গাড়ি থেকে দু’টি বাতানুকূল যন্ত্র চুরি করে পালাল দুষ্কৃতীরা। বুধবার রাতে ওয়াটগঞ্জ থানা এলাকার ঘটনা। বৃহস্পতিবার অভিযোগ পাওয়ার পরে তদন্তে নামলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
ঠিক কী ঘটেছিল?
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে অরফ্যানগঞ্জ রোডের বাসিন্দা রাজেশকুমার সিংহ নিজের বাড়ির সামনে তাঁর একটি টাটা ৪০৭ ম্যাটাডর দাঁড় করিয়ে রেখেছিলেন। ওই গাড়িতেই বাতানুকূল যন্ত্র দু’টি ছিল। বৃহস্পতিবার সকালে উঠে তিনি দেখেন, গাড়িতে থাকা দু’টি যন্ত্রই খোয়া গিয়েছে। এর পরেই স্থানীয় ওয়াটগঞ্জ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বুধবার রাত দেড়টা পর্যন্ত গাড়িতে বাতানুকূল যন্ত্র দু’টি দেখেছিলেন রাজেশ। এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে তিনি গাড়ির কাছে গিয়ে যান। তখনই চুরির ঘটনা তাঁর নজরে আসে।
তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ওই এলাকায় বেশ কিছু মাদকাসক্তের উপদ্রব রয়েছে। কিন্তু তারা গাড়ি থেকে দু’টি যন্ত্র চুরি করেছে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ। তদন্তকারীদের একাংশ বলছেন, এই ঘটনার পিছনে বড় চুরি চক্রের হাত থাকতে পারে।
এ ব্যাপারে বন্দর ডিভিশনের এক পুলিশকর্তা জানিয়েছেন, এই ধরনের চোরাই জিনিসপত্র কোথায় বিক্রি করা হয়, তার তালিকা ধরে খোঁজ শুরু হয়েছে। ওই এলাকায় কোন চক্র কাজ করতে পারে, তা-ও খতিয়ে দেখা শুরু করেছেন তদন্তকারী অফিসারেরা। |