|
|
|
|
শহরে জাতীয় টেনিসে বিষ্ণু
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
জাতীয় গ্রাস কোর্ট টেনিস চ্যাম্পিয়নশিপ গত কয়েক বছরের মতো এ বারও কলকাতায়। দেশের সবচেয়ে ঐতিহ্যশালী সাউথ ক্লাবের ঘাসের কোর্টে টুর্নামেন্ট শুরু সোমবার। তবে কোয়ালিফাইং রাউন্ড শনিবারই শুরু হয়ে যাচ্ছে। সাত লক্ষ টাকা পুরস্কার মূল্যের জাতীয় গ্রাস কোর্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ১৮ জানুয়ারি।
দেশের শীর্ষস্থানীয় তারকা ডেভিসকাপাররা সাম্প্রতিক কালের মতো এ বারও জাতীয় টেনিসে না থাকলেও অন্তত দুধের স্বাদ ঘোলে মেটার মতো তরুণ ডেভিসকাপার বিষ্ণু বর্ধনকে খেলতে দেখা যাবে সাউথ ক্লাবে। তাঁকে ওয়াইল্ড কার্ড দিয়েছেন সংগঠকেরা। এ বার পুরস্কার অর্থ ছাড়াও জাতীয় গ্রাস কোর্ট চ্যাম্পিয়ন পাবেন ফেব্রুয়ারিতে কলকাতায় এটিপি চ্যালেঞ্জার টুর্নামেন্টে খেলার ওয়াইল্ড কার্ড। বিষ্ণুর হয়তো সেটাই সাউথ ক্লাবে খেলার কারণ! মেয়েদের সিঙ্গলসে তারকা বলতে বর্ষীয়ান রুশমি চক্রবর্তী। স্থানীয় তারকাদের মধ্যে পুরুষ সিঙ্গলসে খেলবেন মহম্মদ আজহার, সৌরভ শুক্ল, রূপেশ রায় এবং মেয়েদের বিভাগে শিবিকা বর্মন, অমৃতা মুখোপাধ্যায়।
বিশ্ব টেনিসের বর্তমান ধারা অনুযায়ী অনভ্যস্ত ঘাসের কোর্টের সঙ্গে সড়গড় হতে এ দিনই শহরে পৌঁছে গিয়েছেন বিষ্ণু। বছরদেড়েক আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ডেভিস কাপে আত্মপ্রকাশ ঘটালেও বিষ্ণুর নামডাক লিয়েন্ডার পেজের পার্টনার হয়ে লন্ডন অলিম্পিক খেলা। এ দিন সেই লিয়েন্ডারের টেনিস-ধাত্রীগৃহে দাঁড়িয়ে বিষ্ণু বলছিলেন, “ছ’বছর আগে এই সাউথ ক্লাবেই চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমার টেনিস জীবনের অন্যতম সেরা কোর্ট। এ বারও কলকাতায় চ্যাম্পিয়ন হতেই এসেছি।” এ বার ডেভিস কাপে লিয়েন্ডারকে পাওয়া যাবে না। সে প্রসঙ্গে জানতে চাইলে আবেগ ঝরছে বিষ্ণুর গলায়। বললেন, “লিয়েন্ডারের কাছে দেশের তরুণ টেনিস প্রতিভাদের অনেক কিছু শেখার আছে। লিয়েন্ডার ছাড়া ভারতীয় ডেভিস কাপ দল অনেকটা সচিন ছাড়া ভারতীয় ক্রিকেট দলের মতোই।” |
|
|
|
|
|