ভাড়া নিয়ে বচসার পরে উচিত শিক্ষা দিতেই যাত্রী তরুণীকে ট্যাক্সিতে তুলে এলাকা ছেড়ে চম্পট দিতে চেয়েছিলেন ধৃত ট্যাক্সি চালক উমেশ প্রসাদ যাদব। পুলিশের দাবি, তাঁদের জেরার মুখে ওই চালক জানিয়েছেন, অপহরণের কোনও উদ্দেশ্য ছিল না তাঁর। তিনি চেয়েছিলেন, ফাঁকা এলাকা দেখে ওই তরুণীকে নামিয়ে দেবেন। যাতে রাতের পথে কোনও ট্যাক্সি না পেয়ে অপদস্থ হন ওই তরুণী। ধৃত চালকের ওই বক্তব্যকে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে উমেশপ্রসাদ যাদবকে পেশ করা হলে আদালত তাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, বুধবার, ১ জানুয়ারির রাতে পরিবারের সঙ্গে পার্ক স্ট্রিটে গিয়েছিলেন বেহালার বাসিন্দা বছর আঠাশের এক তরুণী। তিনি পুলিশকে জানিয়েছেন, বেহালার বাড়িতে ফেরার জন্য পার্ক স্ট্রিটের একটি মোবাইল বিপণির সামনে ট্যাক্সি ধরার চেষ্টা করছিলেন তিনি। খালি একটি ট্যাক্সি দেখে সেটাকে দাঁড় করিয়ে উঠে পড়েন। ওই তরুণীর অভিযোগ, বেহালা যাবে শুনেই ট্যাক্সিচালক ৫০ টাকা বেশি ভাড়া দাবি করেন। তা দিতে অস্বীকার করেন তিনি।
পুলিশ জানায়, পরিবারের অন্য সদস্যেরা ট্যাক্সিতে ওঠার আগেই চালক উমেশ ওই তরুণীকে নিয়ে মল্লিকবাজারের দিকে গাড়ি ছুটিয়ে দেন। চোখের সামনে মেয়েকে নিয়ে ট্যাক্সি চম্পট দিলে পরিবারের সদস্যরা চিৎকার করতে করতে ট্যাক্সির পিছনে ধাওয়া করেন। ওই তরুণী বৃহস্পতিবার অভিযোগ করেন, ভাড়া বেশি দিতে অস্বীকার করায় ট্যাক্সিচালক তাঁকে নিয়ে জোরে গাড়ি ছুটিয়ে দেয়। তিনি বলেন, “আমাকে ওই চালক হিন্দিতে বলে, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই।” ওই তরুণী আরও বলেন, “আমি ট্যাক্সির জানালা দিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকি। কিন্তু চালক কোনও মতেই ট্যাক্সি থামায়নি।”
তিনি আরও জানান, তাঁকে নিয়ে ট্যাক্সিটি দ্রুত বেরিয়ে যাচ্ছে দেখে তাঁর ভাই কিছুটা দৌড়ে গিয়ে চালককে বাধা দেওয়ার চেষ্টা করেন। চলন্ত অবস্থাতেই চালক তাঁর ভাইয়ের জামার কলার ধরে টানতে টানতে নিয়ে যান বলেও ওই তরুণীর অভিযোগ।
এর পরে পার্ক স্ট্রিট এবং রডন স্ট্রিটের সংযোগস্থলে দুই পঞ্জাবি প্রৌঢ় ট্যাক্সিটিকে আটকান। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে চালক-সহ ট্যাক্সিটিকে আটক করে। ওই তরুণীর দাবি, বছরের প্রথম দিনে পার্ক স্ট্রিটে প্রচুর পুলিশ থাকাতেই তিনি নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন। তবে ওই জায়গায় ট্যাক্সি’কে আটকাতে না পারলে কী হত, সে ভেবে এখনও শিউরে উঠছেন তিনি।
পুলিশ অবশ্য জানিয়েছে, ওই তরুণীর ভাই এবং মা পার্ক স্ট্রিট এবং উড স্ট্রিটের সংযোগস্থলে কর্তব্যরত পুলিশকর্মীদের পুরো ঘটনা জানান। পুলিশকর্মীরা চালক-সহ ট্যাক্সিটি আটকে ওই তরুণীকে উদ্ধার করে। পরে অভিযুক্ত চালক উমেশকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, ধৃত চালক ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন। তবে উমেশ পুলিশকে জানিয়েছেন, ওই তরুণী জোর করে গাড়িতে ওঠায় তিনি তাঁকে ফাঁকা জায়গায় নামিয়ে উচিত শিক্ষা দিতে চেয়েছিলেন। |