|
|
|
|
সন্তোষ ট্রফি |
টুর্নামেন্টের আগে পদত্যাগ বাংলার কিপার কোচের
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সন্তোষ ট্রফির বল এখনও গড়াল না, তার আগেই বাংলা দল নির্বাচন নিয়ে চূড়ান্ত ডামাডোল। আর তার জেরেই সোমবার পদত্যাগ করে বসলেন গোলকিপার কোচ গৌতম সরকার। যিনি সন্দীপ নন্দীর মতো বহু কিপারকে তারকা বানিয়েছেন। ছিলেন গতবারের আই লিগ চ্যাম্পিয়ন চার্চিলের গোলকিপার কোচও।
আইএফএ-তে পদত্যাগ পত্র জমা দিলেও সরে যাওয়া নিয়ে মুখ খোলেননি গৌতম। জানা গিয়েছে, চিঠিতে ব্যক্তিগত কারণের কথা বলেছেন তিনি। ৩৫ জন নির্বাচিত ফুটবলারের মধ্যে পাঁচ জন কিপার রয়েছেন আপাতত রয়েছেন বাংলা দলে। ডালহৌসির হেমন্ত ঘোষকে দলে নেওয়া নিয়েই সমালোচনার মুখে পড়েন তিনি। টিম ম্যানেজমেন্টের কয়েক জনের সঙ্গে মতবিরোধ হয় তাঁর। গৌতম নিজে অবশ্য বললেন, “কেন পদত্যাগ করেছি বলতে চাই না। শুধু এটুকু বলতে পারি, আইএফএ এর সঙ্গে কোনও ভাবেই জড়িত নয়।”
শুধু সন্তোষ নয়, আই এফ এ শিল্ড নিয়েও সমস্যায় জেরবার বাংলার ফুটবল সংস্থার কর্তারা। লাজং ছাড়া ভিন রাজ্য থেকে শিল্ড খেলার জন্য দলই পাওয়া যাচ্ছে না। বেঙ্গালুরু এফসি এবং গোয়ার দলগুলো আগেই আসবে না জানিয়েছে। এ বার অনিশ্চিত হয়ে পড়ল মুম্বই এফসি-ও। সচিব উৎপল গঙ্গোপাধ্যায় বললেন, “মঙ্গলবারই মুম্বই এফসি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।” জানা গিয়েছে, কুপারেজের উদ্বোধন হওয়ার কথা জানুয়ারির শেষে। এই উপলক্ষে একটি টুর্নামেন্ট করার কথা ভাবছে মুম্বই ফুটবল সংস্থা। সে জন্য খালিদ জামিলের টিমকে শিল্ডে খেলার অনুমতি দিচ্ছে না তারা। ভারতের কোনও টিম শেষ পর্যন্ত না পাওয়া গেলে নেপাল, মায়ানমার বা তাইল্যান্ড থেকে টিম আনার কথাও ভাবছে আইএফএ। বাংলাদেশের দল ছাড়াও আরও একটি বিদেশি দলের নাম এখনও ঠিক হয়নি। ইংল্যান্ড ও দক্ষিণ কোরিয়া মিলে মোট পাঁচটি দল রয়েছে। এর মধ্যে শেফিল্ড ইউনাইটেড কিছুটা এগিয়ে রয়েছে। |
|
|
|
|
|