একটা খারাপ সেশনই দক্ষিণ আফ্রিকায় ভারতের টেস্ট সিরিজ হারের কারণ বলে মনে করেন মহেন্দ্র সিংহ ধোনি। আরও স্পষ্ট করে বললে ডারবানে দ্বিতীয় টেস্টের একটা খারাপ সেশনই ভারতকে ০-১ ডুবিয়েছে, দেশে ফেরার পর সোমবার প্রথম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জাতীয় অধিনায়ক।
“দক্ষিণ আফ্রিকায় আমাদের কঠিন সময় গিয়েছে। ডারবান টেস্টের আগে অবশ্য আমারা খুব খারাপ খেলছিলাম না। কিন্তু ওই টেস্টের একটা সেশনই খুব খারাপ খেলায় সিরিজটাই হারতে হয়েছে। অথচ তার আগে এই টেস্ট সিরিজে আমরা বেশ কয়েকটা সেশন বেশ ভাল খেলেছি,” দাবি ধোনির। ২০১২ ইংল্যান্ড সফর থেকে ধরলে ধোনির টিম ইন্ডিয়া বিদেশে টানা তিনটে টেস্ট সিরিজই শুধু হারেনি, দশটার মধ্যে ন’টা টেস্ট হেরেছে। বিদেশের মাঠে এই ব্যর্থতার ধারাটা কবে কমবে? ধোনির ব্যাখ্যা, “জানি, এটা আমাদের বদলাতেই হবে। তবে সেটা এক দিনে হবে না। এটা একটা ‘প্রসেস’। তার জন্য আমাদের বেশি বিদেশের মাঠে খেলতে হবে। বিদেশে যত খেলব, ততই উন্নতি করব।”
সাংবাদিকদের থেকে ধোনির দিকে ফের ‘বাউন্সার’ উড়ে গেল, আমাদের বোলাররা দেশে ভাল বল করেন। বিদেশে গেলেই খেই হারিয়ে ফেলেন কেন? ঠান্ডা গলায় ধোনির জবাব, “ওরা এ দেশের উইকেটে বল করেই বড় হয়। সে জন্যই বলছি, ভারতীয় দল যত বেশি বাইরে গিয়ে খেলবে, দলের বোলাররাও তত উন্নতি করবে। দেশের চেনা উইকেটে ওরা বিপক্ষের কুড়ি উইকেট তুলতে পারে। বাইরে সেটা পারে না কারণ, বিদেশের উইকেটে ঠিক ‘ডেক হিট’ করে বোলিং করতে পারে না। সেটার জন্য ওদের আরও নিবিড় অনুশীলনের দরকার।”
সুনীল গাওস্কর সম্প্রতি বলেছেন, বিদেশ সফরে গেলেই যেন ভারতীয় ক্রিকেট দলের মধ্যে ‘কিলার ইন্সটিঙ্কট্’ হারিয়ে যায়। কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের মন্তব্য নিয়ে ভারত অধিনায়কের প্রতিক্রিয়া জানতে চাইলে ধোনি রাগত ভঙ্গিতে বলেন, “জানি না। কিলার ইন্সটিঙ্কট্-এর জন্য কি আমার দলের ক্রিকেটারদের ঘাড়ে এ কে- ফর্টি সেভেন চেপে ধরব?” |
‘ক্যাপ্টেন’-এর হাতে যখন অন্য স্টিয়ারিং। নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে ধোনি। সোমবার। |