টুকরো খবর |
মোদীর ভাগ্য ঠিক হবে ১৭ জানুয়ারি
সংবাদ সংস্থা • নয়াদিল্লি |
ভারতীয় ক্রিকেট রাজনীতিতে ললিত মোদীর প্রত্যাবর্তন হবে কি না, তা জানার জন্য আরও দিন দশেক অপেক্ষা করতে হবে। রাজস্থান ক্রিকেট নির্বাচনের ফল আগামী ১৭ তারিখ ঘোষণা করা হবে বলে সোমবার জানিয়েছে সুপ্রিম কোর্ট। সে দিনই বন্ধ খাম খুলে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। অর্থাৎ মোদী রাজস্থান ক্রিকেট সংস্থার (আরসিএ) প্রেসিডেন্ট পদের লড়াইয়ে জিতলেন কি না, জানা যাবে ১৭ তারিখ। কিন্তু নির্বাচন জিতলেই হয়তো সরকারি ভাবে সে দিনই ক্ষমতায় আসতে পারবেন না মোদী। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ইতিমধ্যেই মোদীর প্রত্যাবর্তন ঠেকাতে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে, কী ভাবে সাসপেন্ড হওয়া মোদী নির্বাচনে লড়তে পারেন? সুপ্রিম কোর্টের বিচারপতি এ আর দাভে এ দিন বলেছেন, মোদী যদি আরসিএ নির্বাচন জেতেন, তা হলে ভারতীয় বোর্ডের আপত্তির কথা শোনা হবে। বিসিসিআইয়ের তরফে অবশ্য এ দিনই আদালতের কাছে নিজেদের বক্তব্য পেশ করতে চাওয়া হয়েছিল। কিন্তু বিচারপতি সাফ বলে দেন, মোদী নির্বাচন জিতলে তবেই সবার বক্তব্য শোনা হবে। ফেরার লড়াই নিয়ে মোদী অবশ্য ইদানীং মুখ খুলছেন না। সম্ভবত আদালতের বিচারাধীন মামলা বলে টুইটও করেননি কোনও।
পুরনো খবর: নির্বাচনের ফল ঘোষণার দিনই বোর্ডের মোদী মামলার শুনানি
|
আরও দু’সপ্তাহ বাইরে মনোজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে নেমে পড়া দূরে থাক, আশঙ্কা সত্যি হলে মনোজ তিওয়ারির ফিট হওয়া পিছিয়ে যাচ্ছে আরও সপ্তাহ দুই। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর ফিটনেস পরীক্ষা ছিল এ দিন। কিন্তু সেখানে মনোজ পাশ করতে পারেননি। সিএবি যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায় বললেন, “মনোজের সঙ্গে আমার কথা হয়েছে। ওকে বলা হয়েছে আরও দু’সপ্তাহ লাগবে ফিট হতে।” যা খবর, তাতে আগামী সপ্তাহে মনোজের ফের ফিটনেস টেস্ট। আপাতত এনসিএ-তেই থাকতে হবে তাঁকে।
পুরনো খবর: অপেক্ষা এনসিএ ছাড়পত্রের, তবু সংশয়ে মনোজের কোয়ার্টার-ভাগ্য
|
পৌলমী-মৌমারা আজ নামছেন বাংলার হয়ে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
