টুকরো খবর
বিশ্ব হকি লিগে হার দিয়ে শুরু ভারতের
১০ জানুয়ারি
বিশ্ব হকি লিগের ফাইনালে শুরুতেই হোঁচট ভারতের। বিশ্বের দশ নম্বর সর্দার সিংহরা তাঁদের থেকে ছ’ধাপ এগিয়ে থাকা ইংল্যান্ডের কাছে হারল ০-২। প্রথমার্ধে ভারতের যুবরাজ, সুনীলরা অধিকাংশ সময় বল দখলে রেখে প্রথম ১৬ মিনিটে দুটো পেনাল্টি কর্নার আদায় করে নিলেও তার সুযোগ নিতে পারেননি ভিআর রঘুুনাথ, রুপিন্দর পাল সিংহরা। কিন্তু ভারতের থেকে কম বল পজেশন থাকলেও ইংল্যান্ড ২৭ মিনিটেই তিনটে পেনাল্টি কর্নার আদায় করে নেয়। এর পরই ইংরেজদের প্রথম গোল অ্যালন ডিক্সনের জোরাল হিটে। দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য অল-আউট গেলেও বারবার ইংল্যান্ডের বক্সের মাথায় গিয়ে খেই হারিয়ে ফেলে ভারতীয় স্ট্রাইকাররা। প্রতি আক্রমণ থেকে পেনাল্টি কর্নার পেয়ে ইংল্যান্ডকে আবার এগিয়ে দেন ডিক্সন। তিনিই ম্যাচের সেরা। ভারতের গ্রুপের অন্য ম্যাচে অলিম্পিক চ্যাম্পিয়ন জার্মানি আধ ডজন গোলে ৬-১ নিউজিল্যান্ডকে উড়িয়ে বুঝিয়ে দিল কেন তারা এই মূহুর্তে বিশ্ব সেরা। গ্রুপ-‘বি’তে আবার বড় অঘটন আর্জেন্তিনার। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এগারো নম্বর আর্জেন্তিনা ৫-২ হারায় লন্ডন অলিম্পিকে রুপোজয়ী নেদারল্যান্ডসকে। এই গ্রুপেরই অপর ম্যাচে অস্ট্রেলিয়া ৩-২ কষ্টার্জিত জয় পেল বেলজিয়ামের বিরুদ্ধে।

মনোনয়ন প্রত্যাহার ক্রীড়ামন্ত্রীর
পটনায় জাতীয় টেবল টেনিসে বাংলার ব্যর্থতার মধ্যেই রাজ্য টিটি সংস্থার নির্বাচন নতুন দিকে মোড় নিল। প্রেসিডেন্ট পদপ্রার্থী লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দেওয়া মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। বলে দিলেন, “সোমনাথবাবু যাতে প্রেসিডেন্ট হতে পারেন সেই পথ পরিষ্কার করতেই সরে দাঁড়ালাম।” রাজ্যের যুযুধান তিনটি টিটি সংস্থার মধ্যে বিরোধ মেটোনার জন্য সোমবার সভা ডেকেছিলেন ক্রীড়ামন্ত্রী। জানিয়ে দিলেন, “আমি আর এই সভা করব না। আমি তো চিঠি পাঠিয়ে দিয়েছি।”মদনবাবু সরে গেলেও সোমনাথবাবু কি প্রেসিডেন্ট হতে পারবেন? কারণ এখনও আরও দু’জন প্রার্থী রয়ে গিয়েছেন প্রেসিডেন্ট পদে। এঁরা হলেন রথীন বসু এবং অনুপ গুহ। ক্রীড়ামন্ত্রী বললেন, “সোমনাথবাবুর জামাই দেবিপ্রসাদবাবু আমাকে অনুরোধ করছেন ওদের বুঝিয়ে-সুঝিয়ে মনোনয়ন প্রত্যাহার করাতে। সেটা আমার পক্ষে সম্ভব নয়।” রাজ্য টিটির নির্বাচন ২৩ জানুয়ারি।

