গোল করে বুধবার ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখছেন জেমস মোগা।
কালীঘাট এম এসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচ খেলতে নামার আটচল্লিশ ঘণ্টা আগে লাল-হলুদের স্ট্রাইকার বলে দিলেন, “আমি স্ট্রাইকার। আমার কাজ গোল করা। বুধবার গোল করে ইস্টবেঙ্গলকে কলকাতা লিগ জেতাতে পারলে সবথেকে খুশি হব। যে কোনও স্ট্রাইকারই গোল করে দলকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখে। আমিও দেখি।”
এক দিন আগেই ইউনাইটেডের সঙ্গে বিশ্বমানের গোল করেছেন। তা তিনি উৎসর্গ করেছিলেন ক্লাবের সেই সমর্থকদের, যাঁরা গ্যালারি থেকে এত দিন ‘মোগা গো ব্যাক’ বলছিলেন চিৎকার করে। “ইউনাইটেডের সঙ্গে গোলটা আমার কেরিয়ারের অন্যতম সেরা গোল। গোল করলে স্ট্রাইকারদের আত্মবিশ্বাস বাড়ে,” বলছিলেন লাল হলুদের দক্ষিণ সুদানের তারকা। বুধবারের ম্যাচে ড্র করলেই কলকাতা লিগ ইস্টবেঙ্গলের। আর যদি চ্যাম্পিয়ন হওয়ার ম্যাচে গোল করেন, তা হলে সেটা কাকে উৎসর্গ করবেন? বিতর্কিত ফুটবলারটি বললেন, “আগে তো গোল করি।”
লালকার্ডের জন্য নেই হরমনজিৎ খাবরা। চোটের জন্য ভাসুম নেই। এই অবস্থায় চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলতে নামবে আর্মান্দো কোলাসোর দল। ফেড কাপের আগে ঘরোয়া লিগ জিততে পারলে সেটা ইস্টবেঙ্গলকে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করেন মোগাও। “আমাদের সামনে ফেডারেশন কাপ তো আছেই। কালীঘাট ম্যাচ জিতে কলকাতা লিগ খেতাব নিশ্চিত করে নিতে পারলে মোহনবাগানের সঙ্গে অনেক চাপমুক্ত হয়ে খেলা যাবে। ফেড কাপেও আত্মবিশ্বাস নিয়ে খেলতে যেতে পারব।” পুণে এফ সি-র জার্সি পরে ঘরোয়া লিগ জিতলেও কলকাতায় এসে প্রথম মরসুমেই ট্রফির স্বাদ পেতে চাইছেন মোগা। লাল-হলুদ স্ট্রাইকারের মন্তব্য, “ভারতীয় ফুটবলে আগেও ট্রফি জিতেছি আমি। কিন্তু কলকাতায় প্রথম মরসুমে লিগ জেতাটা অবশ্যই আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।” সঙ্গে তিনি যোগ করেন, “খেতাব জয়ের আনন্দ অবশ্য আমার ব্যক্তিগত নয়। গোটা দলের জন্য এটা একটা বিশেষ মুহূর্ত হবে।”
কিন্তু কলকাতা লিগ জেতার স্বপ্নের পাশাপাশি ফেড কাপের কথাও ভাবতে শুরু করেছেন মোগা। বললেন, “কলকাতা লিগ জেতাটা সাফল্যের প্রথম ধাপ। ভুলে গেলে চলবে না কয়েক দিনের মধ্যেই ফেডারেশন কাপ আছে। ওখানে আরও কঠিন প্রতিপক্ষ থাকবে।” পাশাপাশি মোগার আশা আই লিগও এ বার জিততে পারে ইস্টবেঙ্গল। “বহু দিন ইস্টবেঙ্গল আই লিগ জেতেনি। সমর্থকরা সবাই চাইছে ওটা আমরা পাই। ”
মোগা তো সব ট্রফিই মুঠোয় চাইছেন। সেটাই স্বাভাবিক। দেখার তাঁর স্বপ্ন কোথায় গিয়ে থামে? |