সঙ্গিনীকে কাছে পেতে চাইছিল দুই জন। তবে কে সঙ্গিনীকে আগে কাছে পাবে তা নিয়ে জঙ্গলে রীতিমত শুরু হয় গোলমাল। ছুটে পালিয়ে কোনক্রমে প্রাণ বাঁচান কয়েকজন বন কর্মীও। বুধবার শেষ অবধি আক্রমণাত্মক দাঁতালের তাড়া খেয়ে রীতিমত জঙ্গল ছাড়তে বাধ্য হল এক মাকনা হাতি। পথের কাঁটা মাকনাকে দূরে সরিয়ে দিনভর প্রেমিকার সঙ্গে মরাঘাটের জঙ্গলে মজে রইল দাঁতালটি। |
বুনো দাঁতালের সঙ্গে লড়াইয়ে জখম মাকনা। বুধবার বানারহাটের
মরাঘাট এলাকায় রাজকুমার মোদকের তোলা ছবি। |
দাঁতালের দাঁতের ভয়ে বিষন্ন মাকনা দিনভর দাঁড়িয়ে থাকল জঙ্গলের বাইরে বানারহাটে প্রস্তাবিত হিন্দি কলেজের ঝোপের আড়ালে। সারাদিন চেষ্টা করার পর অবশ্য পটকা ফাটিয়ে লোকজনকে সরিয়ে মাকনাকে বনে পাঠাতে পেরেছেন বন কর্মীরা। তবে ফের দাঁতালের আক্রমণের মুখে ওই মাকনাকে পড়তে হতে পারে বলে রীতিমত আশঙ্কিত বন কর্মীরা। গত দশ দিন ধরে মরাঘাটের জঙ্গলে ৮টি হাতির দল আশ্রয় নিয়েছে। সেখানকার এক দাঁতাল ও মাকনার মন মজেছে দলের সদস্যা এক তরুণী হাতির উপর। কে তাকে কাছে পাবে তা নিয়ে কয়েক দিন ধরে দু’জনের মধ্যে বিবাদ চলছে। দলের বাকি সদস্যদের বনকর্মীরা দুই জনের লড়াইয়ের ধারে-কাছে ঘেঁষতে দেখেননি। দাঁতালের দাঁতের আঘাতে এর আগে মাকরাপাড়া জঙ্গলে একটি মাকনার মৃত্যুর ঘটনা ঘটেছে। বিন্নাগুড়ি এলিফেন্ট স্কোয়াডের রেঞ্জ অফিসার দিলীপ চৌধুরীর কথায়, “দল যেখানে রয়েছে তার কাছে মাকনাটিকে পৌঁছে দিয়েছি। এখন শুধু সময়ের অপেক্ষা। দাঁতাল সঙ্গিনীকে কাছে পাওয়ার পরে মাকনাটি ফের দলে মিশে যাবে।” |