|
|
|
|
বাঁচার লড়াই |
বিদেশে নিজেকে প্রমাণের
আজ শেষ সুযোগ রোহিতের
রবি শাস্ত্রী |
|
ভারতের শেষ দিন রীতিমতো সতর্ক থাকা দরকার। দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানরা ব্যর্থ হলে গত দু’সপ্তাহ দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজে আমাদের যাবতীয় ভাল কাজ মূল্যহীন হয়ে যাবে। ডেল স্টেইন যথেষ্ট ফর্মের চিহ্ন রেখেছে ভারতের প্রথম ইনিংসে। আর রবিন পিটারসনের বাঁ-হাতি স্পিন বোলিং ডারবানের শুকনো উইকেটে টেস্টের শেষ দিন মোটেই উপেক্ষার নয়। ১৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ভারতীয় ওপেনাররা ইতিমধ্যেই ড্রেসিংরুমে ফিরে গিয়েছে। টপ অর্ডারের বাকি অংশের শেষ দিন কিছুতেই ব্যর্থ হওয়া চলবে না।
শিখর ধবন আর রোহিত শর্মার কিংসমিডে দ্বিতীয় ইনিংসে শেষ সুযোগ ছিল, বিদেশের উইকেটে নিজেদের ব্যাটিং দক্ষতার পরিচয় দেওয়ার। শিখর পারল না। ভারতকে টেস্ট সিরিজ বাঁচানোর জন্য রোহিতকে ভাল করতে হবে। ভারতীয় টপ অর্ডারের বাকিরা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নিজেদের সম্মান বাড়িয়ে নিয়ে ফিরছে। শিখর আর রোহিত, দু’জনই নিঃসন্দেহে প্রতিভাবান ব্যাটসম্যান। কিন্তু একেক সময় ভুল শট নির্বাচন করে সমস্যায় পড়েছে দক্ষিণ আফ্রিকায়।
প্রথম ইনিংসে বিরাট ‘লিড’ নেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা স্কিলের পাশাপাশি হৃদয়কেও লাগিয়ে দিয়েছিল। ওদের তৃতীয় দিনের দলগত দুর্দান্ত ব্যাটিং রবিবার চতুর্থ দিনও সকাল থেকে চালু ছিল, স্টেইন এবং পরের দিকে পিটারসনের মতো টেলএন্ডাররাও ‘কাজে’ নেমে পড়ায়। তা সত্ত্বেও জাক কালিস-ই ছিল বিশাল রানের প্রথম ইনিংসের মেরুদণ্ড। জীবনের শেষ টেস্ট ইনিংসে সেঞ্চুরি করার অসাধারণ কীর্তিমান হয়েই শুধু থাকল তাই না, সাড়ে ছ’ঘণ্টা ধরে অনড় হয়ে থাকল ক্রিজে। যার থেকে ওর নন-স্ট্রাইকাররা একে-একে নিজেদের খাদ্য (পড়তে হবে রান) আহোরণ করে গেল।
কালিসকে ক্রিজ থেকে শেষমেশ রবীন্দ্র জাডেজার উৎখাত করতে দেখাটাই বোধহয় ন্যায্য। বাঁ-হাতি ভারতীয় স্পিনার মনে মনে ধুরন্ধর। অধিকাংশ ব্যাটসম্যানকে সত্যিকারের পরীক্ষা নিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের এক-তৃতীয়াংশ ওভার বোলিং জাডেজা একাই করেছে। এবং বিদেশের মাঠে প্রথম ইনিংস থেকেই ছয় উইকেট নিয়ে ফিরেছে। বিদেশে কোকাবুরা বলে বেশিরভাগ ভারতীয় স্পিনার গোড়ার দিকে সমস্যায় পড়ে। এসজি বলের মতো এর সিম বেশি উঁচু হয়ে থাকে না, অস্বাভাবিক বাউন্স করে না। ফিঙ্গার স্পিনারদের সমস্যা আরও বেশি। সমস্যার ধাক্কায় বেসামাল না হয়ে বরং সাফল্য পাওয়ায় জাডেজার সব কৃতিত্ব প্রাপ্য। ছয় উইকেটের পাশাপাশি ওর ইকনমি রেটও দুর্দান্ত। এর সঙ্গে ধারাবাহিক ব্যাট করতে পারলে ভারত একজন ভাল অলরাউন্ডার পাবে। |
|
|
|
|
|