আন্তঃজেলা টি-টোয়েন্টি জমজমাট রাজার শহরে
সিএবি পরিচালিত আন্তঃজেলা টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে জিতল বীরভূম সুপার কিংস। শুক্রবার কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ১৬ রানে মালদহ গৌড় বাদশাকে হারিয়েছে বীরভূম দল। প্রথমে ব্যাট করে ১৭ ওভারে বীরভূম ৬ উইকেটে ১২২ রান তোলে। দলের পক্ষে অঞ্জনাভ সাহা সর্ব্বোচ্চ ৩৮ ও বাবর আলি ৩৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে ১০৬ রানে মালদহের সকলে আউট হয়ে যান। আজ, শনিবার সকালে শিলিগুড়ি বিকাশ ও বর্ধমান ব্লুস এবং বিকালে বীরভূম সুপারকিংস ও দক্ষিণ দিনাজপুর ডেয়ারডেভিলস পরস্পরের মুখোমুখি হবে। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব বিষ্ণুব্রত বর্মন বলেন, “বীরভূম দল নির্ধারিত সময়ের পরে মাঠে নামায় তাঁদের ৩ ওভার কমিয়ে খেলার সুযোগ দেওয়া হয়।”

কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে মালদহ ও বীরভূমের
খেলা চলছে। শুক্রবার ছবিটি তুলেছেন হিমাংশুরঞ্জন দেব।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রেই জানা গিয়েছে, মোট ১৮টি দল আন্তঃজেলা টি টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। কোচবিহার ও বালুরঘাটে দুটি গ্রুপ করে খেলা হচ্ছে। তাঁদের মধ্যে কোচবিহারে আয়োজিত খেলায় অংশ নেবে ৯টি জেলা দল। জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান ও উত্তর ২৪ পরগনা দল রয়েছে। অন্য গ্রুপের খেলায় বালুরঘাটে অংশ নিচ্ছে দক্ষিণ ২৪ পরগণা, হুগলি, কোচবিহার, নদীয়া, হাওড়া, বাঁকুড়া, মানভূম, চন্দননগর ও মেদিনীপুর জেলা দল। বালুরঘাটে ওই গ্রুপের খেলা শুরু হবে ১৩ জানুয়ারি। সেখানে উদ্বোধনী ম্যাচে চন্দননগর ও মেদিনীপুর জেলা দল পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালটি ১৫ জানুয়ারি কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে ও বালুরঘাট স্টেডিয়ামে ১৮ জানুয়ারি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচের সূচি চূড়ান্ত হয়েছে ১৯ জানুয়ারি। বালুরঘাট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ হবে দিনরাতের। কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সচিব বিষ্ণুব্রত বর্মন বলেন, “সিএবি-র আন্তঃজেলা টি টোয়েন্টি প্রতিযোগিতার একটি গ্রুপের খেলা আয়োজনের দায়িত্ব কোচবিহারই প্রথম পেয়েছে।” তুফানগঞ্জের ছেলে শিবশঙ্কর পাল ওরফে ম্যাকোকে এ বার কোচবিহারের দলে পাওয়ার চেষ্টা চলছে। দলে রাখা হচ্ছে চিলাখানার বাসিন্দা অনুর্ধ্ব ১৯ বাংলা দলের সদস্য অনন্ত সাহাকেও।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.