|
|
|
|
ব্রাজিলে অনিশ্চিত ওয়ালকট |
বিশ্বকাপের দেশকে তুলোধোনা ব্লাটারের
নিজস্ব প্রতিবেদন |
ব্রাজিলের উপর বেজায় চটেছেন সেপ ব্লাটার!
আসন্ন বিশ্বকাপ ফুটবলের প্রস্তুতিতে ঢিলেমির জন্য পেলের দেশকে আজ কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন ফিফা প্রেসিডেন্ট। কোনও রকম রাখঢাকের রাস্তায় না হেঁটে নিজের বিরক্তি সটান প্রকাশ করে দিয়ে ব্লাটার বলেছেন, “বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিল সাত বছর সময় পেয়েছে। ওরা যত সময় পেয়েছে, এর আগে আর অন্য কোনও আয়োজক দেশকে তত সময় দেওয়া হয়নি। তার পরেও কেন নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা হল না, সেটা বুঝছি না। কাজ যে ঢিমেতালে এগোচ্ছে, সেটা সত্যিই দুশ্চিন্তার।”
ব্রাজিলে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ১২ জুন থেকে। খেলা হবে মোট ১২টি স্টেডিয়ামে। ১৩ জুলাই ফাইনাল রিও ডি জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে। বারোটি স্টেডিয়ামের মধ্যে পাঁচটি নতুন। বাকিগুলির প্রায় সব ক’টিরই কিছু না কিছু সংস্কার করা হচ্ছে। সব মিলিয়ে স্টেডিয়ামের কাজ শেষ করার জন্য ফিফা সময়সীমা বেঁধে দিয়েছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ছ’টি স্টেডিয়ামের কাজ সেই সময়সীমার মধ্যে শেষ করতে পারেনি ব্রাজিল। সময়সীমা পেরিয়ে যাওয়ায় ব্রাজিল সরকার তড়িঘড়ি ঘোষণা করেছিল সব কাজ ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করা হবে। কিন্ত সেই ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে ফিফার তরফে জানানো হয় ১৫ এপ্রিল পর্যন্ত সময় চেয়ে নিয়েছে ব্রাজিল।
এর মধ্যে রয়েছে সাও পাওলোর ইতাকেরা এরিনা, যেখানে বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠান হওয়ার কথা। অথচ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে সেই স্টেডিয়ামের কাজ সম্পূর্ণ হবে। সাও পাওলোর নতুন স্টেডিয়ামের নির্মাণ কাজ চলাকালীন গত বছর একাধিক দুঘর্টনা এবং নভেম্বরে দুই কর্মীর মৃত্যু নিয়ে নিরাপত্তা সংক্রান্ত নতুন বিতর্ক দানা বেঁধেছে। পাশপাশি বিশ্বকাপকে কেন্দ্র করে হোটেল, বিমানবন্দর ও রাস্তার যে সব কাজ চলছে সেগুলিও বিশ বাঁও জলে। সব দেখেশুনে ক্ষুব্ধ ব্লাটার এ দিন সাংবাদিকদের বলেন, “মনে হচ্ছে ব্রাজিল এতদিন ঘুমোচ্ছিল। ওরা এই সবে আবিষ্কার করেছে, একটা বিশ্বকাপ আয়োজন করার ঠিক কতটা কঠিন দায়িত্ব। আমার মতে কাজ শুরু করতেই অনেক বেশি দেরি করে ফেলেছে ব্রাজিল।”
ব্লাটারের মতে, দক্ষিণ আফ্রিকা, যাদের বিশ্বকাপের জন্য প্রত্যেকটা কেন্দ্র গোড়া থেকে তৈরি করতে হয়েছিল, তারাও ব্রাজিলের তুলনায় অনেক বেশি তৈরি ছিল। স্বাভাবিক ভাবেই ব্লাটার স্বস্তিতে নেই। তবে তিনি এ দিন স্বীকার করে নিয়েছেন, ব্রাজিল সরকার কথা রেখে সময়ে কাজ শেষ করে ফেলবে বলে ধরে নেওয়া ছাড়া এন্য উপায়ও নেই তাঁর সামনে। বলেছেন, “আমাদের কোনও প্ল্যান বি নেই।”
এ দিকে, বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপে অনিশ্চিত হয়ে পড়লেন ইংল্যান্ডের থিও ওয়ালকট। আর্সেনালের তারকা গোটা ক্লাব মরসুম থেকেই ছিটকে গেলেন। শনিবার টটেনহ্যাম ম্যাচে চোট পান তিনি। |
|
|
|
|
|