|
|
|
|
আন্তঃজেলা টি-টোয়েন্টি জমজমাট রাজার শহরে
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার
|
সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জিতল বীরভূম সুপার কিংস। শুক্রবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ১৬ রানে মালদহ গৌড় বাদশাকে হারিয়েছে বীরভূম দল। প্রথমে ব্যাট করে ১৭ ওভারে বীরভূম ৬ উইকেটে ১২২ রান তোলে। দলের পক্ষে অঞ্জনাভ সাহা সর্ব্বোচ্চ ৩৮ ও বাবর আলি ৩৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১০৬ রানে মালদহের সকলে আউট হয়ে যান। আজ, শনিবার সকালে শিলিগুড়ি বিকাশ ও বর্ধমান ব্লুস এবং বিকালে বীরভূম সুপারকিংস ও দক্ষিণ দিনাজপুর ডেয়ারডেভিলস পরস্পরের মুখোমুখি হবে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব বিষ্ণুব্রত বর্মন বলেন, “বীরভূম দল নির্ধারিত সময়ের পরে মাঠে নামায় তাঁদের ৩ ওভার কমিয়ে খেলার সুযোগ দেওয়া হয়।”
|
কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে মালদহ ও বীরভূমের
খেলা চলছে। শুক্রবার ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব। |
জেলা ক্রীড়া সংস্থা সূত্রেই জানা গিয়েছে, মোট ১৮টি দল আন্তঃজেলা টি টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কোচবিহার ও বালুরঘাটে দুটি গ্রুপ করে খেলা হচ্ছে। তাঁদের মধ্যে কোচবিহারে আয়োজিত খেলায় অংশ নেবে ৯টি জেলা দল। জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও উত্তর ২৪ পরগনা দল রয়েছে। অন্য গ্রুপের খেলায় বালুরঘাটে অংশ নিচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, কোচবিহার, নদীয়া, হাওড়া, বাঁকুড়া, মানভূম, চন্দননগর ও মেদিনীপুর জেলা দল। বালুরঘাটে ওই গ্রুপের খেলা শুরু হবে ১৩ জানুয়ারি। সেখানে উদ্বোধনী ম্যাচে চন্দননগর ও মেদিনীপুর জেলা দল পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালটি ১৫ জানুয়ারি কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ও বালুরঘাট স্টেডিয়ামে ১৮ জানুয়ারি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে ১৯ জানুয়ারি। বালুরঘাট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে দিনরাতের। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব বিষ্ণুব্রত বর্মন বলেন, “সিএবি-র আন্তঃজেলা টি টোয়েন্টি প্রতিযোগিতার একটি গ্রুপের খেলা আয়োজনের দায়িত্ব কোচবিহারই প্রথম পেয়েছে।” তুফানগঞ্জের ছেলে শিবশঙ্কর পাল ওরফে ম্যাকোকে এ বার কোচবিহারের দলে পাওয়ার চেষ্টা চলছে। দলে রাখা হচ্ছে চিলাখানার বাসিন্দা অনুর্ধ্ব ১৯ বাংলা দলের সদস্য অনন্ত সাহাকেও। |
|
|
|
|
|