শ্লীলতাহানির ঘটনায় ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা |
কড়েয়া থানা এলাকায় এক তরুণী গৃহবধূর শ্লীলতাহানির ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেফতার হল। ধৃতের নাম ছোট্টু। বৃহস্পতিবার ভোরে তাকে কড়েয়া এলাকা থেকে ধরা হয়। রবিবার রাতে ওই ঘটনায় পুলিশ আগেই সাজিদ নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছিল। পুলিশ জানায়, রবিবার রাতে লেক গার্ডেন্স বাপের বাড়ি থেকে কড়েয়ায় শ্বশুরবাড়িতে ফিরছিলেন স্বামীর সঙ্গে ওই গৃহবধূ। ওই গৃহবধূর অভিযোগ, বাড়ির সামনে অটো থেকে নামতেই চার যুবক তাঁদের ঘিরে ধরে অশ্লীল কটূক্তি করে। পরে আচমকা তাঁর গায়ে হাত দেয়। প্রতিবাদ করায় গৃহবধূর স্বামীকে মারধরও করে ওই যুবকেরা। রাতেই কড়েয়া থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করেন ওই দম্পতি। বুধবার ওই দম্পতি পুলিশের কাছে আরও অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে ব্রড স্ট্রিট ও রাইফেল রেঞ্জ রোডের সংযোগস্থলে তাঁদের মেরে ফেলার হুমকি দেয় এলাকার কয়েক জন দুষ্কৃতী। ওই ঘটনার তদন্ত শুরু করলেও পুলিশ অবশ্য বৃহস্পতিবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
পুরনো খবর: শ্লীলতাহানির আতঙ্কের মধ্যেই হামলা কড়েয়ায়
|
পুকুর থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টে নাগাদ ঘটনাটি ঘটেছে ৫৬ নম্বর সাউথ তপসিয়া রোডে। পুলিশ জানিয়েছে, মৃত শাহজাহান আহমেদ ওরফে টাব্বু (২০) ওই এলাকারই বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক। পুলিশ জানায়, এ দিন টাব্বু তপসিয়া থানা এলাকায় জোড়া মাজারের কাছে ওই পুকুরে পড়ে গেলে স্থানীয়েরাই পুলিশে জানান। তপসিয়া থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করে। ওই যুবকের দেহে আঘাতের চিহ্ন মেলেনি বলে পুলিশ সূত্রের খবর। তবে ওই যুবক হঠাৎ পুকুরে পড়ে গেলেন কেন, জানতে দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
গরিব ও অনুন্নত শ্রেণির কচিকাঁচাদের পড়াশোনায় সহায়তা করতে লিভার ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গের সঙ্গে কাজ করতে চায় সৌমিত্স ওয়ার্ল্ড ফাউন্ডেশন নামে একটি সংস্থা। বৃহস্পতিবার ওই সংস্থার কর্ণধার, প্রবাসী অধ্যাপক সৌমেন ঘোষ বলেন, “২৫-৩০ জন ছাত্র এবং এক জন শিক্ষককে নিয়ে স্কুল গড়তে চায় আমাদের সংস্থা। সেখানে পড়ানো হবে কেজি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত। স্কুলটি হবে অনুন্নত এলাকায়।” |