|
|
|
|
বিদায় কিং কালিস |
অভিষেক: ডিসেম্বর ১৪-১৮, ১৯৯৫, ডারবান, বনাম ইংল্যান্ড।
টেস্ট
ব্যাটিং
ম্যাচ ১৬৬, ইনিংস ২৮০, রান ১৩২৮৯, সর্বোচ্চ ২২৪, গড় ৫৫.৩৭, সেঞ্চুরি ৪৫, ক্যাচ ২০০
বোলিং
ওভার ৩৩৬১, রান ৯৪৯৯, উইকেট ২৯২, ইনিংসে সেরা বোলিং ৬-৫৪, ম্যাচে সেরা বোলিং ৯-৯২, বোলিং গড় ৩২.৫৩, স্ট্রাইক রেট ৬৯.০০
• টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকদের তালিকায় দু’নম্বরে, সচিন তেন্ডুলকরের (৫১) পরেই।
• সবচেয়ে বেশি রানের তালিকায় তিন নম্বরে। সচিন, পন্টিংয়ের পর। রবিবার টপকালেন দ্রাবিড়কে।
• শেষ টেস্টে সেঞ্চুরিকারীর তালিকায় কালিস ৪২তম এবং দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান।
• একশো বা তার বেশি টেস্ট খেলা অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের মধ্যে একমাত্র ব্যাটসম্যান, যাঁর শেষ টেস্টে সেঞ্চুরি।
|
জীবনের শেষ টেস্টেও সেঞ্চুরিতে পৌঁছে। ছবি: এএফপি। |
ক্যাপ্টেনের চুম্বন। |
|
কালিস যে ভাবে সেঞ্চুরি করে টেস্ট কেরিয়ার শেষ করল তার থেকে ভাল স্ক্রিপ্ট হয় না। ও দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার। এ ভাবে কেরিয়ার শেষ করাটা ওকেই মানায়। তরুণ ক্রিকেটার থেকে কী ভাবে জাক বিশ্বের সেরা হয়ে উঠেছে সেটার সাক্ষী আমি। কালিসের জায়গা কেউ নিতে পারবে না।
কেপলার ওয়েসেলস |
দক্ষিণ আফ্রিকা ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে কালিস। পরিসংখ্যানই সেটা বলবে। প্রচারের আলোয় থাকার চেষ্টা না করে নিজের সেরাটা দিনের পর দিন দেশের জন্য দিয়ে গিয়েছে।
শন পোলক |
|
|
|
|
|
|