‘দলে খুনে মানসিকতা আনতে কি
সতীর্থদের ঘাড়ে এ কে-৪৭ ধরব’
কটা খারাপ সেশনই দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট সিরিজ হারের কারণ বলে মনে করেন মহেন্দ্র সিংহ ধোনি। আরও স্পষ্ট করে বললে ডারবানে দ্বিতীয় টেস্টের একটা খারাপ সেশনই ভারতকে ০-১ ডুবিয়েছে, দেশে ফেরার পর সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জাতীয় অধিনায়ক।
“দক্ষিণ আফ্রিকায় আমাদের কঠিন সময় গিয়েছে। ডারবান টেস্টের আগে অবশ্য আমারা খুব খারাপ খেলছিলাম না। কিন্তু ওই টেস্টের একটা সেশনই খুব খারাপ খেলায় সিরিজটাই হারতে হয়েছে। অথচ তার আগে এই টেস্ট সিরিজে আমরা বেশ কয়েকটা সেশন বেশ ভাল খেলেছি,” দাবি ধোনির। ২০১২ ইংল্যান্ড সফর থেকে ধরলে ধোনির টিম ইন্ডিয়া বিদেশে টানা তিনটে টেস্ট সিরিজই শুধু হারেনি, দশটার মধ্যে ন’টা টেস্ট হেরেছে। বিদেশের মাঠে এই ব্যর্থতার ধারাটা কবে কমবে? ধোনির ব্যাখ্যা, “জানি, এটা আমাদের বদলাতেই হবে। তবে সেটা এক দিনে হবে না। এটা একটা ‘প্রসেস’। তার জন্য আমাদের বেশি বিদেশের মাঠে খেলতে হবে। বিদেশে যত খেলব, ততই উন্নতি করব।”
সাংবাদিকদের থেকে ধোনির দিকে ফের ‘বাউন্সার’ উড়ে গেল, আমাদের বোলাররা দেশে ভাল বল করেন। বিদেশে গেলেই খেই হারিয়ে ফেলেন কেন? ঠান্ডা গলায় ধোনির জবাব, “ওরা এ দেশের উইকেটে বল করেই বড় হয়। সে জন্যই বলছি, ভারতীয় দল যত বেশি বাইরে গিয়ে খেলবে, দলের বোলাররাও তত উন্নতি করবে। দেশের চেনা উইকেটে ওরা বিপক্ষের কুড়ি উইকেট তুলতে পারে। বাইরে সেটা পারে না কারণ, বিদেশের উইকেটে ঠিক ‘ডেক হিট’ করে বোলিং করতে পারে না। সেটার জন্য ওদের আরও নিবিড় অনুশীলনের দরকার।”
সুনীল গাওস্কর সম্প্রতি বলেছেন, বিদেশ সফরে গেলেই যেন ভারতীয় ক্রিকেট দলের মধ্যে ‘কিলার ইন্সটিঙ্কট্’ হারিয়ে যায়। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের মন্তব্য নিয়ে ভারত অধিনায়কের প্রতিক্রিয়া জানতে চাইলে ধোনি রাগত ভঙ্গিতে বলেন, “জানি না। কিলার ইন্সটিঙ্কট্-এর জন্য কি আমার দলের ক্রিকেটারদের ঘাড়ে এ কে- ফর্টি সেভেন চেপে ধরব?”

‘ক্যাপ্টেন’-এর হাতে যখন অন্য স্টিয়ারিং। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ধোনি। সোমবার।
গত বছরের গোড়ায় অস্ট্রেলিয়া সফরে ০-৪ টেস্ট সিরিজ হারার পর ‘ক্লান্তি’-র জন্য ক্রিকেটের যে কোনও একটা ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ধোনি। কিন্তু এ দিন বুঝিয়ে দিলেন, সে সব চিন্তাটিন্তা এখন অতীত। ধোনি বলে দিচ্ছেন, “সত্যিই তখন সে রকম ভাবনা আমার ছিল। কিন্তু এখন ২০১৫ বিশ্বকাপের আর এক বছরের একটু বেশি দেরি আছে। এত অল্প সময়ের মধ্যে ভারতীয় দলে নিজের একজন বিকল্প তৈরি করে নেওয়া মুশকিল। তা ছাড়া এখন আমার শরীর-স্বাস্থ্য তো ঠিকই যাচ্ছে। তাই ও রকম কোনও ভাবনা আপাতত নেই। যদিও পরে কী হবে জানি না।” কিন্তু ২০১৫ বিশ্বকাপ খেলার জন্য একটা সময় আপনার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ভাবনার কথাই বলা হচ্ছে! “বললাম তো ভাই, আপাতত সেটা নিয়েও কোনও ভাবনা আমার নেই । পরের কথা পরে ভাবা যাবে,” বলেন ধোনি।

ছবি: পিটিআই।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.