নববর্ষে পুর অভিযান
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে অভিযানে নামতে চলেছে ইসলামপুর পুরসভা। ইংরেজি নতুন বছরের প্রথম দিন থেকে অভিযান শুরু হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছেন। শহরের বিভিন্ন দোকান, বাজার এলাকায় অভিযান চালাবে পুরসভা। ৩০ ডিসেম্বর প্লাস্টিক ক্যারিব্যাগ বন্ধ করতে সচেতনতা মিছিল করবে পুরসভা। চেয়ারম্যান কানাইয়ালাল অগ্রবাল বলেন, “আশা করছি ব্যবসায়ীরা সহযোগিতা করবেন। শহরে যাতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার না হয় তার জন্য নজরদারি চালানো হবে। ব্যবহারকারীদের পুর আইন মেনে ২০০ ও ৫০০ টাকা জরিমানাও করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।” বাসিন্দাদের অভিযোগ, প্রায় দু’বছর আগে ইসলামপুর শহরের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছিল পুরসভা। তবে কাজ হয়নি। নিষেধাজ্ঞা না মেনে ক্যারিব্যাগের দেদার ব্যবহার চলেছে। এর পেছনে পুরসভার নজরদারির অভাবকে নিশানা করেছেন পরিবেশ প্রেমীরা। পুরসভার চেয়ারম্যান নজরদারির খামতির কথা মেনেও নিয়েছেন। ক্যারিব্যাগ পড়ে শহরের নিকাশি নালাগুলিও বুজে যেতে শুরু করেছে বলে তাঁর অভিযোগ। ইসলামপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মুখোপাত্র দামোদর অগ্রবাল বলেন, “ব্যবসায়ীরা পুর-কর্মীদের সব রকম সাহায্য করবেন।” ইসলামপুর পথিপার্শ্বস্থ ব্যবসায়ী সমিতির তরফে শহরে ইতিমধ্যে মাইকে প্রচারও শুরু করা হয়েছে।
|
হাতির তাণ্ডবে ক্ষতি ফসলের
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কলাইকুণ্ডার পর নয়াগ্রাম। ফের হাতির তাণ্ডবে ভাঙল বাড়ি, ক্ষতি হল ফসলের। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত খড়্গপুর ডিভিশনের নয়াগ্রামের কেশরেখা রেঞ্জ এলাকায় হাতির তাণ্ডবে ভেঙেছে ১১টি বাড়ি, ফসল নষ্ট হয়েছে প্রায় ৫০ হেক্টর জমির। বন দফতর সূত্রে খবর, ওই হাতির দলটিতে আনুমানিক ১২০ থেকে ১৩০টি হাতি রয়েছে। মঙ্গলবার রাতে ওড়িশা সীমানা লাগোয়া ঝাড়গ্রামের কেশরেখা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে পড়ে হাতিদলটি। তাণ্ডব চালায় সারারাত। মধুপুরা, বালিকুণ্ডি, ঘনঘনা, দুঁধিয়া গ্রামের একের পর এক বাড়ি ভাঙে হাতির ওই দলটি। গত অক্টোবরেও দলমা থেকে ওড়িশা যাওয়ার পথে কলাইকুণ্ডা রেঞ্জে ওই হাতির দলটি প্রায় ১৫০ বিঘে জমির ফসল ও ১২টি বাড়ি ভেঙেছিল। এ বার ওড়িশা থেকে দলমা আসার পথে ওই তাণ্ডব চালায় দলটি। পরপর হাতির তাণ্ডবে ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীর মধ্যে। খড়্গপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার অঞ্জন গুহ অবশ্য বলেন, “ঘটনার পর থেকেই আমরা হাতির দলটির ওপর নজর রেখেছি। এ ধরনের ঘটনা রুখতে গ্রামবাসীর সহযোগিতায় হুলা পার্টি তৈরি করা হয়েছে।”
|
গাছ কাটার নালিশ
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা |
বন দফতরের অনুমতি ছাড়াই কাঁকসার বনকাটি পঞ্চায়েতের শ্যামবাজার এলাকায় শ’খানেক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। কাঁকসা থানার পুলিশ জানিয়েছে, প্রফুল্ল মজুমদার নামে এক ব্যক্তি রবিবার অভিযোগ করেন, বেশ কিছু গাছ জোর করে কেটে নিয়েছেন তাঁর এক প্রতিবেশী। অভিযোগ পেয়ে পুলিশ গাছ কাটা বন্ধ করে। প্রফুল্লবাবুর অভিযোগ, তার পরেও ফের গাছ কাটা শুরু হয়েছে। বন দফতর সূত্রে জানানো হয়েছে, তাদের কাছে অনুমতি না নিয়ে গাছ কাটা বেআইনি। অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে।
|
পরিবেশ মেলা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
পড়ুয়াদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ বার কিশোর পরিবেশ মেলার আয়োজন করছে রাজ্য পরিবেশ দফতর। বুধবার নবান্নে পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার জানান, ২৪-২৬ ডিসেম্বর মোহরকুঞ্জে মেলা চলবে। শহরের বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পাশাপাশি দশটিরও বেশি শিল্পসংস্থা হাজির থাকবে। পরিবেশ সংক্রান্ত পুতুল নাচ, মূকাভিনয়-সহ নানা অনুষ্ঠানেরও আয়োজন করা হচ্ছে।
|
দাঁতালের চিকিৎসা
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
অবশেষে অসুস্থ হাতির চিকিৎসা করার প্রক্রিয়া শুরু করল বন দফতর। কিছু দিন আগে বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি রেঞ্জের জঙ্গলে একটি অসুস্থ দাঁতালকে ঘুরতে দেখেন বনকর্মীরা। মঙ্গলবার প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা তিন চিকিৎসকের একটি বোর্ড গড়ে হাতিটির চিকিৎসার নির্দেশ দিয়েছেন।
|
রাস্তা বা উড়ালপুল তৈরি বা অন্য কারণে গাছ কাটা হলে তার বদলে কী ধরনের গাছ লাগাতে হবে, তার একটি তালিকা করছে রাজ্যের পরিবেশ দফতর। পরিবেশমন্ত্রী সুদর্শন ঘোষদস্তিদার বুধবার নবান্নে বলেন, “যে-সব গাছ অন্যদের তুলনায় বেশি দূষণ রোধ করে, সেই ধরনের গাছের তালিকা হচ্ছে। তা মেনেই গাছ লাগাতে বলা হবে।” তিনি জানান, এক বছরের মধ্যে কলকাতা-সহ প্রতিটি জেলায় কমপক্ষে এক লক্ষ গাছ লাগানোই সরকারের লক্ষ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই কাজ শুরু হয়ে গিয়েছে।
|
প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির হল হলদিয়া মহকুমা হাসপাতালে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এমন কয়েক’টি স্বেচ্ছাসেবী সংস্থা বুধবার প্রায় সত্তর জনকে ওই শিবিরে আনে। কিছু দিন পরই তাঁদের প্রতিবন্ধী শংসাপত্র দেওয়া হবে।
|