টুকরো খবর
বিয়ে ভাঙল, পুড়ে মৃত্যু কিশোরীর
বিয়ের কথা বলতে গিয়ে প্রেমিকের বাড়ির লোকের কাছে অপমান সহ্য করতে না পেরে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। মঙ্গলবার তুফানগঞ্জের দেওচড়াই পঞ্চায়েতের সন্তোষপুর এলাকার ঘটনা। বুধবার কোচবিহার জেলা হাসপাতালে দগ্ধ ওই তরুণীর মৃত্যু হয়েছে। এ দিনই তরুণীর বাবা পুলিশের অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, মৃতার নাম কৃষ্ণা ব্যাপারি (১৯)। তাঁর বাড়ি সন্তোষপুরে। মঙ্গলবার বিকালে ওই তরুণী বাড়িতে গায়ে আগুন দেন বলে পুলিশ তদন্তে জানতে পেরেছে। মৃতার বাবা ধরণী ব্যাপারি পুলিশকে অভিযোগ করে জানান, এলাকার বাসিন্দা এক যুবকের সঙ্গে কৃষ্ণার তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের কথাও চলছিল। কিন্তু ছেলের বাড়ির লোক সম্পর্ক মানতে নারাজ। ইদানীং ওই যুবকও মেয়েকে এড়িয়ে চলছিলেন। মঙ্গলবার তরুণী বিয়ের কথা বলতে যুবকের বাড়িতে গেলে পরিবারের লোক মেয়েকে অপমান করেন বলে অভিযোগ। পুলিশ সুপার অনুপ জয়সওয়াল বলেন, “আত্মহত্যায় প্ররোচনার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তরা পলাতক।” অভিযুক্ত যুবক পুলিশে চাকরি করেন।

অফিসে তালা
তফসিলি উপজাতি এবং ওবিসি শংসাপত্র পেতে দেরি হচ্ছে অভিযোগ তুলে বিডিও অফিসের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন দেড়শো আবেদনকারী। বুধবার আলিপুরদুয়ার ২ বিডিও অফিসে বিক্ষোভ শুরু হয়। অপেক্ষা করতে হয় কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বিডিও সজল তামাং। সমস্যা সমাধানের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। অভিযোগ, আবেদন করার পর শংসাপত্র পেতে দেরি হচ্ছে। সপ্তাহে এক দিন শুনানির হয় বলে দেরি হচ্ছে। বিডিও সজল তামাং বলেন, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সপ্তাহে চার দিন শুনানির নির্দেশ দেওয়া হয়।”

শীতে কম্বল বিলি
পথবাসীদের দুর্ভোগ ঘোচাতে রাতভর কোচবিহার শহর ও লাগোয়া এলাকা ঘুরে তাদের ঘুম থেকে ডেকে তুলে কম্বল বিলি করলেন প্রশাসনের কর্তারা। মঙ্গলবার রাতে প্রশাসনের ওই আচমকা কম্বল বিলি অভিযানে বেজায় খুশি দুঃস্থরা। কোচবিহারের সদর মহকুমা শাসক বিকাশ সাহা বলেন, “প্রকৃত দুঃস্থদের পাশে থাকার ভাবনা থেকেই রাতে শহর ঘোরার সিদ্ধান্ত হয়। ওই রাতে ৬৪ জনকে কম্বল দেওয়া হয়েছে। আরও কয়েক দিন কম্বল বিলি অভিযান চলবে।” মঙ্গলবার রাত দশটা নাগাদ সদর মহকুমাশাসকের নেতৃত্বে প্রশাসনিক কর্তাদের একটি দল পথবাসীদের খোঁজে অভিযান শুরু করে। রাত প্রায় দু’টো নাগাদ প্রশাসনের প্রথম দিনের ‘কম্বল-অভিযান’ শেষ হয়।

দখলদার উচ্ছেদ
হাসপাতাল চত্বরে পার্কিং করা ভাড়ার ট্যাক্সি ও অবৈধ দখলদারদের হটিয়ে দিলেন জেলাশাসক ও পুলিশ সুপার। বুধবার বালুরঘাট হাসপাতালে। হঠাৎ জেলাশাসক তাপস চৌধুরী ও পুলিশ সুপার প্রসূন বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়ে হাসপাতাল চত্বরে হানা দেন। তাঁরা রাস্তা দখল করে বসা অস্থায়ী বাদাম, মুড়ি ছোলা ভাজার দোকান, রিকশা হঠিয়ে দেন। গেটের মুখে পার্কিং করা ১০-১২টি ভাড়ার ট্যাক্সি সরিয়ে রাস্তা দখলমুক্ত করা হয়।

তৃণমূলের দিকে
ভাগ্নি মৌসম বেনজির নুরকে জেলা কংগ্রেস সভাপতি করায় আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রয়াত গনি খান চৌধুরীর ভাই তথা সুজাপুরের কংগ্রেস বিধায়ক আবু নাসের খান চৌধুরী (লেবু)। এ বার তিনিও তৃণমূলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “সব দিক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি।” তৃণমূলের জেলা সভানেত্রী সাবিত্রী মিত্র জানান, দু’তিন দিনের মধ্যেই লেবুবাবু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তারপর আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেবেন। মৌসমের দাবি, “কংগ্রেস ছেড়ে লেবুমামা অন্য কোনও দলে যাবেন না।”

দৃষ্কৃতী গ্রেফতার
গাড়ি ছিনতাই চক্রের সঙ্গে জড়িত এক দুষ্কৃতীকে ধরেছে পুলিশ। মঙ্গলবার রাতে চোপড়া থানার কালাগছ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম লিটন সাহা। সম্প্রতি অসমের গুয়াহাটি থেকে অন্ধ্রপ্রদেশে যাওয়ার পথে অসমেই ৬ জনের দুষ্কৃতীদল ওই ট্রাকটি ছিনতাই করে বলে অভিযোগ।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.