাদ্রিদ!”
ব্যর্থ আর এক রিয়াল তারকা গ্যারেথ বেল-ও। স্প্যানিশ ক্লাবে যোগ দেওয়ার পর প্রথম নব্বই মিনিট মাঠে থাকার সুযোগ পেলেও ‘ওয়েলস উইজার্ড’ জাদু দেখাতে পারেননি। রিয়ালের জার্সিতে ৯৯তম গোল করে ১৯ মিনিটে টিমকে এগিয়ে দেন করিম বেঞ্জিমা। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ২০ বছরের জেসি রডরিগেজ। ম্যাচের পর যিনি গোলের কৃতিত্ব ভাগ করে নেন পতুর্গিজ তারকার সঙ্গে, “সতীর্থদের ধন্যবাদ দেব, বিশেষ করে রোনাল্ডোকে। সব সময় আমায় ভাল পরামর্শ দেয়। রোনাল্ডোকে একটা গোলের বল বাড়াতে পারলে দারুণ লাগবে।”
তবে ম্যাচে না পারলেও সিআর সেভেনের সমর্থকদের তাতে ছিটেফোঁটাও চিন্তা নেই। বরং সোমবার ব্যালন ডি’অর আসরে পাঁচ বছর পর ট্রফি জিতে রোনাল্ডো বিরাট লাফটা দিতে পারেন কি না, সে দিকেই যাবতীয় আগ্রহ। পুরস্কার জেতার দৌড়ে রোনাল্ডোর আর্জেন্তিনীয় প্রতিদ্বন্দ্বী লিও মেসি আবার চোট সারিয়ে ফেরার পর শনিবার আটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে প্রথম থেকেই মাঠে নামতে পারেন। |
কোথায় গোল? হতাশ রোনাল্ডো পোস্ট ধরেই ঝুলে পড়লেন। ছবি: রয়টার্স। |
বৃহস্পতিবার গেতাফে ম্যাচে দ্বিতীয়ার্ধে পরিবর্তিত ফুটবলার হিসেবে নেমে জোড়া গোল করে মাতিয়ে দেন বার্সার রাজপুত্র। আটলেটিকোর ব্রাজিলিয়ান স্ট্রাইকার দিয়োগো কোস্টা অবশ্য তাঁদের কাছে আর্জেন্তিনীয় মহাতারকাকে আটকানোর মত ফুটবলার আছে, আগাম বলে রাখছেন। গেতাফে ম্যাচে মেসির ফর্ম দেখার পর অনেকটা তেতো গেলার মতোই বার্সা তারকাকে স্বাগত জানিয়ে কোস্টা বলে দেন, “মেসি হল মেসি। যখন মাঠের বাইরে ছিল আমরা সবাই ওকে মিস করেছি। তাই আমাদের বিরুদ্ধে ওকে মাঠে নামতে দেখব ভেবে ভাল লাগছে। এত দিন পর ও মাঠে নেমে গোল করার জন্য মুখিয়ে থাকবে নিশ্চিত। তবে আমরা ঘরের মাঠে খেলায় ওদের জন্য কাজটা মোটেই সহজ হবে না।” পাশাপাশি লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আটলেটিকো কোচ দিয়েগো সিমিওনির প্রশংসায় পঞ্চমুখ জেরার্ডো মার্টিনো বলেন, “দিয়েগো কোচ হিসেবে আমার থেকেও ভাল কাজ করছে। আটলেটিকোর মতো দলকে এতটা ধারাবাহিক দেখানোর মূল কারণ ওদের কোচ।” আঠারোটা লা লিগা ম্যাচ খেলে দুই দলেরই পয়েন্ট ৪৯। আটলেটিকোর বিরুদ্ধে নিজের কেরিয়ারে মোট ২০-টা গোল করেছেন মেসি। শনিবার রাতেও কি সেই ধারা বজায় রাখতে পারবেন এলএম টেন, তা সময়েই বলবে। |
পুরনো খবর: রোনাল্ডো ৪০০: ইউসেবিও দু’টো গোল আপনিই করলেন |
|