কোটি টাকার সোনার বিস্কুট-সহ এক ব্যক্তিকে আটক করল বিএসএফ। বুধবার দুপুরে উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর চেকপোস্টের কাছে নুর ইসলাম নামে ওই ব্যক্তিকে জেরা করার সময় ১৫২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা বিস্কুটগুলি উদ্ধার করে। নুর ইসলামের বাড়ি বাংলাদেশ সীমান্তের তারলি গ্রামে। সোনার বিস্কুটগুলি তেঁতুলিয়া শুল্ক দফতর এবং নুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তেঁতুলিয়া শুল্ক দফতরের ইনস্পেক্টর মিলন হালদার বলেন, “উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলির ওজন প্রায় ২ কোজি ৮শো গ্রাম। যার বর্তমান মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।”
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, বাংলাদেশ থেকে ওই সোনার বিস্কুটগুলি নুরের কাছে এসেছিল। সেগুলি পাচারের জন্যই সে এপারে নিয়ে আসছিল। প্রসঙ্গত, এই নিয়ে গত এক বছরে স্বরূপনগরে বেশ কিছু সোনার বিস্কুট, চন্দন কাঠ এবং ছাত্রী ও এক ব্যক্তির বাড়ি থেকে কয়েক কোটি টাকার নেশার পাউডার উদ্ধার করল বিএসএফ।
পুলিশ এবং শুল্ক দফতর সূত্রের খবর, এ দিন দুপুরে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত লাগোয়া গ্রাম থেকে যাতায়াতকারী লোকজনকে পরীক্ষা করছিলেন বিএসএফের জওয়ানরা। সেই সময় যন্ত্রচালিত ভ্যানরিকশা চালিয়ে ওই চেকপোস্ট পেরিয়ে স্বরূপনগরের দিকে যাচ্ছিল নুর ইসলাম। সন্দেহ হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন জওয়ানরা। তল্লাশির সময় তার প্যান্টের তলায় বিশেষ ধরনের জ্যাকেট থেকে বেরিয়ে আসে সোনার বিস্কুটগুলি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জ্যাকেটে ২৮টি বিস্কুট ছিল। বিএসএফের এক অফিসারের দাবি, হাকিমপুর চেকপোস্টে কড়া পাহারার কারণেই সেখানে বার বার পাচারকারীরা ধরা পড়ছে। ওই সীমান্তকে দৃষ্টান্ত হিসেবে ধরে বসিরহাট সীমান্তের অন্য চেকপোস্টেও কড়া পাহারার ব্যবস্থা হয়েছে। জেরায় নুর জানায়, বাংলাদেশ থেকে আনা সোনার বিস্কুটগুলি হাকিমপুর চেকপোস্ট পার করার জন্য তার কাছে দেওয়া হয়েছিল। এর জন্য সে এক হাজার টাকা পেয়েছিল।
পুলিশ ও শুল্ক দফতরের দাবি, সম্প্রতি স্বরূপনগর সীমান্ত দিয়ে ব্যাপক হারে পাচার বেড়েছে। সোনাই নদী পার করে ওপার থেকে মহিলাদের কাজের লোভ দেখিয়ে এ পারে আনছে দালালরা। তারপরে তাঁদের মুম্বই বা দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। একই পথে এ পারে সোনা আনছে পাচারকারীরা। গত মার্চ মাসে হাকিমপুরে সন্দেহজনক ভাবে দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল বিএসএফ। পরে তাদের স্কুল ব্যাগ থেকে বেশ কয়েকটি নেশার পাউডারের প্যাকেট উদ্ধার হয়। গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি হাকিমপুর চেকপোস্ট পার হওয়ার সময় এক যুবকের কাছ থেকে জওয়ানরা ৩টি সোনার বিস্কুট আটক করে। অক্টোবর মাসের প্রথম দিকে হাকিমপুর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সহিদুল ইসলাম মণ্ডলের কাছ থেকে বিএসএফ ২২টি সোনার বিস্কুট আটক করে। সহিদুলকে গ্রেফতার করা হয়। |