অ্যাসেজ অস্ট্রেলিয়া ৪ ইংল্যান্ড ০ |
‘ঘুষি’ না খেলে নিজে থেকে নেতৃত্ব ছাড়বেন না কুক
নিজস্ব প্রতিবেদন |
মেলবোর্নে চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে কিছুক্ষণ ব্যাহত হল। তা সত্ত্বেও এমসিজি-তে চতুর্থ টেস্ট একদিন বাকি থাকতে আট উইকেটে জিতে নিল অস্ট্রেলিয়া। আগেই অ্যাসেজ খোয়ানো ইংল্যান্ড এখন ০-৪ পিছিয়ে শুক্রবার সিডনিতে শুরু শেষ টেস্টে ‘হোয়াইটওয়াশ’ বাঁচাতে নামবে।
ওপেনার ক্রিস রজার্সের সেঞ্চুরি (১১৬), শেন ওয়াটসনের অপরাজিত ৮৩ এবং দু’জনের দ্বিতীয় উইকেটে ১৩৬ রানের পার্টনারশিপের দাপটে রবিবার চা-বিরতির আগে সহজেই জেতে মাইকেল ক্লার্কের দল। তারা করে ২৩১-২। যার পর অস্ট্রেলীয় অধিনায়ক বলেন, “আগেই অ্যাসেজ জিতে নেওয়ায় অনেকে ভেবেছিলেন, এখানে আমরা আত্মতুষ্ট থাকব, জেতার সেই উদগ্র ইচ্ছে দেখাতে পারব না। তা হলে শুনুন, সিডনিতে ৫-০ করার আগে পর্যন্ত এই দুটো জিনিসেরই আমাদের ড্রেসিংরুমে ঢোকার বিন্দুমাত্র সম্ভাবনা নেই।” |
প্রেক্ষাপটে বিপর্যস্ত কুকের ললাট-লিখন। |
অন্য দিকে, শনিবারই যে দলটা লাঞ্চের কিছু পরে হাতে দ্বিতীয় ইনিংসের ১০ উইকেট নিয়ে ১১৬ রানে এগিয়ে ছিল, তারা কী ভাবে পরের দিনই যাচ্ছেতাই ভাবে ম্যাচটা হারল তা নিয়ে ইংল্যান্ড ক্রিকেটমহলে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। আবার অনেকের মতে, তবু ইংল্যান্ড শিবিরের সত্যিকারের মানসিকতাটা ওই দিনই টিভি সাক্ষাৎকারে বুঝিয়ে দিয়েছিলেন কেভিন পিটারসেন। “এই সিরিজ নিয়ে আমরা মানসিক ভাবে ভেঙে পড়া অবস্থায়,” মন্তব্য ছিল কেপি-র।
এমসিজি-তে ৫১ বছরের মধ্যে এটাই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সফল রান তাড়া করার নজির। বিপক্ষকে এহেন কীর্তি গড়তে আবার ‘সাহায্য’ করলেন কিনা স্বয়ং ইংল্যান্ড অধিনায়ক। এ দিন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের দু’টো ক্যাচ ফস্কান কুক। তার পরেও অবশ্য রবিবার ম্যাচ শেষে তাঁর মন্তব্য, “ইংল্যান্ড দলের অধিনায়ক থাকতে আমি একশো ভাগ ইচ্ছুক। একশো টেস্ট খেলার অভিজ্ঞতা দিয়ে টিমকে এই অবস্থা থেকে উঠে দাঁড় করাতে আমি মরিয়া। তবে নির্বাচকেরা যদি আমার চেয়ে ভাল ক্যাপ্টেনের সন্ধান পান, তা হলে আমি ঘুষি খেতে রাজি আছি।” |
জয়ের রান নিতে ছুটলেন শেন ওয়াটসন ও মাইকেল ক্লার্ক (পিছন ফিরে)। |
প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের কথায় অবশ্য কুকের পাশে দাঁড়ানোর ইঙ্গিত নেই। “অস্ট্রেলিয়ার মাটিতে এর আগের অ্যাসেজে কুকের মোট রান ছিল ৭৬৬। গড় ১২৮। সেখানে এ বার অধিনায়ক কুকের আট ইনিংসে সংগ্রহ ২৩২। গড় ২৯। এমসিজি-তে ওর দল দ্বিতীয় ইনিংসে পাওয়া সুবিধেটা যে রকম বাউন্ডুলের মতো উড়িয়ে দিয়েছে, আমার জীবনে সে রকম কস্মিনকালে দেখিনি!” নাসেরের চলতি অ্যাসেজের র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন পিটারসেন (৬)। সেখানে অস্ট্রেলিয়ার চারজনকে তিনি দিয়েছেন দশে নয়। যাঁদের অন্যতম মিচেল জনসন-ই হয়তো আসল কথাটা বলেছেন “ইংরেজরা এই সিরিজে আমাকে খেলতে ভয় পাচ্ছে!” |
ছবি: গেটি ইমেজেস, এএফপি। |
পুরনো খবর: এ বার অফস্পিনে বিধ্বস্ত ইংল্যান্ড |
|