নির্বাচন নিয়ে রাজ্য সংস্থার ডামাডোল তুঙ্গে। ক্রীড়ামন্ত্রী থেকে প্রাক্তন লোকসভার স্পিকার, নির্বাচনে জড়িয়ে পড়েছেন সবাই। এই আবহের মধ্যেই আজ পাটনায় জাতীয় টেবল টেনিসে খেলতে নামছে বাংলা। পৌলমী ঘটক-মৌমা দাসরা অফিস ছেড়ে পনেরো বছর পর আবার নামছেন বাংলার হয়ে। ব্যক্তিগত বিভাগে পৌলমীর সামনে আবার আট বারের জাতীয় চ্যাম্পিয়ন ইন্দুপুরিকে ছোঁয়ার সুযোগ। চাপে পড়ে যাবেন সে জন্য নিজের রেকর্ড নিয়ে ভাবতে নারাজ পৌলমী। ফোনে ধরা হলে বললেন, “গতবারের চেয়ে এ বার বাংলার মেয়েরা অনেক শক্তিশালী। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাবই। তারপর দেখা যাবে। আর নিজের রেকর্ড নিয়ে ভাবতে গেলে চাপ বেড়ে যাব। তবে এটা বলছি সেরাটা দেওয়ার চেষ্টা করব।” ক্লান্ত থাকায় পৌলমী এবং মৌমা এ দিন অনুশীলন করেননি।
|
সানিয়ার হার দিয়ে শুরু
সংবাদ সংস্থা • সিডনি |
নতুন মরসুমের প্রথম টুর্নামেন্টে নেমে প্রথম রাউন্ডেই বড় ধাক্কা খেলেন সানিয়া মির্জা। জিম্বাবোয়ের কারা ব্ল্যাকের সঙ্গে জুটি বেঁধে ২০১৩ মরসুম সানিয়া শেষ করেছিলেন জাপান এবং চিনে পর পর ডাবলস খেতাব জিতে। কিন্তু আগামী সপ্তাহের অস্ট্রেলীয় ওপেনের আগে এ দিন নিজেদের একমাত্র প্রস্তুতি টুর্নামেন্টে নেমে ছন্দই খুঁজে পেলেন না সানিয়া-কারা। সিডনির আপিয়া আন্তর্জাতিক টুর্নামেন্টের তৃতীয় বাছাই জুটি প্রথম রাউন্ডে ৩-৬, ২-৬ ছিটকে গেলেন ওয়াইল্ড কার্ড পেয়ে নামা জার্মিলা গাজডোসোভা-আলজাত টমজানোভিচের অস্ট্রেলীয়-ক্রোট জুটির কাছে।
|
কেকেআরেই শেষ করতে চান গম্ভীর |
কলকাতা নাইট রাইডার্সের হয়েই কেরিয়ার শেষ করতে চান বলে জানিয়ে দিলেন গৌতম গম্ভীর। ২০১২-য় নাইটদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক বলেছেন, “কেকেআর-কে আমি ভালবাসি। গত তিন বছরে দলটার সঙ্গে আমার সম্পর্ক দারুণ মজবুত হয়ে উঠেছে।” এরই মধ্যে অধিনায়ক ধোনির সঙ্গে গম্ভীরের সম্পর্ক ভাল নয় বলে গুঞ্জন উঠেছে। দিল্লির তারকা নিজে অবশ্য এই জল্পনাকে “উর্বর মস্তিষ্কের কল্পনা,” বলে উড়িয়ে দিচ্ছেন। গম্ভীর বলেছেন, “আমি আগেও বলেছি, আবার বলছি, আমার সঙ্গে এমএস বা বীরু ভাইয়ের কোনও সমস্যা নেই। যুবি আর ভাজ্জির সঙ্গেও কোনও সমস্যা নেই। আমরা সবাই একসঙ্গে এই মুহূর্তে দলে নেই ফর্ম আর ফিটনেস জনিত বিভিন্ন কারণে। এর বেশি কিছু ভেবে নিলে কিন্তু আমাদের প্রত্যেককে অপমান করা হয়।”
পুরনো খবর: নিউজিল্যান্ডের টিমে না থাকার চেয়েও বেশি হতাশ দিল্লিকে নক আউটে তুলতে না পেরে
|
চর্চায় আইপিএল |
