তৃণমূল নেতার নামে এক ব্যবসায়ীকে মারধর এবং ওই ব্যবসায়ীর বিরুদ্ধে তৃণমূল নেতাকে বেদম মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগে বুধবার উত্তপ্ত হল রায়গঞ্জের মোহনবাটি বাজার। বলরাম রায়চৌধুরী নামে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে রায়গঞ্জ পুরসভার প্রাক্তন নির্দল কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা বরেন বৈশ্যের নামে। বলরামের নামেও বরেনবাবুকে ধাক্কাধাক্কি করে টাকা ছিনতাইয়ের পাল্টা অভিযোগ উঠেছে। তৃণমূল নেতা বরেনবাবুকে গ্রেফতারের দাবিতে বেলা সাড়ে ১১টা থেকে মোহনবাটি বাজারের শতাধিক ব্যবসায়ী দোকান বন্ধ করে লাগোয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশের আশ্বাসে দেড়টায় অবরোধ ওঠে। অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য বাজার বন্ধ রাখা হবে বলে ব্যবসায়ীদের তরফে পুলিশকে হুমকি দেওয়া হয়েছে। আইসি দীনেশ প্রামাণিক বলেন, “অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” বলরামবাবু অভিযোগ করে বলেন, “দীর্ঘ দিন ধরে বাজার এলাকায় নানা অসামাজিক কাজকর্ম ও তোলাবাজির প্রতিবাদ করায় বরেনবাবু আমার উপর হামলা করেন। আমাকে অবাধে ঘুষি ও লাথি মেরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেন।” বরেনবাবুর পাল্টা অভিযোগ, “এ দিন মাছবাজার লাগোয়া দোকানের সামনের রাস্তা বন্ধ করে বলরামবাবু দাঁড়িয়েছিলেন। বলরামবাবুকে রাস্তা থেকে সরতে বললে তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাকে গালাগালি ও ধাক্কাধাক্কি শুরু করেন। আমার পকেট থেকে ২৫০ টাকা তুলে নেন।” জেলা তৃণমূলের সভাপতি তথা পরিষদীয় সচিব অমল আচার্য বলেন, “ভুল বোঝাবুঝিতে গোলমাল। আলোচনায় না মিটলে পুলিশকে দু’পক্ষের অভিযোগ মতো আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বলব।” |