বিদায় কিং কালিস

অভিষেক: ডিসেম্বর ১৪-১৮, ১৯৯৫, ডারবান, বনাম ইংল্যান্ড।

টেস্ট
ব্যাটিং
ম্যাচ ১৬৬, ইনিংস ২৮০, রান ১৩২৮৯, সর্বোচ্চ ২২৪, গড় ৫৫.৩৭, সেঞ্চুরি ৪৫, ক্যাচ ২০০

বোলিং
ওভার ৩৩৬১, রান ৯৪৯৯, উইকেট ২৯২, ইনিংসে সেরা বোলিং ৬-৫৪, ম্যাচে সেরা বোলিং ৯-৯২, বোলিং গড় ৩২.৫৩, স্ট্রাইক রেট ৬৯.০০

• টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকদের তালিকায় দু’নম্বরে, সচিন তেন্ডুলকরের (৫১) পরেই।
• সবচেয়ে বেশি রানের তালিকায় তিন নম্বরে। সচিন, পন্টিংয়ের পর। রবিবার টপকালেন দ্রাবিড়কে।
• শেষ টেস্টে সেঞ্চুরিকারীর তালিকায় কালিস ৪২তম এবং দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান।
• একশো বা তার বেশি টেস্ট খেলা অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে একমাত্র ব্যাটসম্যান, যাঁর শেষ টেস্টে সেঞ্চুরি।


জীবনের শেষ টেস্টেও সেঞ্চুরিতে পৌঁছে। ছবি: এএফপি।

ক্যাপ্টেনের চুম্বন।

কালিস যে ভাবে সেঞ্চুরি করে টেস্ট কেরিয়ার শেষ করল তার থেকে ভাল স্ক্রিপ্ট হয় না। ও দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার। এ ভাবে কেরিয়ার শেষ করাটা ওকেই মানায়। তরুণ ক্রিকেটার থেকে কী ভাবে জাক বিশ্বের সেরা হয়ে উঠেছে সেটার সাক্ষী আমি। কালিসের জায়গা কেউ নিতে পারবে না।
কেপলার ওয়েসেলস
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে কালিস। পরিসংখ্যানই সেটা বলবে। প্রচারের আলোয় থাকার চেষ্টা না করে নিজের সেরাটা দিনের পর দিন দেশের জন্য দিয়ে গিয়েছে।
শন পোলক




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.