প্রথম সপ্তাহের সেরা আকর্ষণ নাদাল বনাম হিউইট
সংবাদ সংস্থা • মেলবোর্ন
১০ জানুয়ারি
|
বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলীয় ওপেনে মহাতারকাদের মধ্যে কঠিন ড্র পেলেন অস্তমিত সূর্য রজার ফেডেরার।
ষষ্ঠ বাছাই ফেডেরারকে ৩২ বছর বয়সে কোনও অঘটন না ঘটলে চতুর্থ রাউন্ডে সামলাতে হবে সঙ্গা-র চ্যালেঞ্জ। ফরাসির হাতে একাধিক গ্র্যান্ড স্ল্যামে পরাজয়ের অভিজ্ঞতা আছে ফেডেরারের। সঙ্গার চ্যালেঞ্জ টপকালে কোয়ার্টার ফাইনালে লড়াই অ্যান্ডি মারের সঙ্গে। চতুর্থ বাছাই মারের প্রথম রাউন্ড জাপানের গো সোয়েদার বিরুদ্ধে। ফেডেরারের প্রথম প্রতিদ্বন্দ্বী ওয়াইন্ড কার্ড পাওয়া স্থানীয় তরুণ জেমস ডাকওয়ার্থ (র্যাঙ্কিং ১৩৪)। তবে গত বছর উইম্বলডনে এ রকমই একশোর বেশি র্যাঙ্কিং থাকা প্রতিপক্ষের কাছে হেরেছিলেন রজার।
গত বারের চ্যাম্পিয়ন নোভাক জকোভিচ এ দিন মেলবোর্নের ট্রামে চেপে মহিলা চ্যাম্পিয়ন আজারেঙ্কার সঙ্গে ট্রফি নিয়ে অভিনব সফরে ড্র-এর অনুষ্ঠানে আসার পরে সূচিও পেয়েছেন অভিনব। ফাইনালের আগে রাফা-রজার-মারের কাউকে সামনে পাচ্ছেন না। দ্বিতীয় বাছাইয়ের প্রথম রাউন্ড স্লোভাকিয়ার লুকাস লাক্কোর সঙ্গে। কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ সদ্য চেন্নাই ওপেন চ্যাম্পিয়ন কিন্তু জায়ান্ট কিলার হিসাবে অপরিচিত ওয়ারিঙ্কা। সেমিফাইনাল ডেভিড ফেরারের সঙ্গে। স্পেনের ফেরার ক্লে কোর্টেই বেশি ভয়ঙ্কর। |
অভিনব। অস্ট্রেলীয় ওপেনের সূচি ঘোষণার আগে ট্রাম থেকে নামলেন
গত বারের দুই চ্যাম্পিয়ন জকোভিচ ও আজারেঙ্কা। মেলবোর্নে। ছবি: এএফপি। |
তবে স্প্যানিশ টেনিস মহানায়কের সেই দুর্নাম নেই। ক্লে কোর্ট গ্র্যান্ড স্ল্যাম ফরাসি ওপেন আট বার জেতা সত্ত্বেও অস্ট্রেলীয় ওপেনের হার্ডকোর্টেও শীর্ষ বাছাই নাদাল। বিশ্বের এক নম্বর মেলবোর্নে অভিযান শুরু করছেন চ্যালেঞ্জিং ভাবে, গ্যালারির বিরুদ্ধেও। কারণ, প্রথম ম্যাচ যেমন সেরা অস্ট্রেলীয় প্রতিভা, বিশ্বের ৫২ নম্বর বার্নার্ড টমিচের বিরুদ্ধে, তেমনই চতুর্থ রাউন্ডে নাদালের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী এক কিংবদন্তি অস্ট্রেলীয় লেটন হিউইট। গত সপ্তাহেই ফেডেরারকে হারিয়ে ব্রিসবেন ওপেন জিতে যিনি রাফা-জকোভিচদের সতর্কবার্তা দিয়েছেন। নাদাল-হিউইট লড়াই মেলবোর্নে প্রথম সপ্তাহে সর্বোচ্চ টিআরপি হতে পারে।
সিঙ্গলসে ভারতের একমাত্র চ্যালেঞ্জ সোমদেব দেববর্মন শুরুতেই বিশ্বের ২৭ নম্বর স্পেনের ফেলিসিয়ানো লোপেজের বিরুদ্ধে পড়েছেন। তিন বারের চেষ্টায় অস্ট্রেলীয় ওপেনের দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারা বিশ্বের ৯৩ নম্বর ভারতীয় এ বার তৃতীয় রাউন্ডে উঠলে মহালড়াই মারের সঙ্গে।
মেয়েদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস যিনি মেলবোর্নে ক্রিস এভার্ট ও মার্টিনা নাভ্রাতিলোভা, দুই কিংবদন্তির ১৮ গ্র্যান্ড স্ল্যাম জেতার নজির ছুঁতে নামছেন, প্রথম রাউন্ডে খেলবেন অনামী অস্ট্রেলীয় বার্টির সঙ্গে। |
|