বোর্ডের প্রথম সারির কর্তাদের সঙ্গে কথা বলল আইপিএলে স্পট ফিক্সিং তদন্তের দায়িত্বপ্রাপ্ত মুকুল মুদগল কমিটি। শনিবার থেকে সোমবারের মধ্যে বোর্ডের দুই ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল ও অরুণ জেটলির সঙ্গে কথা বলা ছাড়াও বোর্ডের প্রাক্তন প্রেসিডেন্ট আই এস বিন্দ্রার সঙ্গেও বসেছিলেন কমিটির সদস্যরা। এ ছাড়া তাঁরা জিজ্ঞাসাবাদ করেন আইনজীবী রাহুল মেহরাকেও। কমিটির সঙ্গে তাঁদের কী কথা হয়েছে জানতে চাইলে, বিন্দ্রা বলেন, “বিষয়টি যেহেতু বিচারাধীন, যা জানানোর সরাসরি সুপ্রিম কোর্টকেই জানানো হবে।” বোর্ড সূত্রে জানানো হয়েছে, কমিটি এর পরে কলকাতা আসবে। ১৬-১৭ তারিখ কলকাতায় তদন্তের কাজ সেরে কমিটি যাবে বেঙ্গালুরু।
|
একে আদিত্য |
ব্যাডমিন্টনের জুনিয়র বিশ্ব র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসে আলোড়ন ফেলেছেন মধ্যপ্রদেশের ধার শহরের ১৭ বছরের ছেলে আদিত্য জোশী। এই প্রথম ভারতের কোনও পুরুষ ব্যাডমিন্টন প্লেয়ার জুনিয়র বিভাগে বিশ্বের এক নম্বর স্থান দখল করলেন। ২০০১-এ মাত্র পাঁচ বছর বয়সে ব্যাডমিন্টনে হাতেখড়ি হয় আদিত্যের। প্রথম বড় সাফল্য ২০১১-য় রাশিয়ায় রেমেন্সকো জুনিয়র আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা জয়। গত বছরের নভেম্বরেও র্যাঙ্কিং তালিকায় ১১ নম্বরে ছিলেন আদিত্য। কিন্তু ডিসেম্বরে জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ায় মোট ১৮,৭৭৬ র্যাঙ্কিং পয়েন্ট জিতে এক লাফে চলে এসেছেন এক নম্বরে।
|
পাঁচে পূজারা |
আইসিসি-র সদ্য প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে পাঁচ নম্বরে উঠে এলেন চেতেশ্বর পূজারা। দু’ধাপ উন্নতি করে ৮৫১ পয়েন্ট-সহ কেরিয়ারের সেরা র্যাঙ্কিংয়ে পৌঁছলেন তিনি। এ দিন পূজারা আবার বলেছেন, ফিটনেসে উন্নতি করেই তাঁর এই সাফল্য। বলেছেন, “আগে আমি জিমে যেতে ঢিলে দিতাম। এখন অবশ্য ফিটনেসের উপর জোর দিয়ে উপকার পাচ্ছি।” ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেরা দশে নেই আর কেউই। বিরাট কোহলি প্রথম দশ থেকে নেমে গিয়েছেন ১১ নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন অবশ্য এক নম্বর অলরাউন্ডারের স্থানটা দখলে রেখে দিয়েছেন।
|
রাজ্য বডি বিল্ডিং |
‘বঙ্গবীর ২০১৪’ খেতাব জিতে নিলেন হাওড়ার সুজন রায়। ৭০ কিলো বিভাগের উপর দেহসৌষ্ঠব প্রতিযোগিতায় জিতে। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন এবং আদর্শ সংঘের পরিচালনায় রাজ্য বডি বিল্ডিংয়ে এ ছাড়া বিভিন্ন বিভাগে জিতেছেন খড়গপুরের ইন্দ্রনীল মাইতি (৫০ কেজি) হুগলির জগৎজ্যাতি (৫৫ কেজি), সমীরন, উত্তর ২৪ পরগনার গোপাল সাহা (৬৫ কেজি), শেখ মুস্তাক (৭০ কেজি)। |
|