কোচ লেম্যানকে কৃতিত্ব দিচ্ছেন ওয়াটসন
হোটেলের ঘরে তরুণীকে ডেকে নতুন বিতর্কে পানেসর
অ্যাসেজের সাফল্যে অস্ট্রেলিয়া যখন উৎসবে ব্যস্ত, ইংল্যান্ড বিদ্ধ নিত্যনতুন বিতর্কে।
এ বার বিতর্কের মধ্যমণি স্পিনার মন্টি পানেসর। মেলবোর্নে চতুর্থ টেস্টে হারের পর কয়েক ঘণ্টার মধ্যেই যিনি এক মার্কিন তরুণীকে হোটেলের ঘরে ডেকে পাঠিয়েছিলেন বলে অভিযোগ। তরুণী সেই খবর ব্রিটিশ মিডিয়ায় ফাঁস করে দেওয়ার পর যা নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
অ্যালিসন নামের ওই তরুণীর সঙ্গে একটি ডেটিং ফোন অ্যাপে আলাপ হওয়ার পর পানেসর নাকি তাঁকে বলেন, টিমের বারণ থাকায় বাইরে কোথাও দেখা করা যাবে না। তাই তিনি সরাসরি হোটেলে আসার প্রস্তাব দেন বছর কুড়ির ওই তরুণীকে। সঙ্গে এও জানান, তিনি মার্কিন মহিলাদের কতটা পছন্দ করেন। অ্যালিসন শেষ পর্যন্ত পানেসরের ঘরে যাননি। “আমি ক্রিকেট নিয়ে কথা বলতে চাইলেও মন্টির আগ্রহ ছিল শুধু আমাকে হোটেলে নিয়ে যাওয়ার দিকেই। ওর সঙ্গে কোনও জনবহুল জায়গায় দেখা করতে পারতাম। কিন্তু এ ভাবে দেখা করতে চাইনি,” বলেন অ্যালিসন।
কয়েক মাস আগে একটি পানশালায় ঝামেলা করার পর মন্টি গ্রেফতার হয়েছিলেন একটি ক্লাবে বাউন্সারের গায়ে মূত্রত্যাগ করার জন্য। তাঁর ক্লাব নর্দাম্পটনশায়ার তাঁকে সাসপেন্ড করে এই ঘটনার পর। অ্যাসেজে মন্টির দলে আসা নিয়েও তাই অনেকেই অবাক হয়েছিলেন। তবে মেলবোর্নের পর শেষ টেস্টে পানেসর বাদ পড়েন। সেই বাদ পড়ার পিছনে পারফরম্যান্স না বিশৃঙ্খলা, তা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। পানেসর বা ইংল্যান্ড টিমের পক্ষ থেকে অবশ্য কিছু বলা হয়নি।
দুটো টিমের এই অবস্থান অবশ্য এক বছর আগেও ছিল ঠিক উল্টো। অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস ছিল তলানিতে। আর অ্যালিস্টার কুকের নেতৃত্বে টানা টেস্ট সিরিজ জয়ের আত্মবিশ্বাসে ফুটছিল ইংল্যান্ড। কোচ-প্লেয়ারদের অন্তর্দ্বন্দ্বে ক্রমশ অজিদের অন্ধকারে তলিয়ে যাওয়া রোখা যাচ্ছিল না। বিতর্কে দমবন্ধ হওয়ার উপক্রম হয়েছিল টিমের। কয়েক মাসের মধ্যেই সেই ব্যর্থতার ছাই থেকে মাথা তুলে দাঁড়িয়েছেন ক্লার্করা। অ্যাসেজে অস্ট্রেলিয়ার এই ঝলমলে উত্থানের কারণ কী?
তৃপ্তির ঘুম ওয়ার্নারের

সিডনির বাড়িতে সঙ্গী অ্যাসেজ আধারের রেপ্লিকা এবং ব্যাগি গ্রিন। ছবি: গেটি ইমেজেস।
শেন ওয়াটসনের মতে জাদুকর আর কেউ নন, কোচ ডারেন লেম্যান। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মানসিকতাই নাকি তিনি বদলে দিয়েছেন। ওয়াটসনের আরও উচ্ছ্বাসের কারণ লেম্যানের সঙ্গে তাঁর মতের মিল। এর আগের অজি কোচ মিকি আর্থারের সঙ্গে যেটা একেবারেই ছিল না। আর্থারের সঙ্গে ওয়াটসনের মতবিরোধ এতটাই চরমে ওঠে যে মিকি তাঁকে ভারত সফরে এক টেস্টের জন্য সাসপেন্ডও করেছিলেন শৃঙ্খলাভঙ্গের জন্য। ওয়াটসনও পত্রপাঠ দেশে ফেরার কথা জানিয়ে তখন বলেছিলেন, টেস্টে আর নামবেন কি না সেটা নিয়ে ভাবছেন।
সে সব দুঃস্বপ্ন এখন অতীত। রবিবার শেষ অ্যাসেজ টেস্টে জয়ের স্বাদটা তাই এত মধুর ওয়াটসনের কাছে, “অনেক চ্যালেঞ্জের সামনে পড়লেও নিজের বিশ্বাসের উপর আস্থা কখনও হারায়নি। সেটা খুব কাজে দিয়েছে। খারাপ সময়টা জানলার বাইরে ছুড়ে ফেলা গিয়েছে। ডারেন লেম্যান কোচের দায়িত্ব নেওয়ার এক দিনের মধ্যেই সব পাল্টে যেতে শুরু করে।”
ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার আবার বলেছেন অ্যাসেজের হারের পরও ইংল্যান্ডের ব্যথা শেষ হয়নি। দলে পরিবর্তন এনে নতুন করে শুরু করতে চান তিনি। যদিও ঠিক কী পরিবর্তন করতে চাইছেন সেটা ভাঙেননি ফ্লাওয়ার। তবে ব্রিটিশ মিডিয়ায় জল্পনা চলছে গোটা সিরিজে চরম ব্যর্থ কেভিন পিটারসেনের উপর কোপ পড়তে পারে।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.