কিশোরীকে খুন, গণপিটুনি যুবককে
নিজস্ব সংবাদদাতা • জগদ্দল |
কিশোরীর গলায় খুর চালিয়ে খুনের অভিযোগে এক যুবককে বেদম পেটাল জনতা। বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ জগদ্দল থানার শ্যামনগরের ঘটনা। পুলিশ জানায়, শ্যামনগর গার্লস স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী শাঁওলি বিশ্বাস (১৭) টিউশন পড়ে ভারত হাউসিংয়ের বাড়িতে ফিরছিল। পিছু নেয় প্রতিবেশী শিশির ঘোষ। সে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র। দু’জনেই ছিল সাইকেলে। অঞ্জনগড়ের গলিতে ঢুকে শিশির হঠাৎই পিছন থেকে মেয়েটির গলায় খুর চালায় বলে অভিযোগ। শাঁওলির চিৎকারে লোকজন ছুটে আসে। এক ব্যক্তি তাড়া করে শিশিরকে ধরতে গেলে তাকেও খুর চালিয়ে জখম করে শিশির। লোকজন তাকে ধরে পেটায়। পুলিশ গিয়ে দু’জনকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আনে। শাঁওলিকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। শিশির আশঙ্কাজনক। স্থানীয়দের দাবি, শিশির বার কয়েক প্রেমের প্রস্তাব দিয়েছিল শাঁওলিকে। কিন্তু দু’জনের বনিবনা হচ্ছিল না। তাই শাঁওলিকে খুন করেছে শিশির।
|
পাইপ ‘চুরির’ অভিযোগে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
স্কুল চত্বরের বিকল হয়ে যাওয়া জলের পাইপটি কাউকে কিছু না জানিয়ে তুলে নেওয়ার অভিযোগে সিপিএমের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ করলেন গ্রামবাসী ও পড়ুয়ারা। বুধবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গার পশ্চিম যাদবপুরের ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, বিক্রির জন্যই ওই পাইপ তোলা হয়েছিল। তবে সিপিএমের দাবি, নতুন কল বসানোর জন্য ওই পাইপ তোলা হয়েছিল। প্রধান শিক্ষক ঝত গাইন বলেন, “পঞ্চায়েত সদস্য নূর হোসেন স্কুল চত্বরে থাকা কলটি তুলে সেখানে নতুন একটা কল বসাবেন বলে বলেছিলেন। কিন্তু নতুন কল বসানোর জন্য কোনও সরকারি নথি দেখাননি।”
|
গ্রামীণ সংস্কৃতি ও বইমেলা টাকিতে
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
শুরু হল ২৫ তম বর্ষের ‘টাকি গ্রামীণ সংস্কৃতি ও বই মেলা’। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। শনিবার স্কুল কলেজের ছাত্রছাত্রী-সহ স্থানীয় বাসিন্দাদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকি পুরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, প্রাক্তন অলিম্পিয়ান বদ্রু বন্দ্যোপাধ্যায়, বসিরহাটের মহকুমা শাসক শেখর সেন প্রমুখ। এবারের মেলায় থাকছে ২৬টি বইয়ের স্টল-সহ ১০৮টি বিভিন্ন বিষয়ের উপর স্টল। রয়চে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন স্থানীয় ও বহিরাগত শিল্পীরা।
|
বজবজের পুজালিতে কর্তব্যরত পুলিশকর্মীকে মারধরের অভিযোগে চার কলেজ ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, সরশুনা কলেজের কিছু পড়ুয়া বুধবার পুজালির ইন্দিরাঘাটে পিকনিক করতে গিয়ে গাড়ি রাখা নিয়ে বাসিন্দাদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। পুলিশ যায়। অভিযোগ, মারধর করা হয় এক পুলিশকর্মীকে। |