দুই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা |
শহরে দু’টি পৃথক ঘটনায় দুই যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে প্রথম ঘটনাটি ঘটে শ্যামপুকুর থানা এলাকায়। অন্যটি ঘটে দুপুরে, ঠাকুরপুকুর থানা এলাকায়। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৬টা নাগাদ শ্যামপুকুর থানা এলাকার রামধন মিত্র লেনে ল্যাম্পপোস্ট থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আর জি কর হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃতের নাম শিবলাল যাদব (২৫)। তিনি স্থানীয় বাসিন্দা। পুলিশের অনুমান, মানসিক অবসাদের জেরেই শিবলাল আত্মঘাতী হয়েছেন। এ দিনই দুপুরে ঠাকুরপুকুর থানার গ্রিনপার্ক এলাকায় নিজের বাড়ি থেকে মেলে এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম দীপবন্ধু মণ্ডল (২১)। পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট মেলেনি। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। |
ব্যাঙ্কের কোটি টাকা বাঁচালেন দোকানদার |
এক দোকানদারের জন্য রক্ষা পেল একটি বেসরকারি ব্যাঙ্কের এক কোটি ১৫ লক্ষ টাকা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেক পূর্ব থানা এলাকায়। পুলিশ জানায়, কাঁকুড়গাছি এলাকার একটি এটিএমে টাকা ভরার পরে পাঁচ নম্বর সেক্টরের দিকে যাচ্ছিলেন ওই ব্যাঙ্কের কর্মীরা। গাড়িতে রাখা দু’টি ট্রাঙ্কের একটিতে ছিল এক কোটি ১৫ লক্ষ টাকা। অন্যটি ফাঁকা ছিল। সল্টলেক পূর্ব থানা এলাকা দিয়ে যাওয়ার সময় গাড়ির পিছনের দরজা কোনও ভাবে খুলে ট্র্যাঙ্ক দু’টি পড়ে যায়। রাস্তায় ট্রাঙ্ক পড়ে থাকতে দেখে দ্রুত সল্টলেক পূর্ব থানায় খবর দেন সুভাষচন্দ্র পাল নামে এলাকার এক দোকানদার। ঘটনাস্থলে যায় পুলিশ। তত ক্ষণে ওই ব্যাঙ্ককর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে ফিরে গিয়েছেন। পরে থানায় গিয়ে ওই কর্মীরা ট্রাঙ্ক দু’টি ফেরত নিয়ে যান। |
পার্ক স্ট্রিটে ট্যাক্সিতে তরুণী অপহরণের চেষ্টা |
ইংরেজি নববর্ষের প্রথম রাতেই পার্ক স্ট্রিট থেকে এক তরুণীকে ট্যাক্সিতে তুলে অপহরণের চেষ্টার অভিযোগে চালককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম উমেশ প্রসাদ। বুধবার আত্মীয়দের নিয়ে পার্ক স্ট্রিটে বেড়াতে আসেন বেহালার ওই তরুণী। রাত সাড়ে ৯টা নাগাদ বাড়ি ফেরার জন্য সঙ্গীদের দাঁড় করিয়ে ট্যাক্সি ধরার চেষ্টা করছিলেন তিনি। অভিযোগ, তরুণী একটি ট্যাক্সিতে উঠে সঙ্গীদের ডাকা মাত্রই চালক ৫০ টাকা বেশি ভাড়া দাবি করে। তরুণী রাজি হননি। বচসার মধ্যেই চালক হঠাৎ মল্লিকবাজারের দিকে ট্যাক্সি ছুটিয়ে দেয়। তরুণীর চিৎকার শুনে তাঁর ভাই ধাওয়া করেন। দৌড়ন অন্য লোকজনও। ট্যাক্সি ধরা পড়ে।
|
এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে সেনাবাহিনীর এক জওয়ান গ্রেফতার হয়েছে। মঙ্গলবার রাতে, জওহরলাল নেহরু রোড থেকে। ধৃতের নাম মুকেশ সিংহ। পুলিশ জানায়, অভিযোগকারিণী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তাঁর বাড়ি ক্রিক রো-তে। তরুণীর অভিযোগ, মঙ্গলবার জওহরলাল নেহরু রোডে জীবনদীপের সামনে মুকেশ তাঁর শ্লীলতাহানি করেন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত জওয়ান গঢ়বাল রেজিমেন্টের। বর্তমানে তিনি সেনাবাহিনীর বেঙ্গল এরিয়া-র সদর দফতরে কর্মরত।
|
নিউ টাউনের ইকো পার্কে বুধবার বিকেলে একটি পরিত্যক্ত টিফিন কৌটোকে ঘিরে বোমাতঙ্ক ছড়ায়। পুলিশ জানায়, ভিআইপি গেটের সামনে কৌটোটি পড়ে থাকতে দেখে বেড়াতে আসা লোকজনই পুলিশে খবর দেন। বছরের প্রথম দিনে ইকো পার্কে ভিড় ছিল ভালই। পুলিশ জায়গাটি ঘিরে বম্ব স্কোয়াডকে ডাকে। কৌটোয় ছিল মাংসের হাড়। |