নিজ-ভূমিতে ধাক্কা: এফএ কাপের প্রথম রাউন্ডেই হার
স্বপ্নপূরণের স্টেডিয়াম এখন মোয়েসের কাছে দুঃস্বপ্ন
গোটা ফুটবলবিশ্বের কাছে এই স্টেডিয়ামের পরিচিতি ‘থিয়েটার অব ড্রিমস’ নামে। যেখানে স্বপ্ন সৃষ্টি হয়, স্বপ্নপূরণ হয়। কিন্তু সেই ওল্ড ট্র্যাফোর্ডই এখন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নতুন কোচ ডেভিড মোয়েসের কাছে হয়ে উঠেছে দুঃস্বপ্নের মঞ্চ।
প্রিমিয়ার লিগের পরে এ বার এফ এ কাপে হারের স্বাদ পেতে হল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। তাও আবার নিজভূমিতে। সোয়ানসি সিটির কাছে ১-২ হেরে এফ এ কাপের প্রথম রাউন্ডেই বিদায় নিল মোয়েসের ম্যাঞ্চেস্টার। যার পরে আবার প্রশ্নের মুখে চলে এল স্যর অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরির ভবিষ্যৎ। ব্রিটিশ প্রচারমাধ্যমের একটাই প্রশ্ন এখন— আর কত দিন মোয়েসের উপরে আস্থা রাখবেন ক্লাব কর্তারা? এফ এ কাপ থেকে অপ্রত্যাশিত বিদায়ের পরে সমর্থকদের প্রতিবাদের মুখে পড়তে হল মোয়েসকে। টুইটার জুড়ে সমর্থকদের একটাই প্রশ্ন- “আর কত সময় চাইছেন মোয়েস। বড় ক্লাবে এত সময় দেওয়া হয় না কোচকে।”

ছবি: এএফপি।
অবসর নেওয়ার সময় ফার্গুসন বলেছিলেন, “আমি যখন ম্যান ইউয়ে আসি তখন তিন বছর কোনও ট্রফি জিতিনি। তাই মোয়েসের পাশেও দাঁড়াতে হবে সবাইকে। কেউ এক দিনেই সাম্রাজ্য গড়তে পারে না।” কিন্তু এফ এ কাপে বিদায়ের থেকেও ক্লাব কর্তাদের বেশি চিন্তা প্রিমিয়ার লিগ নিয়ে। যেখানে আপাতত সপ্তম স্থানে রয়েছে মোয়েসের দল। মরসুম শেষে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে না পারলে আর্থিক এবং পারফরম্যান্সের দিক দিয়েও বড় ধাক্কা খাবে ম্যান ইউ। গত কয়েক সপ্তাহে সমর্থকরা ফার্গুসনকে আবার অন্তর্বর্তী ম্যানেজার করে ফিরিয়ে আনার দাবি তুললেও, তা আগেই খারিজ করেছিলেন ম্যান ইউ-এর কিংবদন্তি ম্যানেজার। বলেছিলেন, “কেউ যদি বাজি ধরে যে আমি আবার ম্যান ইউয়ে ফিরব তাহলে সে টাকা নষ্ট করবে।”
পাশাপাশি মোয়েস আবার ক্লাব কর্তাদের সাফ জানিয়ে দিলেন যে জানুয়ারিতে কোনও ভাল ফুটবলার সই না করাতে পারলে দলে কোনও ট্রফি আসবে না। “আমি নতুন ফুটবলার সই করাতে চাই। কিন্তু বলে আর লাভ কী। কোনও ভাল ফুটবলার পাব না হয়তো।”
বনাম ওয়েস্ট ব্রমউইচ ১-২
বনাম এভার্টন ০-১
বনাম নিউক্যাসল ইউনাইটেড ০-১
বনাম টটেনহ্যাম হটস্পার ১-২
বনাম সোয়ানসি সিটি ১-২
শুধু মাত্র ম্যান ইউ সমর্থকরা নয়। মোয়েসকে কাঠগড়ায় দাঁড় করালেন ক্লাবের প্রাক্তন তারকা মার্ক বসনিচ। বলেন, “এই মরসুমটা বিপর্যয়ের দিকে এগোচ্ছে। ম্যান ইউ প্রথম চারে শেষ করতে পারবে কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।” সঙ্গে দলবদলের বাজারে ভাল কোনও তারকা সই না করানোই ম্যান ইউকে ডুবিয়েছে, সেই কথা জানিয়ে মার্ক যোগ করেন, “দলবদলের বাজারে কোনও নতুন তারকা সই করাতে না পারাটা সমস্যা হয়ে দাঁড়াল মোয়েসের জন্য। কিন্তু এখনও মোয়েসের হাতে সময় আছে। জানুয়ারিতে কোনও নতুন ফুটবলার যদি সই করাতে পারে।”
নতুন বছরে এখন একটাই প্রশ্ন তাড়া করছে ম্যাঞ্চেস্টার সমর্থকদের।
আদৌ ম্যান ইউ-এর ভাগ্যের চাকা ঘুরবে না ফার্গুসন-উত্তর যুগে ট্রফির খরা থেকেই যাবে?




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.