লাগামহীন ইউনিয়নবাজি এ বার রেসের ট্র্যাকেও। তা-ও আবার ছুটন্ত ঘোড়ার সামনে!
বুধবার সবে শুরু হয়েছে বছরের প্রথম ঘোড়দৌড়। কিছু ক্ষণের মধ্যে ছুটন্ত ঘোড়াদের মাঝেই মাঠে নেমে পড়লেন এক দল লোক। হাতে একটি শ্রমিক সংগঠনের পতাকা। এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন দর্শক থেকে কর্তারা। এই বুঝি ঘটে গেল বিপদ, আঁচ করে খবর গেল পুলিশেও। তবে ওস্তাদ জকিরা তার মধ্যেই ঘোড়াগুলিকে সামলে নেওয়ায় কোনও অঘটন ঘটেনি। পরে পুলিশ এসে ৯৭ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে রেসের মাঠ থেকে।
কী হয়েছিল এ দিন?
পুলিশ জানিয়েছে, এ দিন কংগ্রেসের শ্রমিক সংগঠন, আইএনটিইউসি-র এক দল কর্মী-সমর্থক এ দিন বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন। তার মধ্যে রেসকোর্সেরও কয়েক জন কর্মী ছিলেন। বছরের প্রথম ঘোড়দৌড় শুরু হওয়া মাত্রই দলবল নিয়ে ঢুকে পড়েন তাঁরা। খবর পেয়ে হেস্টিংস থানার পুলিশ ঘটনাস্থলে যায়। গ্রেফতার করে আনা হয় বিক্ষোভকারীদের। রাতে অবশ্য ধৃতদের জামিনে ছেড়ে দেওয়া হয়। |
লালবাজার সূত্রে খবর, এ দিনের ঘটনার সময়ে হাজির না থাকলেও এর পিছনে রয়েছেন রাকেশ সিংহ নামে এক কংগ্রেসের শ্রমিক-নেতা। এ দিনের বিক্ষোভকারীরা সংগঠনে তাঁরই অনুগামী বলে পরিচিত। চিড়িয়াখানার শ্রমিক নেতা রাকেশ সিংহের বিরুদ্ধে অবশ্য এর আগেও নানা অভিযোগ উঠেছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, রেসকোর্সে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি-র একটি ইউনিয়ন রয়েছে। সেখানে রাকেশের বিরোধী গোষ্ঠীর নেতারা রয়েছেন। ওই ইউনিয়নে নিজের ক্ষমতা জাহির করার জন্যই এ দিন দলবল নিয়ে বিক্ষোভ দেখাতে যান।
আইনের বিচারে বিষয়টি জামিনযোগ্য হলেও রেসকোর্সের কর্তারা অবশ্য বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন। তাঁরা জানাচ্ছেন, প্রতিযোগিতায় ঘোড়ারা যে গতিতে ছোটে, তাতে হঠাৎ সামনে কেউ চলে আসলে বড় বিপদের আশঙ্কা থাকে। রেসকোর্সের ভাইস প্রেসিডেন্ট রবিন কর্নার জানিয়েছেন, এ দিন মোট ন’টি দৌড় ছিল। প্রথম দৌড়ে ৪৫ মিনিট ব্যাঘ্যাত ঘটলেও বাকি দৌড়গুলি নির্বিঘ্নেই হয়েছে।
তবে রেসকোর্সের ইতিহাসে বছরের প্রথম দৌড়টির একটি আলাদা মর্যাদা রয়েছে। তাতে এমন ব্যাঘ্যাত ঘটানোয় অনেকে বেশ চটেও গিয়েছেন। খোদ আইএনটিইউসি-র কার্যকরী সভাপতি রমেন পাণ্ডেও বছরের প্রথম দৌড়ে ব্যাঘাত ঘটা নিয়ে বিব্রত। তিনি বলেন, “ঘটনাটি আমার জানা নেই। তবে এমন ঘটে থাকলে, খুবই দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করা হয়েছে।” |