ফাইনালে বোপান্না-কুরেশি
সিডনি ওপেন ডাবলস ফাইনালে উঠলেন রোহন বোপান্না-আইসাম কুরেশি। সেমিফাইনালে রোসোল এবং সৌসা-র জুটিকে মাত্র ৪৪ মিনিটে উড়িয়ে দিল ইন্দো-পাক এক্সপ্রেস। বোপান্না-কুরেশি জেতেন ৬-১, ৬-২। ফাইনালে তাঁদের লড়াই টেনিস সার্কিটের অন্যতম অভিজ্ঞ এবং সফল ডাবলস তারকা ড্যানিয়েল নেস্টর এবং নেনাদ জিমোনজিচের বিরুদ্ধে। নেস্টর-জিমোনজিচ জুটি অবশ্য অন্য সেমিফাইনালে যথেষ্ট লড়াই করে টাইব্রেকে হারান বেনেতেউ-রজার ভ্যাসেলিনকে ৪-৬, ৭-৬, ১০-৫।

মোয়েসের পাশে রুনি
দিনের পর দিন তাঁর ভবিষ্যত্‌ নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। জল্পনা তুঙ্গে যে, আর কত দিন তাঁকে নিয়ে ধৈর্য রাখবেন ক্লাব কর্তা এবং সমর্থকেরা। যখন প্রায় সবাই তাঁর বিরুদ্ধে তখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কোচ ডেভিড মোয়েসের পাশে দাঁড়ালেন দলের সেরা স্ট্রাইকার ওয়েন রুনি। ইংল্যান্ড ফুটবল তারকা বলেছেন, “এই কঠিন সময় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থকদের সাহায্য চাই। আমাদের দলের উপর ভরসা রাখুন সবাই। আমার বিশ্বাস আগামী ম্যাচগুলোয় আমরা আরও উন্নতি করব। আরও ভাল খেলব।” টানা তিন ম্যাচ হেরে বিপর্যস্ত মোয়েসের ম্যাঞ্চেস্টার পরের ম্যাচ খেলবে সোয়ানসি সিটি-র সঙ্গে।

তোরের ‘হ্যাটট্রিক’
হ্যাটট্রিক করলেন ম্যাঞ্চেস্টার সিটি তারকা ইয়াইয়া তোরে। তবে গোলের নয়। বর্ষসেরা হওয়ার। টানা তিন বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন আইভরি কোস্টের তারকা ফরোয়ার্ড। তোরে ছাড়াও এ বার আফ্রিকার সেরা হওয়ার দৌড়ে ছিলেন গালাতাসারের দিদিয়ের দ্রোগবা ও চেলসির জন মিকেল অবি। কিন্তু শেষ পর্যন্ত গত দু’বছরের ছবি পাল্টায়নি। স্যামুয়েল এটোর মতোই টানা তিন বার বর্ষসেরা হওয়ার নজির গড়লেন তোরে। “আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যারা সব সময় আমার পাশে ছিল,” বলেছেন তোরে। এ ছাড়াও আফ্রিকার সেরা কোচ হলেন নাইজিরিয়ার স্টিফেন কেশি।

ডাকাতদের কবলে বক্সার
ডাকাতদের কবলে পড়লেন ভারতীয় মহিলা বক্সার সিমরান ভর্মা। বুধবার রাতে এক বক্সিং টুর্নামেন্টে অংশগ্রহণ করে ফারাক্কা এক্সপ্রেসে দিল্লি ফিরছিলেন সিমরান। সিমরানের ব্যাগ ছিনতাই করার চেষ্টা করে এক ডাকাত। বাধা দেওয়ায় হাতাহাতিতে চলন্ত ট্রেন থেকে পড়ে যান সিমরান। আহত সিমরানকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, সিমরানের ব্যাগে তিরিশ হাজার টাকা ও মোবাইল ট্যাবলেট ছিল। যা এখনও খুঁজে পায়নি পুলিশ। রেলের এক পুলিশ কর্তা জানান, দোষীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।

অন্য খেলা
আন্তঃ স্কুল চ্যাম্পিয়নশিপে বিবেকানন্দ মিশন স্কুল ৯ উইকেটে হারিয়েছে ক্যাথিড্রাল মিশনকে। বিবেকানন্দ মিশনের শুভম মজুমদার হ্যাটট্রিক করে। ৪ ওভার বল করে ৪ উইকেট নিয়েছে শুভম।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.